রাতের ভোটের নুরুল হুদাকে ধরে পুলিশে দিলো বিক্ষুব্ধ জনতা
২৩ জুন ২০২৫, ০১:১০ এএম | আপডেট: ২৩ জুন ২০২৫, ০১:১০ এএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক। গতকাল রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ২০১৮ সালের রাতের ভোটের প্রধান কারিগর ছিলেন এই নুরুল হুদা।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, উত্তরা ৫ নম্বর সেক্টরের রোড নম্বর ১/এ, এলাকার একটা বাড়ি থেকে নুরুল হুদাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা আছে। তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, নুরুল হুদার বাসার সামনে স্থানীয় লোকজন জড়ো হয়েছিলেন। খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেয়। গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, নুরুল হুদা ডিবির হেফাজতে আছেন।
নুরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি ছিলেন। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল, যে জন্য সেটি ‘নিশি রাতের ভোট’ হিসেবে আলোচিত।
ফ্যাসিবাদী আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে নির্বাচনে জালিয়াতির অভিযোগে রোববার দুপুরে ২৪ জনের নামে মামলা করেছে বিএনপি। এতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ, সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের পাশাপাশি সাবেক সিইসি কে এম নুরুল হুদাকেও আসামি করা হয়েছে।
এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন উল্লিখিত সিইসিদের কমিশনের বেশিরভাগ নির্বাচন কমিশনার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলামও।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও, তারা সে সময় ভয়-ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয়ী করেন। সংসদ সদস্যদের বিজয়ী ঘোষণা করা অভিযোগকারীদের দৃষ্টিতে দ-নীয় ছিল, সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে ২৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

নেতা নয় প্রভাবশালী ভাব এমন যুবদল কর্মীর সাংবাদিককে হুমকি!

এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতা, দূর্ভোগে মানুষ

ইউরোপিয়ান ইউনিভার্সিটি নিয়ে বিভ্রান্তি ও আইনি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবৃতি

পাকুন্দিয়ায় যৌতুকের টাকা না পাওয়ায় স্ত্রীকে তালাক দিলেন এনসিপি নেতা

এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫ শতাংশ

ডাকসুতে ভোটার হতে পারবে না ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘অছাত্ররা’

দুপুর ২টায় ওয়েবসাইটে আপলোড হবে এসএসসির ফল

১৮৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করলো সিলেট মহানগর হেফাজত

আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত: সাবেক আইজিপি মামুন

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কিশোর নিহত

ফরিদপুর - ভাঙ্গায় ভুয়া কাগজপত্রে জমি রেজিস্ট্রিরি করে দেওয়ার অভিযোগ সাবরেজিস্টারের বিরুদ্ধে

ভারী বৃষ্টিপাতে কেশবপুরে পানি বদ্ধতার সৃষ্টি, গাছ উপরে পড়ে বসত ঘরের ক্ষতি

বিদেশি ডিজাইনে জুলহাস এবার বানালেন ‘এয়ার বোট’

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে স্থাপন নিয়ে কড়া হুঁশিয়ারী হেফাজত নেতা মাও. ইসলামাবাদীর

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে পুশইন

শ্রীমঙ্গলে চা-বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ শ্রমিকের করুণ মৃত্যু

মুকসুদপুরে প্রধান উপদেষ্টার সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান

বাতাসের টানে বিমানের ইঞ্জিনে ঢুকে যাত্রীর মৃত্যু

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, ৯৮ গ্রাম প্লাবিত