ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৫
২১ জুন ২০২৫, ০২:০৩ এএম | আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৩ এএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাসচাপায় মাহিন্দ্রের অন্তত ৬ জন নিহত এবং প্রায় ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের কাজিয়াকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে, তারাকান্দায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল ময়মনসিংহে ৯ জন নিহতের খবর পাওয়া গেছে।
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রের ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ১৫ জন। বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেযার পর আরো ১ জন মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতদের মধ্যে গোদারিয়া গ্রামের জসুর ছেলে ফরিদ ও নিশুনিয়াকান্দা গ্রামের জহর আলীর নাম জানা গেছে। অন্য নিহত যাত্রীদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেছেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা শ্যামলী বাংলা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, ওসি আব্দুল হাদিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দও ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, ৬ জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, বাসের ধাক্কায় মাহিন্দ্রর ৬ জন নিহত হয়েছেন। লাশগুলো উদ্ধার করা হয়েছে। তবে এখনো হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এছাড়া, তারাকান্দায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের কোদালধর এলাকায় সন্ধ্যার দিকে অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন। দুর্ঘটনায় আহত ৩ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ অটোরিকশা ও অ্যাম্বুলেন্সটি আটক করেছে, তবে অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যেতে সক্ষম হন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ডুবলো ছাগলনাইয়া-ফেনী আঞ্চলিক মহাসড়ক

দ. আফ্রিকা ও জিম্বাবুয়ের সফরের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি

মোরেলগঞ্জে এসএসসিতে ৩ শিক্ষা প্রতিস্টানের শতভাগ ফেল

শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে থাকবে কানাডা

পাকুন্দিয়ায় লটারির মাধ্যমে ওএমএস কর্মসূচির ডিলার নিয়োগ

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

নরসিংদীতে যুবদলকর্মীকে বৈষম্যবিরোধী হত্যা মামলা দেয়ার অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে কারেন্ট জাল ও পলিথিন জব্দ

প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালটে, ইভিএম নিয়ে নতুন সিদ্ধান্ত

যুদ্ধবিরতি চাইলেও নেতানিয়াহুকে চাপ দিতে নারাজ ট্রাম্প, গাজা নিয়ে দ্বিমুখী নীতি যুক্তরাষ্ট্রের

পোশাক শিল্পের সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ে শ্রমিক ফেডারেশনগুলোর সঙ্গে বিজিএমইএ এর ধারাবাহিক মতবিনিময় সভা চলছে

স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল

তানজিদ ফিরলেন, খুনে মেজাজে পারভেজ

মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৪৯.৬০

দূর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টাকে দূর্গত এলাকা সফর ও স্থায়ী ব্যবস্থা নেয়ার তাগিদ এবি পার্টির

তারেক রহমানের ১৭ বছরের সরকার পতনের আন্দোলনের ফলাফল ২৪ এর জুলাই বিপ্লব: কাজী শিপন

এসএসসিতে পরীক্ষায় ফেল অভিমানে হবিগঞ্জে এক কিশোরীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া জিপিএতে সেরা শহর, পাসের হারে গ্রামের বিদ্যালয়