অপহরণ মামলার পলাতক আসামিকে ভিকটিম উদ্ধারসহ গ্রেপ্তার
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৫ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

নিজস্ব প্রতিবেদক : অপহরণ মামলার প্রধান পলাতক আসামী মো. রুবেল হোসেন ওরফে রুবেলকে (৩২) গ্রেপ্তারসহ ১ জন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৩। শনিবার রাতে ঢাকার তুরাগ থানার চয়নী চারা কামার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার রুবেল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানায় গত -২৬ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী। সে ভিকটিমকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপন হিসেবে মোটা অংকের টাকা দাবী করে আসছিল।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারের দাবীতে ভিকটিমের পরিবার রাজি না হওয়ায় সে ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেয়াসহ শারীরিক ও মানসিক নির্যাতন করত। অপহরণের পর থেকে আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
গ্রেপ্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিভাগ : জাতীয়
আরও পড়ুন