গাছপালা বিধ্বস্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন পানিবদ্ধতা টানা একমাসেরও বেশিদিন চলা তাপদাহের পর দেশের অধিকাংশ জেলা-উপজেলায় বর্ষণে জনজীবনে স্বস্তি : ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত ১৩৮ ঢাকায় ৩৬ চট্টগ্রামে ১২৯ মি.মি. : চট্টগ্রাম বজ্রপাত কালবৈশাখী ঝড় অতিবৃষ্টি

বৃষ্টিতে প্রশান্তি ঝড়ে তাণ্ডব

Daily Inqilab শফিউল আলম

০৭ মে ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৭ মে ২০২৪, ১২:০৭ এএম

টানা এক মাসেরও বেশি নজিরবিহীন উচ্চ তাপদাহ ও অসহ্য গরম, খরা-অনাবৃষ্টির পর গতকাল সোমবার দেশের বেশিরভাগ জেলা-উপজেলায় বহু প্রত্যাশিত বৃষ্টিপাত হয়েছে। এর ফলে জনজীবনে এসেছে স্বস্তি প্রশান্তি। এ সময়ে অনেকে নতুন বৃষ্টিতে ভিজে গা-শীতল করেন। দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। তবে বৃষ্টিপাতের পাশাপাশি অনেক জেলা-উপজেলায়, শহর-নগর, গ্রাম-জনপদে শিলাবৃষ্টি, বজ্রপাত এবং কালবৈশাখী ঝড়ের তাণ্ডব বয়ে গেছে। শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে আধাপাকা ইরি-বোরো ধান, ফল-ফসল ও ক্ষেতের শাক-সবজি নষ্ট হয়েছে। মুহূর্মুহূ বিকট আওয়াজে বজ্রপাতের সময়ে অনেক এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বজ্রপাত, শিলাঝড় ও কালবৈশাখী ঝড়ের পর অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বজ্র-ঝড় ও কালবৈশাখীতে চট্টগ্রামসহ অনেক জায়গায় ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা।

গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ১৩৮ মিলিমিটার। এছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছেÑ ঢাকায় ৩৬, চট্টগ্রামে ১২৯, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯০, মাদারীপুরে ৬৯, সিলেটে ৬৫, সন্দ্বীপে ৬০, সীতাকুণ্ডে ৫৮, রাঙ্গামাটিতে ৪০, চাঁদপুরে ৬১, নোয়াখালীতে ৪১, কুতুবদিয়ায় ৬৫, বান্দরবানে ৪৬, কিশোরগঞ্জে ৩৩, চুয়াডাঙ্গায় ২৪, বরিশালে ১৭, ভোলায় ২৭, ময়মনসিংহে ২১, নেত্রকোণায় ১১, কুমিল্লায় ১৯ মিলিমিটার।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ঢাকায় তাপমাত্রা নেমে আসে সর্বোচ্চ ২৯.৮ এবং সর্বনিম্ন ২১.৩ ডিগ্রি সে.। আবহাওয়া বিভাগ সূত্র জানায়, বজ্র-ঝড় এবং কালবৈশাখীর আবহ তৈরি হওয়ায় সেই সঙ্গে দেশের অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাত বজ্র ও কালবৈশাখীসহ চলতি সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে।

গতকাল বিকেল তিনটা নাগাদ হঠাৎ আকাশ ঘন মেঘে কালো হয়ে ঘন ঘন বিকট আওয়াজে বজ্রপাতের সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়। কালবৈশাখীর তাণ্ডবে বন্দরনগীর জাকির হোসেন রোড, কাজীর দেউড়ীসহ বিভিন্ন এলাকায় প্রকাণ্ড গাছপালা বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারসহ ভেঙে পড়ে। এর পর থেকে নগরীর অনেক জায়গায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হঠাৎ অতিবৃষ্টিতে নগরীর মুরাদপুর, ষোলশহর, চকবাজার, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় পানিবদ্ধতা সৃষ্টি হয়। কাদা-পানি পাহাড়ধোয়া বালুমাটি ও ময়লা-জঞ্জালে সয়লাব হয়ে যায় নগরীর অনেক এলাকার রাস্তাঘাট, অলিগলি পর্যন্ত। সারাদিন এমনকি রাত অবধি নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়।
আবহাওয়া বিভাগ (বিএমডি) গত রোববার কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের বিশেষ সতর্কবার্তা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, রোববার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ অর্থাৎ সারা দেশের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।
গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কমে বা স্বাভাবিক হয়ে আসতে পপারে। সারা দেশে দিনের তাপমাত্রা আরও এক থেকে ২ ডিগ্রি সে. পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর পরের ৫ দিনে সারাদেশে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ সপ্তাহের পরবর্তী দিনগুলোতে দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবং বজ্রপাত ও কালবৈশাখী ঝড় হতে পারে।

টানা ৩৭ দিন তাপপ্রবাহে অতিষ্ঠ চুয়াডাঙ্গাবাসীর ভাগ্যে স্বস্তির শিলা বৃষ্টি : এদিকে চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, একটানা ৩৭ দিন তাপপ্রবাহে অতিষ্ঠ চুয়াডাঙ্গাবাসীর ভাগ্যে অবশেষে মিললো স্বস্তির শিলা বৃষ্টি। এক ঘণ্টা ৭৮ মিনিটের ২৪ মিলিমিটার বৃষ্টিতে গোটা জেলায় প্রশান্তি নেমে আসে। দমকা হাওয়ার ও বজ্রপাতের সঙ্গে সঙ্গে শুরু হয় শিলা বৃষ্টি।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সোমবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ একই তাপমাত্রা রেকর্ড করা হয়, ৩৬ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫২ শতাংশ ও দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ।

তিনি আরো জানান, ধিরে ধিরে তাপমাত্রা কমতে শুরু করায় এদিন বেলা ৩টা ৩৭ মিনিট থেকে শুরু হয়ে ৫টা ১৫ মিনিট পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে। ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। শিলা রেকর্ড করা হয়েছে ০১ ডায়ামিটার। আবারো সন্ধ্যা ৭টার পর থেকে বজ্রপাত ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে অন্তত ৪০ টি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে, পাশাপাশি ভেঙে গেছে পল্লী বিদ্যুতের প্রায় ১০টির মত খুঁটি ও বেশ কিছু ট্রান্সমিটার। বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর অনেক গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে পুরো উপজেলায়। এতে অন্তত ৬৫ হাজার গ্রাহক বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। তবে বিকেলে পল্লী বিদ্যুৎ অফিস জানায়, মেরামত কাজশেষে ২০ হাজর গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। গত রোববার রাত থেকে উপজেলার সদরের নাসিরনগর, নাসিরপুর, দাঁতমন্ডল, ধনকুড়া, কুলিকুন্ডা ও মন্নরপুর এলাকার উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

জানা যায়, ঝড়ে ঘর-বাড়ির টিনের চালা উড়ে কয়েক কিলোমিটার দূরে আছড়ে পড়েছে। এছাড়া বেশকিছু দোকানপাট ও হাঁস-মুরগীর খামারও ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর ঝুলে আছে। কিছু কিছু এলাকায় কয়েকটি শতবর্ষী কৃষ্ণচূড়া গাছ উপড়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে নাসিরনগর সদরে ৯টি, কুলিকুন্ডা ৩টি, দাঁতমন্ডল ১০টি, নাসিরপুর ৫টি, ধনকুড়া ৪টি, মন্নরপুর গ্রামে ১০টি ও বুড়িশ্বর গ্রামের ৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে বড়ঘাট এলাকায় পল্লী বিদ্যুতের ৩৩ কেবি লাইনের ১০টির মত খুঁটি ভেঙে বিদ্যুতের তারসহ মাটিতে পড়ে রয়েছে। অনেক গাছ বিদ্যুতের তারের ওপর পড়ে উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সকাল থেকে পল্লী বিদ্যুতের লোকজন সড়ক থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ ও মেরামতের কাজ চলছে।

নাসিরনগর পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, রোববারের কালবৈশাখী ঝড়ে প্রায় ১৫ টি খুঁটি ও অসংখ্য মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জেলা অফিসে যোগাযোগের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে খুঁটি মেরামতের কাজ করছি। ঝড়ে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ সরবারহের চেষ্টা করা হলেও সে লাইনটি কাজ করছে না। ফলে রাত থেকে বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, ঝড়ে বিভিন্ন ইউনিয়নের বাড়িঘর, গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যহত হচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। দ্রুত তালিকা প্রস্তুত করে তাদের সরকারি ভাবে টিনসহ আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জঙ্গিবাদ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ - সিলেটে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

জঙ্গিবাদ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ - সিলেটে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

বার্সায় থাকার ব্যাপারে এখানো আত্মবিশ্বাসী শাভি

বার্সায় থাকার ব্যাপারে এখানো আত্মবিশ্বাসী শাভি

প্রতিকূলতার মুখে ফ্রান্স ছাড়ছেন মেধাবী মুসলিম পেশাজীবীরা

প্রতিকূলতার মুখে ফ্রান্স ছাড়ছেন মেধাবী মুসলিম পেশাজীবীরা

অসুস্থ সউদী বাদশাহ, নেয়া হয়েছে হাসপাতালে

অসুস্থ সউদী বাদশাহ, নেয়া হয়েছে হাসপাতালে

জুজুৎসু সম্পাদক নিউটনসহ ২ জন রিমান্ডে

জুজুৎসু সম্পাদক নিউটনসহ ২ জন রিমান্ডে

কিরগিজস্তানে কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কিরগিজস্তানে কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইশরাক হোসেনের জামিন আবেদন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

ইশরাক হোসেনের জামিন আবেদন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

টেকনাফে র‌্যাবের অভিযানে কোটি টাকার আইসসহ আটক-১

টেকনাফে র‌্যাবের অভিযানে কোটি টাকার আইসসহ আটক-১

অটোরিকশা বন্ধের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে সড়কে চালকরা

অটোরিকশা বন্ধের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে সড়কে চালকরা

রামপালে ভুল চিকিৎসায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণে প্রসূতি

রামপালে ভুল চিকিৎসায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণে প্রসূতি

হামাসের হাতে বন্দিদের মুক্তির জন্য বিশেষ বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

হামাসের হাতে বন্দিদের মুক্তির জন্য বিশেষ বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

নিজ জনগণের সঙ্গে প্রতারণা করছে ইউরোপ: রাশিয়া

নিজ জনগণের সঙ্গে প্রতারণা করছে ইউরোপ: রাশিয়া

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে সশস্ত্র বিক্ষোভের আশঙ্কা

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে সশস্ত্র বিক্ষোভের আশঙ্কা

মাগুরার শ্রীপুরে নবী করিম সা. সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জনগনের বিক্ষোভ অভিযোগকারী আটক

মাগুরার শ্রীপুরে নবী করিম সা. সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জনগনের বিক্ষোভ অভিযোগকারী আটক

মেট্রোরেলে ভ্যাট এনবিআরের ভুল সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

মেট্রোরেলে ভ্যাট এনবিআরের ভুল সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

পুঠিয়া উপজেলা নির্বাচনে ৭৮টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্র গুরুত্বপূর্ণ

পুঠিয়া উপজেলা নির্বাচনে ৭৮টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্র গুরুত্বপূর্ণ

আবারো পেছালো রূপপুর পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

আবারো পেছালো রূপপুর পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

নেত্রকোণায় নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রম শুরু

নেত্রকোণায় নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রম শুরু

সিঙ্গাপুরে মাথাচাড়া করোনার! আক্রান্ত প্রায় ২৬ হাজার

সিঙ্গাপুরে মাথাচাড়া করোনার! আক্রান্ত প্রায় ২৬ হাজার

তিন জিম্মির পর গাজায় আরো এক জিম্মির লাশ উদ্ধার

তিন জিম্মির পর গাজায় আরো এক জিম্মির লাশ উদ্ধার