বাংলাদেশে ভারতের দূতাবাস ও মিশনে আসছে নতুন মুখ
১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম
ঢাকায় ভারতের হাইকমিশনসহ বাংলাদেশে ভারতের আরও যে চারটি মিশন আছে, তার সবগুলোতেই নতুন মুখ অচিরে দায়িত্ব নিতে যাচ্ছেন। এই মুহূর্তে এই মিশনগুলোর প্রধান হিসেবে যারা আছেন, তার সবগুলো নিয়োগই হয়েছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন, এ কারণে বাংলাদেশে আগামী নির্বাচনের আগে ভারত তাদের পুরো কূটনৈতিক নেতৃত্বকেই ঢেলে সাজাচ্ছে।
বর্তমান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় দায়িত্ব নিয়েছিলেন ২০২২ সালের সেপ্টেম্বর মাসে, তার তিন বছরের মেয়াদ ইতোমধ্যে পূর্ণ হয়েছে। দিল্লি তার উত্তরসূরির নামও মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে। সেটিও যেকোনও দিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে বলে জানা গেছে। তবে তার আগে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে ভারতের যে চারটি সহকারী হাইকমিশন আছে-তার সবগুলোতেই একসঙ্গে বদল আনা হচ্ছে।
এই মুহূর্তে বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার পদে আছেন চট্টগ্রামে ড. রাজীব রঞ্জন, রাজশাহীতে মনোজ কুমার, খুলনায় শিবজী তিওয়ারি ও সিলেটে চন্দ্র শেখর। এদের সবাইকে প্রায় একই সময়ে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তাদের কারও মেয়াদ শেষ হতে চলেছে, কেউ আবার অবসরে যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এই চারটি সহকারী হাইকমিশনার পদে ভারত যাদের মনোনীত করেছে, সেই কূটনীতিবিদদের নামের তালিকাও বাংলাদেশ সরকারের কাছে বেশ কয়েক সপ্তাহ আগেই পাঠানো হয়েছে। ঢাকা থেকে এখন সেই নামগুলোতে সবুজ সংকেত পেলেই এই চার জন সহকারী হাইকমিশনার তাদের নতুন কর্মক্ষেত্রে দায়িত্ব নেবেন। এরপর ভারত নিযুক্ত করবে ঢাকায় তাদের নতুন হাইকমিশনার বা রাষ্ট্রদূতকেও, যার নামও মোটামুটি স্থির করা হয়ে গেছে বলে আভাস পাওয়া গেছে।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পদস্থ সূত্র জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন আর মাত্র মাসচারেকের মধ্যেই। স্বভাবতই ভারত চাইবে এই গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে তাদের হেড অব দ্য মিশন-রা নিজ নিজ জায়গায় দায়িত্ব নিন, আর সে জন্যই গোটা প্রক্রিয়াটা বেশ তাড়াহুড়ো করেই করা হচ্ছে।
এখানে লক্ষণীয় বিষয় হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা-এই পাঁচটি লোকেশনেই ভারতের এই নিয়োগগুলো হয়েছিল শেখ হাসিনার আমলে। এরপর গত বছরের আগস্টে বাংলাদেশের স্বৈরাচারি হাসিনা সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যে অনেক শীতল হয়ে পড়েছে তা অনেকটা ওপেন সিক্রেট। এখন এর সবগুলো পদেই একসঙ্গে নতুন মুখ নিয়ে এসে ভারত সম্ভবত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও একটা নতুন বার্তা দিতে চাইছে।
তবে সহকারী হাইকমিশনারদের নামের তালিকায় ঢাকার সম্মতি পেতে যা ভাবা হয়েছিল তার চেয়ে যে একটু বেশিই সময় লাগছে-দিল্লির একটি সূত্র সেটাও স্বীকার করেছেন।
উল্লেখ্য, দিল্লিতে বর্তমানে যিনি বাংলাদেশের হাইকমিশনার পদে আছেন, সেই রিয়াজ হামিদুল্লাহর নামে সম্মতি দিতেও ভারত বেশ কয়েক মাস সময় নিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এখনও দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবেশ যেহেতু কিছুটা অস্বাভাবিক, যে কারণে বাংলাদেশের সম্মতি পেতেও ভারতকে অপেক্ষা করতে হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
“মোস্ট ইনোভেটিভ ফিনটেক প্রোডাক্ট ডিজাইন অব দ্য ইয়ার” অ্যাওয়ার্ড পেয়েছে মাস্টারকার্ড বাংলাদেশ
যারা নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে নির্বাচনে তাদের ভরাডুবি হবে: শামীম
২৬টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
ধানের শীষে ভোট দিন, এলাকার উন্নয়নের দায়িত্ব আমার : ব্যারিস্টার মীর হেলাল
সরাইলে ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. আবুবকর সরকার
আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক : সিইসি
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে আছেন জেসি
পদ ফিরে পেলেন বিএনপির বহিষ্কার হওয়া ৩৯ নেতা
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী : পররাষ্ট্র মন্ত্রণালয়
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলায় যুগ্ম সমন্বয়কারী সৈয়দ ইমরান সাময়িক বহিষ্কার
নাইম-শহিদুলের ফিফটি
৫ লক্ষ টাকা জরিমানা ও ৩ হাজার কেজি পলিথিন জব্দ
শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা জেলহাজতে
কিনব্রিজের ঐতিহাসিক ঘড়ির সামনে ট্রফি উন্মোচন
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
কারাগার থেকে হাজতি পালানোর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
ঝিনাইদহে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সিলেট-রংপুর ম্যাচে বোলারদের দাপট
শেরপুরে চাকরির প্রলোভনে পাহাড়ে এনে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা: আটক ৫
প্রায় ৬ বছর পরে হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে
