মুবারক হো মাহে রমজান
১৪ মার্চ ২০২৫, ১২:৩০ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৫, ১২:৩০ এএম

এই দুনিয়ার সমস্ত মুসলিমকে এক বিশ্বজনীন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার এক মোক্ষম উপায় হচ্ছে মাহে রমজানের সিয়াম সাধনা। আল কুরআনে এই দিক নির্দেশনাই প্রদান করা হয়েছে। ইরশাদ হয়েছে : “মুমিনগণ তো পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও, আর আল্লাহর তাকওয়া অবলম্বর করা, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও”। (সূরা আল হুযুরাত: আয়াত ১০)। বস্তুত: মাহে রমজানের সিয়াম সাধনা সারা বিশ্বের মুসলমানদের এমন এক ভ্রাতৃত্বের রসদ যোগায়, যা সকল মুসলমান নর ও নারীর জীবনকে করে তোলে পুত পবিত্র ও সহমর্মিতায় ভরপুর। তাই, দুনিয়ার অন্যকোন আদর্শ বা মত ও পথের অনুসারীদের মধ্যে এমন অবিচ্ছেদ্য কোন ভ্রাতৃত্ব বন্ধান পাওয়া যায়না যা মুসলিমদের মধ্যে পাওয়া যায়। এটা উল্লিখিত আয়াতে কারীমার রহমতের ফল্গুধারা বৈ কিছুই নয়। এ আয়াতের নির্দেশের দাবী ও গুরুত্বসমূহ বহু সংখ্যক হাদীসে পিয়ারা নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) বর্ণনা করেছেন। ঐ সকল হাদীসের আলোকে এ আয়াতে কারীমার আসল লক্ষ্য ও উদ্দেশ্য বোধগম্য হতে পারে। যেমন- (১) হযরত জাবীর ইবনে আবদুল্লাহ (রা:) বলেন, “পিয়ারা নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) আমার থেকে তিনটি বিষয়ে ‘বায়আত’ নিয়েছেন। এক, সালাত কায়েম করবো। দুই, যাতাক আদায় করতে থাকবো।
তিন, প্রত্যেক মুমিন মুসলমানের কল্যাণ কামনা করবো”। (সহীহ বুখারী: ৫৫)। (২) অন্যএক হাদীসে রাসূলুল্লাহ (সা:) বলেছেন:“মুসলিমকে গালি দেয়া ফাসেকী এবং তার সাথে লড়াই করা কুফরী”। (সহীহ বুখারী: ৬০৪৪; সহীহ মুসলিম: ৬৩)। (৩) অপর এক হাদীসে রাসূলুল্লাহ (সা:) বলেছেন: “প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের জান, মাল ও ইজ্জত হারাম”। (সহীহ মুসলিম: ২৫৬৪; জামেয়ে তিরমিজী: ১৯২৭)। (৪) রাসূলুল্লাহ (সা:) আরো বলেছেন: “এক মুসলিম আরেক মুসলমানের ভাই। সে তার উপর জুলুম করে না, তাকে সহযোগিতা করা পরিত্যাগ করে না এবং তাকে লাঞ্ছিত ও হেয় করে না। কোন ব্যক্তির জন্য তার কোন মুসলিম ভাইকে হেয় ও ক্ষুদ্র জ্ঞান করার মত অপকর্ম আর নাই”। (মুসনাদে আহমাদ:১৬/২৯৭;৭৭৫৬)। (৫) রাসূলুল্লাহ (সা:) আরো বলেন: “ঈমানদারের সাথে একজন ঈমানদারের সম্পর্ক ঠিক তেমন যেমন দেহের সাথে মাথার সম্পর্ক। সে ঈমানদারের প্রতিটি দুঃখ-কষ্ট ঠিক অনুভব করে, যেমন মাথা দেহের প্রতিটি অংশের ব্যথা অনুভব করে”। (মুসনাদে আহমাদ: ৫/৩৪০)। (৬) অপর একটি হাদীসে নবী করিম (সা:) বলেছেন: “পারস্পরিক ভালোবাসা, সুসম্পর্ক এবং একে অপরের দয়ামায়া ও স্নেহের ব্যাপারে মুমিনগণ একটি দেহের মত। দেহের যে অঙ্গেই কষ্ট হোক না কেন তাতে গোটা দেহ জ্বর ও অনিদ্রায় ভুগতে থাকে”। (সহীহ বুখারী : ৬০১১; সহীহ মুসলিম: ২৫৮৬)। (৭) আরো একটি হাদীসে নবী করীম (সা:) বলেছেন: “মুমিনগণ পরস্পরের জন্য একই প্রাচীরের ইটের মত একে অপরের কাছ থেকে শক্তি লাভ করে থাকে”। (সহীহ বুখারী: ২৬৪৬; সহীহ মুসলমি: ২৫৮৫)। (৮) অন্য এক হাদীসে এসেছে,“একজন মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার উপর অত্যাচার করতে পারে না আবার তাকে ধ্বংসের মুখেও ঠেলে দিতে পারে না।” (সহীহ বুখারী: ২৪৪২; সহীহ মুসলিম: ২৫৮০)। (৯) অন্য এক হাদীসে এসেছে, “আল্লাহ তায়ালা বান্দার সহযোগিতায় থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে”। (সহীহ মুসলিম : ২৬৯৯)। (১০) হাদীসে আরো এসেছে, “কোন মুসলিম যখন তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তখন ফিরিশতা বলে আমীন, (কবুল কর) আর তোমার জন্যও তদ্রƒপ হোক। (সহী মুসলিম: ২৭৩২)। মহান আল্লাহ তায়ালা বর্তমান সঙ্কটকালে বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব বন্ধনকে আরো মজবুত ও সুদূঢ় করে দিন, আমীন!
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

চ্যাম্পিয়ন বিকেএসপি

‘বিদেশি’ আনছে ভারতও!

কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ঝিনাইদহে জমে উঠেছে ঈদের বাজার ক্রেতাদের ঝোঁক দেশি পোশাকে

সুশীল বিপ্লবীরা আ.লীগের পুনর্বাসন করতে চায় : রাশেদ খান

ধানমন্ডিতে নিষিদ্ধ হিজবুত তাহরীরের ৭ সদস্য রিমান্ডে

সুষ্ঠু নির্বাচন হলে ৯০% ভোট পেয়ে বিএনপি জয়লাভ করবে : কায়কোবাদ

আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ৪ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণই নেবে : মাহমুদুর রহমান মান্না

টিভিতে দেখুন

অমর একুশে হল ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বকাপে এক পা আর্জেন্টিনার

মোবাইল ফোন কেড়ে নেয়ায় হাফেজ ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে নামাজরত অবস্থায় বাবা নিহত

‘‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ কিংবদন্তি জর্জ ফোরম্যান আর নেই

বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : নাসিরউদ্দীন পাটোয়ারী

৬ এপ্রিল ক্যাম্পে ফিরছেন সাবিনারা

আর্জেন্টিনা ম্যাচে ‘বেকার’ আলিসনও

ইউট্যাবের ইফতার মাহফিলে খালেদা জিয়ার সুস্থতার কামনা

কুস্তির কমিটি নিয়ে ক্ষোভ অব্যহত