জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমেই ত্রয়োদশ নির্বাচন দিতে হবে
১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম
ঐতিহাসিক ২০২৪ জুলাই সনদের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ চলবে। ২৪-এর জুলাই সনদই আগামী দিনের বাঁচা-মরার প্রশ্ন জড়িত। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমেই ত্রয়োদশ নির্বাচন দিতে হবে। এর কোনো বিকল্প নেই। ক্ষমতার লোভে যারা পূজাম-পে গিয়ে রামকৃষ্ণের জয়-গান গেয়েছেন আগামী নির্বাচনে দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। ২৪-এর ঐতিহাসিক জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবিতে গতকাল বাদ জুমা বিভিন্ন ইসলামী দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এ দাবি আদায়ে আগামী ১২ অক্টোবর প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
খেলাফত মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, মরহুম শেখ মুজিবুর রহমান ৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা স্থান দিয়ে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে গেছেন। ৭১-এর চেতনাকে এভাবে ৭২-এর সংবিধানে ছিনতাই করা হয়েছে। ২০২৪ জুলাই সনদকে ছিনতাই করা হলে রাজপথেই মোকাবিলা করা হবে। ঐতিহাসিক ২০২৪ জুলাই সনদের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ চলবে। ২৪-এর জুলাই সনদই আগামী দিনের বাঁচা-মরার প্রশ্ন জড়িত। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন দিতে হবে। এর কোনো বিকল্প নেই। এ দাবিতে আগামী ১২ অক্টোবর প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হবে। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জুলাই সনদের বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন। সমাবেশে নেতৃবৃন্দ আগামী নভেম্বর মাসে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে গণভোটের দাবি জানান।
মাওলানা সানা উল্লাহর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেনÑ দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির সাবেক এমপি অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হক মিয়াজী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, ফয়সাল আহমদ। মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসর জাপা ও ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্টদের হাতে খুন, গুম, শাপলা চত্বরের হত্যাকা-ের বিচার দৃশ্যমান করতে হবে।
খেলাফত মজলিস : খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, অবিলম্বে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি প্রদান করতে হবে। গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। জনগণ চায় গণভোট। প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়নসহ ছয়দফা দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত গতকাল বাদ-জুমা গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণমিছিল-পূর্ব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনÑ নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন। সমাবেশে আরো উপস্থিত ছিলেনÑ নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, অধ্যাপক সাইফ উদ্দিন আহমদ খন্দকার, শ্রমিক মজলিসের সভাপতি আবদুল করিম, জাকারিয়া হোসাইন জাকির, হাজি নূর হোসেন, হাফেজ মাওলানা নূরুল হক।
সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে একটি গণমিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনী তফসিলের পূর্বেই গণভোট দিতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদীরা পালিয়ে গেলেও তাদের দোসররা ঘাপটি মেরে আছে এবং দেশবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র করে দেশের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শাপলা ও জুলাইয়ের রক্তঝরা সৈনিকরা জীবন বাজি রেখে যে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা দেশ ও জাতির পাহারায় নিয়োজিত আছেন।
গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগরীর উদ্যোগে গণমিছিল-পূর্ব বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এসব কথা বলেন। গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও ফ্যাসিবাদ ও তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ত্বরান্বিত না করলে তা হবে শহীদের রক্তের সাথে গাদ্দারি, আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ। মহানগর সাধারণ সম্পাদক মুফতি দ্বীনে আলম হারুনীর সভাপতিত্বে ও আবদুল্লাহ আল মাসউদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণমিছিল-পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেনÑ আনওয়ারুল কবীর, পল্টন জোনের আমির মাওলানা এহতেশামুল হক, আতিকুর রহমান সিদ্দিকী ও মুফতি যোবায়ের আহমদ।
সমাবেশ শেষে একটা গণমিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে তোপখানা রোড পুরানা পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।
খেলাফত আন্দোলন : বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী বলেছেন, পবিত্র কোরআন অবমাননাকারীর দ্রুত বিচার, শাপলা চত্বর ও জুলাই ২৪-এর শহীদদের রাষ্ট্রীয় মর্যাদাসহ খেলাফত আন্দোলন ঘোষিত সাত দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া ছাড়া এবং শাপলা ও ২৪-এর গণহত্যার বিচার না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রুকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ঢাকা মহানগর আমির মুফতি মাহবুবুর রহমান, অ্যাডভোকেট জয়নাল আবদীন বকুল ও মুফতি আবুল হাসান কাসেমী। মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, যেসব দলের নেতারা পূজাম-পে গিয়ে রামকৃষ্ণের জয়-গান গেয়েছেন, ক্ষমতা ও ভোটের লোভে ঈমান নষ্ট করেছেন, আগামী জাতীয় নির্বাচনে এ দেশের মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ধানের শীষে ভোট দিন, এলাকার উন্নয়নের দায়িত্ব আমার : ব্যারিস্টার মীর হেলাল
সরাইলে ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. আবুবকর সরকার
আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক : সিইসি
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে আছেন জেসি
পদ ফিরে পেলেন বিএনপির বহিষ্কার হওয়া ৩৯ নেতা
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী : পররাষ্ট্র মন্ত্রণালয়
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলায় যুগ্ম সমন্বয়কারী সৈয়দ ইমরান সাময়িক বহিষ্কার
নাইম-শহিদুলের ফিফটি
৫ লক্ষ টাকা জরিমানা ও ৩ হাজার কেজি পলিথিন জব্দ
শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা জেলহাজতে
কিনব্রিজের ঐতিহাসিক ঘড়ির সামনে ট্রফি উন্মোচন
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
কারাগার থেকে হাজতি পালানোর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
ঝিনাইদহে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সিলেট-রংপুর ম্যাচে বোলারদের দাপট
শেরপুরে চাকরির প্রলোভনে পাহাড়ে এনে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা: আটক ৫
প্রায় ৬ বছর পরে হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে
জনগণের ভোটাধিকার যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের রুখে দিবে: মাহবুবের রহমান শামীম
আরও ১৪ জেলায় নতুন ডিসি
গৌরনদীতে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা জামায়াতের প্রার্থীর
