সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
১৮ জুন ২০২৫, ১২:২৭ এএম | আপডেট: ১৮ জুন ২০২৫, ১২:২৭ এএম

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, আওয়ামী এমপি সাবিক আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তিনিসহ অন্য আসামিদের বিরুদ্ধে শেয়ার মার্কেট থেকে প্রতারণামূলকভাবে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
গতকাল মঙ্গরবার দুদকের সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন, সমবায় অধিদফতরের ডেপুটি রেজিস্ট্রার মো: আবুল খায়ের হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো: জাহেদ কামাল, মো: হুমায়ুন কবির ও তানভির নিজাম।
মএজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারপূর্বক দ্রুত আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ অভিপ্রায়ে শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত প্রচলিত আইন ও বিধি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬১ এর ১৭ ধারা) পরিকল্পিতভাবে লঙ্ঘনপূর্বক নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টসমূহে অসাধু, অনৈতিক ও অবৈধ উপায়ে ফটকা ব্যবসার মতো একাধিক লেনদেন, জুয়া ও গুজবের মাধ্যমে বাজারে কারচুপি করেন।
আরো বলা হয়, পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ার সংঘবদ্ধভাবে ক্রমাগত ক্রয়-বিক্রয়পূর্বক কৃত্রিমভাবে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ওই শেয়ারসমূহে বিনিয়োগে প্রতারণাপূর্বক প্রলুব্ধ করে ব্যাপক ক্ষতিসাধন করে তাদের ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করেন। অস্বাভাবিক রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধলব্ধ অর্থ বা প্রসিড অব ক্রাইম শেয়ারবাজার থেকে সংঘবদ্ধভাবে উত্তোলন করেন।
আসামি আবুল খায়ের হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের সহায়তায় ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধলব্ধ অর্থের ২১ কোটি ১৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার উৎস গোপনের অভিপ্রায়ে লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। আবুল খায়ের হিরু ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক, অযৌক্তিক এবং সন্দেহজনক লেনদেন করেন ।
আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং দ-বিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/১২০বি/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এজাহারে সাকিব আল হাসানের সম্পৃক্ততার বিষয়ে বলা হয়, তিনি মো: আবুল খায়ের হিরুর শেয়ারবাজার কারসাজিকৃত ‘প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেড’র শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করে বাজার কারসাজিতে যোগসাজশ করেন। সরাসরি সহয়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদের কারসাজিকৃত শেয়ারে বিনিয়োগে প্রতারণামূলক প্রলুব্ধ করে ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে অপরাধলব্ধ আয় হিসেবে শেয়ার বাজার থেকে তুলে নিয়ে আত্মসাৎ করেন।
দুদক মহাপরিচালক মো: আক্তার হোসেন মামলার বিষয়ে বলেন, তিনটি কোম্পানির শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেছেন। বিনিয়োগ কার্যক্রমে মার্কেট ম্যানুপুলেট করা হয়েছে। মার্কেট ম্যানুপুলেশনের সঙ্গে তিনি (সাকিব) জড়িত।
উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জন্য সংস্থার উপ-পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি টিম গঠন করা হয়।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ২০১৮ সালে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছিলো দুদক। এছাড়া হটলাইন-১০৬ উদ্বোধনকালেও দুদকের সঙ্গে কাজ করেন সাকিব। বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে ২০২২ সালে সাকিবকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে না রাখার কথা জানিয়েছিল দুদক। গত ১৬ জুন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় সংস্থাটি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতা, দূর্ভোগে মানুষ

ইউরোপিয়ান ইউনিভার্সিটি নিয়ে বিভ্রান্তি ও আইনি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবৃতি

পাকুন্দিয়ায় যৌতুকের টাকা না পাওয়ায় স্ত্রীকে তালাক দিলেন এনসিপি নেতা

এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫ শতাংশ

ডাকসুতে ভোটার হতে পারবে না ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘অছাত্ররা’

দুপুর ২টায় ওয়েবসাইটে আপলোড হবে এসএসসির ফল

১৮৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করলো সিলেট মহানগর হেফাজত

আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত: সাবেক আইজিপি মামুন

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কিশোর নিহত

ফরিদপুর - ভাঙ্গায় ভুয়া কাগজপত্রে জমি রেজিস্ট্রিরি করে দেওয়ার অভিযোগ সাবরেজিস্টারের বিরুদ্ধে

ভারী বৃষ্টিপাতে কেশবপুরে পানি বদ্ধতার সৃষ্টি, গাছ উপরে পড়ে বসত ঘরের ক্ষতি

বিদেশি ডিজাইনে জুলহাস এবার বানালেন ‘এয়ার বোট’

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে স্থাপন নিয়ে কড়া হুঁশিয়ারী হেফাজত নেতা মাও. ইসলামাবাদীর

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে পুশইন

শ্রীমঙ্গলে চা-বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ শ্রমিকের করুণ মৃত্যু

মুকসুদপুরে প্রধান উপদেষ্টার সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান

বাতাসের টানে বিমানের ইঞ্জিনে ঢুকে যাত্রীর মৃত্যু

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, ৯৮ গ্রাম প্লাবিত

জুলাই-আগস্টে গণহত্যা: হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন