রাজনীতি ও আমলাতন্ত্রের বাইরে এসে দুদক গঠন চায় টিআইবি
০১ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম
দলীয় বিবেচনা ও আমলাতান্ত্রিক প্রভাবের চর্চা থেকে বেরিয়ে এসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সম্প্রতি দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, চলমান রাষ্ট্র সংস্কার কার্যক্রমের আওতাভুক্ত অন্যতম প্রতিষ্ঠান দুদক। এর দীর্ঘকালীন অকার্যকারিতার পরিপ্রেক্ষিতে দুদক সংস্কার কমিশনের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে— স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকরভাবে দুদকের দায়িত্ব পালনে উপযোগী সুপারিশ প্রণয়ন করা। তিনি বলেন, কমিশনের পদত্যাগের ফলে সরকার অবিলম্বে নতুন কমিশন গঠনের দায়িত্ব নিয়েছে। পতিত কর্তৃত্ববাদী সরকারের শতাধিক সাবেক মন্ত্রী-সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানের কাজ চলমান। এমন সময়ে শীর্ষ পর্যায়ে শূন্যতা দুদকের তদন্তসহ সব কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি করবে। তিনি আরো বলেন, নতুন কমিশন গঠনের আগ পর্যন্ত নতুন করে কারও বিরুদ্ধে অনুসন্ধান শুরু ও তদন্ত বা মামলার সুযোগ থাকবে না। ফলে দ্রুত নতুন কমিশন গঠনের মাধ্যমে এ শূন্যতা পূরণ করা জরুরি। অন্যথায়, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে হিতে বিপরীত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ২০০৪ সালে দুদকের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা সংস্থাটিকে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বিবেচনায় নিয়োগ এবং রাজনৈতিক ও আমলাতান্ত্রিক স্বার্থরক্ষায় ব্যবহারের হাতিয়ার হিসেবে দেখে আসছি। কর্তৃত্ববাদী সরকারের সময় কমিশনের নেতৃত্বের রাজনৈতিক আজ্ঞাবহ চরিত্রের দৃষ্টিকটু দৃষ্টান্তও রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বিবেচনায় নিয়োগ পাওয়ার কারণে কমিশন কখনোই প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। তিনি আরো বলেন, অনেক ক্ষেত্রে বড় আকারের দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য ও সুস্পষ্ট প্রমাণ থাকার পরও তদন্তের উদ্যোগ না নেওয়া, আবার দায়সারা উদ্যোগ নিলেও পরে অভিযুক্তকে দায়মুক্তি দেওয়ার অশুভ নজিরও তৈরি করেছে দুদক। অন্যদিকে, ক্ষমতার বাইরে রাজনৈতিক প্রতিপক্ষ বা অন্য কোনো কারণে বিরাগভাজন মহলের জন্য হয়রানির হাতিয়ার হিসেবে নিজেকে ব্যবহৃত হতে দিয়েছে দুদক। ফলে বাস্তবে প্রতিষ্ঠানটি দুর্নীতি দমনের স্থলে দুর্নীতি সহায়ক ও সুরক্ষাকারী হিসেবে ভূমিকা রেখেছে।
ইফতেখারুজ্জামান বলেন, দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে কোনো অবস্থায়ই দলীয় রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে বিবেচিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। একইসঙ্গে, দুর্নীতি দমনে দক্ষ-উপযুক্ত, ব্যক্তিজীবনে রাজনৈতিক প্রভাবমুক্ত, আমলাতান্ত্রিক স্বার্থমুক্ত এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় মনোভাবাপন্ন ব্যক্তিদের কমিশনার হিসেবে নিয়োগের আহ্বান জানাই। এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিলে নজিরবিহীন ত্যাগের বিনিময়ে সৃষ্ট জনপ্রত্যাশা যেমন আরও একবার ধূলিসাৎ হবে, তেমনি অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের সমালোচক চেনিকে প্রেসিডেন্ট সিটিজেনস পদকে সম্মানিত করলেন বাইডেন
দোয়ারাবাজারে কুরআন অবমাননার মূল হোতা রিংকু দেব আটক
ঢাবি সাদা দলের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ
এবার ১৫৭ রানেরই শেষ আফগানিস্তান
চীনে অ্যাপলের নতুন কৌশল, আইফোনে অবিশ্বাস্য ছাড়
গণভবন ছেড়ে পালানোর ঘটনা পাঠ্যবইয়ে
রংপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু ভূমিকম্প অনুভূত
ব্যালন ডি’অর: রোনালদোর প্রশ্ন তোলা নিয়ে যা বললেন রদ্রি
বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান সপ্তমে, শীর্ষে হ্যানয়
ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
সিরাজদিখানে কাভার্ড ভ্যানকে বাসের ধাক্কা, নিহত ২
ছাগলনাইয়ায় ইউএনও রিগ্যান চাকমার শীতবস্ত্র বিতরণ
ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ভবনে বিমান আছড়ে পড়ে ২ জনের মৃত্যু, আহত ১৮
মোরেলগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা, জুবুথুবু পানগুছি নদীর দুপাশের জনজীবন
ফরিদপুরে ১৩ বছরের কিশোরকে হত্যা করে রিকশা ছিনতাই
জাবি শিবিরের নতুন সভাপতি মুহিব, সেক্রেটারি মুস্তাফিজুর রহমান
নিউ অর্লিন্স হামলার শিকার পরিবারে শোকের ছায়া
মানিকগঞ্জে অটোবাইকের চাপায় এক বৃদ্ধ'র মৃত্যু
পাকিস্তানের শাহবাজ শরিফ কেন মনমোহন সিংকে শ্রদ্ধা জানালেন না ?
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪