প্রধান উপদেষ্টা ইউনূস দেশে ফিরেছেন
২৬ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম

চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে গতকাল বিকালে দেশে ফিরছেন অন্তর্বকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গত চার দিন তিনি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন। ডব্লিউইএফ সম্মেলনে ড. ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দিয়েছিলেন। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি আজ বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের করেন।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসস’কে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টা গতকাল স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি চারজন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের চার জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম (আনুষ্ঠানিক নৈশ ও মধ্যাহ্ন ভোজ), ৮টি গণমাধ্যমের সাথে সাথে সাক্ষাৎকার, এবং আরও দু’টি অন্য অনুষ্ঠানে অংশ নেন।
গত ২১ জানুয়ারি ড. ইউনূস দাভোসে পৌঁছানোর পর সেখানে ডব্লিউইএফ সম্মেলনে যোগদানকারী বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় কাটান। সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা সাতটি প্রোগ্রামে যোগ দেন এবং সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ-এর সঙ্গে বৈঠক করেন। এছাড়াও ড. ইউনূস পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম,জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার স্টুব-এর সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের দ্বিতীয় দিন ড. ইউনূস ১৪টি প্রোগ্রাম এবং কয়েকটি সাইড ইভেন্টে যোগ দেন। প্রধান উপদেষ্টা সম্মেলনে হেড অব ফেডারেল চ্যান্সেলারী এন্ড ফেডারেল মিনিস্টার ফর টাস্ক, ফেডারেল চ্যান্সেলারী অব জার্মানি, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলর,ফেডারেল ডিপার্টমেন্ট ফর ফরেন অ্যাফেয়ার্স ইগনাজিও ক্যাসিস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচারাল এন্ড আটর্স অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকদি, যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক সাবেক বিশেষ দূত জন কেরি, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। সম্মেলন চলাকালে অধ্যাপক ইউনূস ‘দ্য স্টেট অব ক্লাইমেট এন্ড ন্যাচার’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বত্তব্য রাখেন এবং দাভোসের একটি হোটেলে শোয়াব ফাউন্ডেশন আয়োজিত সোশ্যাল এন্ট্রিপ্রিনিয়ারশিপ-এর একটি অনুষ্ঠানে যোগ দেন। সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ১৪টি নির্ধারিত ইভেন্টে ছাড়াও কয়েকটি প্রোগ্রামে যোগ দেন। প্রধান উপদেষ্টা মেটা প্ল্যাটফর্মের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, ইউএই-ভিত্তিক গ্লোবাল লজিস্টিকস প্রোভাইডার ডিপি ওয়াল্ড-এর গ্রুপ চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকতা সুলতান আহমেদ বিন সুলাইমান, অ্যামনেস্টি ইন্টারন্যানালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড, ড্যানিস শিপিং এন্ড লজিস্টিকস কোম্পানি। এ.পি মোলার- মায়েরস্ক-এর চেয়ারম্যান রবার্ট মায়েরস্ক উগালা এবং বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(অপারেশনস) আনা বিজার্ডের সঙ্গে বৈঠক করেন। সুইজারল্যান্ডে তার শেষ দিনে প্রধান উপদেষ্টা সাতটি ইভেন্টে যোগ দেন। যার মধ্যে ডব্লিউইএফ-এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব আয়োজিত একের পর এক অনুষ্ঠান এবং দাভোসের জলবায়ু হাবের একটি ইভেন্টে ভাষণ দেন। এছাড়া তিনি আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও এবং জেনেল গ্রুপের নির্বাহী চেয়ারম্যান আমের আলিরেজার সঙ্গেও সাক্ষাৎ করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাকেটকে পাচ্ছে ইংল্যান্ড

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ৩৪তম ব্যাচের সভাপতি জয়, সম্পাদক উজ্জ্বল

সিরাজদিখানে মাটি কাটার ভিডিও করায় স্বেচ্ছাসেবক নেতাকে পিটিয়ে জখম

ইউক্রেনের বিষয়ে সউদীতে বৈঠকে বসছেন রুশ ও মার্কিন প্রতিনিধিরা

মুম্বাইয়ে গাজানফারের জায়গায় মুজিব

গুরুদাসপুরে ছেলের লাশ দেখে পিতার মৃত্যু

ইবিতে বসন্ত বরণ উৎসব

ফেব্রুয়ারির ১৫ দিনে এলো ১৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সিটি ব্যাংক ও ইফাদ মটরস চুক্তি

‘শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পেতে লাগবে নির্দিষ্ট শিক্ষা যোগ্যতা’

মুসলমানদের ঐক্য ও সংহতি কামনা আখেরি মুনাজতে সমাপ্ত

চাঁদপুরে সম্পত্তিগত বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ৩

গত ১৫ বছর ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে: তারেক রহমান

ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপের স্থান নেই: যুক্তরাষ্ট্র

সিলেট ওসমানী বিমাবন্দরের পাশে টিলায় আগুন, নিয়ন্ত্রনে নিলো ফায়ার সার্ভিস

বরগুনায় মুসলিম তরুণীকে অপহরণ করে ধর্ষণঃ তিন হিন্দু যুবকের বিরুদ্ধে আদালতে মামলা

ভোজ্যতেল বিক্রিতে শর্তজুড়ে দিলে কঠোর শাস্তি: ভোক্তার ডিজি

আবারও ভারতীয়দের হাত-পা বেঁধেই ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

সালথায় বিএনপি নেতার ভাতিজাকে কোপাল শ্রমিকলীগ নেতার ভাতিজা: হামলা-ভাঙচুর

ঈশ্বরগঞ্জে আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ