প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপির নতুন প্রস্তাব
২৩ জুন ২০২৫, ০১:১০ এএম | আপডেট: ২৩ জুন ২০২৫, ০১:১০ এএম

পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না-এই বিষয়টির সংস্কার প্রশ্নে নতুন প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, মেয়াদ ও বার বিতর্কে না থেকে সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, সেটি প্রস্তাব করেছি।
অর্থাৎ মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইভ টাইমে কত বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, আমি প্রস্তাব করেছি। গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।
সালাহ উদ্দিন আহমদ বলেন, আমরা লিখিত প্রস্তাবে এবং আমাদের ৩১ দফার লিখিত প্রস্তাবের মধ্যে যা ছিল সেটি আমরা পুনরায় উল্লেখ করেছি। কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। এখানে মেয়াদ নিয়ে সবসময় বিভিন্ন ধরনের ব্যাখ্যা এসেছে। কারও কারও প্রস্তাবের মধ্যে দুবার এসেছে। বারের ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে, যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একবারের জন্য, ধরুন- তিন মাসের জন্য অন্য কেউ হলেন। মেজরিটি পার্টি আরেকজনকে প্রধানমন্ত্রী করলেন। তারপর হয়তো আগেরজন প্রধানমন্ত্রী হলেন। তাহলে তো তার আর দুবার পূরণ হয়ে যায়নি। এই দুবার, তিনবার বা পাঁচবারও এক বছরের ভেতরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। বার নিয়ে ব্যাখ্যাটা সম্মত কারণ যথেষ্ট নয়।
তিনি বলেন, মেয়াদের ক্ষেত্রে আমরা যে বিষয়টি মাথায় রেখে কথা বলেছিলাম সেটি হচ্ছে, সাধারণত সংসদের মেয়াদ পাঁচ বছর। পাঁচ বছর সংসদ বহাল থাকবে কি না সেটি সংসদের ওপর নির্ভর করে। আমাদের সংবিধানের উল্লেখ আছে যে, সংসদ পাঁচ বছরে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, তিনবারে হোক, চার মেয়াদে হোক, সর্বোচ্চ বছরটা যদি আমার উল্লেখ করতে পারি, একজন লোক জীবদ্দশায় এত বছরে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, আমি স্পেসিফিক কোনো বছর উল্লেখ করেনি। সেটি ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। যদি একটা মেয়াদ হাউস ডিসাইড করে, তাহলে আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ যদি এখানে নির্ধারণ করা হয়, তবে তার সঙ্গে এনসিসির আলাপটা আনতে হবে। প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সব জিনিস যদি একটা পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয়, তার সঙ্গে আমরা একমত হতে পারব না।
তিনি বলেন, উচ্চকক্ষে একটা জেনারেল বিল পাস হতে ৫০ শতাংশ মেজরিটি লাগবে। সংবিধান সংশোধনের কথা বলা আছে উচ্চকক্ষে। দুই-তৃতীয়াংশের মেজরিটির মধ্য দিয়ে উচ্চকক্ষে সংবিধান সংশোধনের কথা বলা আছে। তখন কেউ দুই-তৃতীয়াংশ পাবে না। সেই জিনিসগুলো একসঙ্গে আলোচনা হবে।
সালাহ উদ্দিন জানান, প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে আমরা আগেই বলেছি। এই বিষয়টা আজকে আসেনি কিন্তু এটা রিলেটেড। যদি উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হয়, তার সদস্য সংখ্যা যদি ১০০ হয়, আর যদি নারী আসন একশ হয়, সংসদের নি¤œকক্ষ যদি ৩০০ হয়, ৫০০ সদস্যের মধ্যে আমরা বলেছি গোপন কক্ষে ব্যালটের মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। প্রেসিডেন্টের ক্ষমতা কি হবে, না হবে, আইনে নির্ধারণের মধ্য দিয়ে প্রেসিডেন্টকে আরও ক্ষমতা দেওয়া হয়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টা, সরকার পরিচালনার বিষয়টা রিলেটেড। এ বিষয়গুলো অন্তত এনসিসি, উচ্চকক্ষের বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদের সঙ্গে একই প্যাকেজে আলোচনা করে একটা সিদ্ধান্তে এলে তখন সুবিধা হবে। আলাদা আলাদাভাবে যদি প্রত্যেকটা বিষয়ে ডিসাইড করতে যাই, তখন আমরা একমত হতে পারব না।
তিনি বলেন, সংবিধানের মূলনীতির প্রশ্নে আপনারা জানেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এভাবে বলা আছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল ৮, ৯, ১০, ১২ ধারাগুলোতে উল্লেখ করা আছে। এখানে সংস্কার কমিশনের প্রাথমিক প্রস্তাবে ছিল, এই আর্টিকেলগুলো বিলুপ্ত করা হবে। তার বিকল্প হিসেবে উনারা কয়েকটা বিষয় উল্লেখ করেছিলেন। আমাদের লিখিত প্রশ্ন এবং পরবর্তী আলোচনার পরিপ্রেক্ষিতে, সিদ্ধান্ত না আলোচনা মধ্যে রয়েছে– সাম্য এবং মানবিক মর্যাদা, সুবিচার ও গণতন্ত্র। এই চারটা সংবিধানের মূলনীতিতে যুক্ত করা যায় কি না। এখন মূলনীতি ডিসাইড করবে কীভাবে? এখানে যারা আলোচনা করছেন তারা অনেকে পঞ্চদশ সংশোধনীতে যেভাবে আছে তার পক্ষে।
বিএনপি নেতা বলেন, পঞ্চদশ সংশোধনী আমরা পুরোটাই বিলুপ্ত চেয়েছি, যার মধ্যে এই মূলনীতিগুলো আছে। আমরা পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থা বহাল চাই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ডাকসুতে ভোটার হতে পারবে না ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘অছাত্ররা’

দুপুর ২টায় ওয়েবসাইটে আপলোড হবে এসএসসির ফল

১৮৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করলো সিলেট মহানগর হেফাজত

আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত: সাবেক আইজিপি মামুন

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কিশোর নিহত

ফরিদপুর - ভাঙ্গায় ভুয়া কাগজপত্রে জমি রেজিস্ট্রিরি করে দেওয়ার অভিযোগ সাবরেজিস্টারের বিরুদ্ধে

ভারী বৃষ্টিপাতে কেশবপুরে পানি বদ্ধতার সৃষ্টি, গাছ উপরে পড়ে বসত ঘরের ক্ষতি

বিদেশি ডিজাইনে জুলহাস এবার বানালেন ‘এয়ার বোট’

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে স্থাপন নিয়ে কড়া হুঁশিয়ারী হেফাজত নেতা মাও. ইসলামাবাদীর

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে পুশইন

শ্রীমঙ্গলে চা-বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ শ্রমিকের করুণ মৃত্যু

মুকসুদপুরে প্রধান উপদেষ্টার সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান

বাতাসের টানে বিমানের ইঞ্জিনে ঢুকে যাত্রীর মৃত্যু

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, ৯৮ গ্রাম প্লাবিত

জুলাই-আগস্টে গণহত্যা: হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

অর্থকষ্টে ফর্ম ফিলাপ করতে না পারা শিক্ষার্থীর পাশে ইবি ছাত্রদল নেতা

১০০ বছর পূরণ করলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির

শ্রমিক কল্যাণে বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৫৬ লাখ টাকা অনুদান

দুমকীতে জেলা বিএনপির নবনির্বাচিত নের্তৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ