নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো : হাইকোর্ট
১৩ মার্চ ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ১৩ মার্চ ২০২৫, ১২:১০ এএম

কারান্তরীণ সালমান এফ.রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে নিজস্ব তত্ত্বাবধানে। আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার এমন আদেশ দেন হাইকোর্ট। এ তথ্য জানিয়েছেন বেক্সিমকো’র আইনজীবী ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মনিরুজ্জামান। তারা জানান, এখন থেকে সালমান এফ. রহমানের মালিকাধীন বেক্সিমকোর গ্রুপের সকল প্রতিষ্ঠান দেখাশোনা করতে কোনো প্রশাসক থাকবে না। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কঠোর মনিটরিংয়ে নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো গ্রুপ।
রিসিভার নিয়োগ প্রশ্নে জারিকৃত রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত বছর ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে বেক্সিমকোর গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে, তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেয়া হবে না-এই মর্মে রুল জারি করা হয়। পরবর্তী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যংককে এই রুলের জবাব দিতে বলা হয়।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।
এদিকে বে´িমকো গ্রুপের একাধিক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, গত সেপ্টেম্বরে হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে দেশের বৃহৎ শিল্প পরিবারটির বিভিন্ন প্রতিষ্ঠানে রিসিভার কিংবা ‘প্রশাসক’ নিয়োগ শুরু হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তাদের পছন্দের ব্যক্তিবর্গকে রিসিভার নিয়োগ দেয়। নিয়োগ বাগিয়ে নিয়েই তারা অযাচিতভাবে প্রতিষ্ঠানের স্বার্থ বহির্ভুত নানা তৎপরতায় জড়িয়ে পড়ছেন। নিয়োগকৃত রিসিভারদের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির অভিযোগ। এক শ্রেণির দুর্নীতিগ্রস্ত ব্যক্তি অতীতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বহিষ্কৃত, চাকরিচ্যুত হয়ে তদবির করে বে´িমকোর ঘাড়ে চেপে বসেছেন। তারা খেয়াল-খুশি মতো বাড়িয়ে তুলছেন ব্যয়। শুরু করেছেন অবাধ লুটপাট। প্রাপ্যতার অধিক গাড়ি ব্যবহার,প্রতিষ্ঠানের গাড়ি পরিবারের সদস্যদের ব্যবহার করতে দেয়া, এসবের জ্বালানি খরচ বে´িমকো থেকে নেয়ার মতো অনৈতিক কার্যক্রম চালাচ্ছেন তারা। বিভিন্ন রকম ভাতাদির নামেও হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত অর্থ। প্রতিষ্ঠানটিতে কর্মরত শ্রমিক-কর্মচারিদের অকারণ ছাটাই শুরু করছেন। এতে কর্মসংস্থান বিনষ্ট হচ্ছে। যা বেসরকারি এ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে গতকাল হাইকোর্টের দেয়া রায় সহায়ক হবে বলে মনে করছেন বে´িমকো’র অভিজ্ঞ কর্মকর্তারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

চেক ডিজঅনার : সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ

বিগত স্বৈরতন্ত্রের সংবিধানের বদল হতেই হবে

বাংলাদেশ-চায়না চেম্বারে প্রশাসক নিয়োগ

ডিমের লোকসান ঘোচাতে স্বল্প সুদে ঋণসহ ৬ প্রস্তাব

লিপি খান ভরসার হাইকোর্টে জামিন

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : সাইফুল আলম

পাঁচ দফা দাবি : নাটোরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তাদের মানববন্ধন

বাউবিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার বিতরণ

স্ত্রীসহ মির্জা আজমের সম্পদ জব্দ, ৩১ ব্যাংক হিসাবে ৩ কোটি টাকা অবরুদ্ধ

নেত্রকোনায় পাহারাদারকে হত্যা করে গরু লুট : আরো ৫ ডাকাত গ্রেফতার

দেবিদ্বারে সাংবাদিক সমিতির কমিটি গঠন

ভূমি সচিবকে হুমকি দিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সুজন মোল্যা

যারা লুটপাট করে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে

ঢাবি সাংবাদিক সমিতির নতুন সাধারণ সম্পাদক মাহাদী হাসান

আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি -হাসনাত

জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ -স্বরাষ্ট্রসচিব

মাদারীপুরে শ্রমিকদল সভাপতিকে হত্যা

খুলনায় গৃহবধূকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালের সামনে শহীদ পরিবারের বিক্ষোভ

অগ্নিকা-ের ঘটনার কারণ অনুসন্ধান ও পুনরাবৃত্তিরোধে তদন্ত কমিশন গঠন করতে হবে : গোলাম পরওয়ার