অস্ত্র ঠেকিয়ে ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই
০৯ মার্চ ২০২৩, ১১:৪২ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৩, ০৯:০৬ পিএম

দিনে-দুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী চক্র। গতকাল বৃহস্পতিবার খোদ রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে। গতকাল সকালে এ ঘটনার পর বিকেলে ছিনতাই হওয়া টাকা ভর্তি ৪টি বক্সের মধ্যে ৩ টি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৯ কোটি। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। পুলিশ বলছে, এটি একটি পরিকল্পিত ছিনতাই। এ ঘটনায় টাকা বহনকারি সিকিউরিটিজ কোম্পানীর ২ জন পরিচালকসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল মিরপুর ডিওএইচএসের সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে সোয়া ১১ কোটি টাকা নিয়ে সাভারের ইপিজেডে ডাচ-বাংলা ব্যাংকের বুথে নিয়ে যাচ্ছিল। সকাল ৮টার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের বহন করা গাড়িটির গতিরোধ করে একটি মাইক্রোবাস। ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি টাকা ভর্তি গাড়ির সামনে আড়াআড়ি করে রাখে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে মাইক্রোবাস থেকে ১০-১২ জন সশস্ত্র ছিনতাইকারী নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে ফেলে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে সোয়া ১১ কোটি টাকা ভর্তি ৪টি বক্স নিজেদের মাইক্রোবাসে তুলে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর উত্তরা ও তুরাগসহ আশপাশের এলাকায় কড়া তল্লাশী চালায় পুলিশ। লুন্ঠিত টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম।
এদিকে ঘটনার সাড়ে ৮ ঘণ্টার মধ্যে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, ছিনতাই হওয়া টাকা ভর্তি ৪টি বক্সের মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের অভিযানে লুন্ঠিত টাকা উদ্ধার হয়। বাকি টাকা উদ্ধারেও অভিযান চলছে।
এদিকে গতকাল সন্ধ্যায় উত্তরার হোটেল লা মেরিডিয়ানের সামনে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, গতকাল সকালে গাড়িটি মিরপুর-১২ নম্বর থেকে রওনা দেয়। উত্তরায় যাওয়ার পথে ছিনতাইকারীরা গাড়িটি থামান। ওই গাড়িতে টাকা নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত ছিলেন মোট ছয়জন। ছিনতাইকারীরা তাদের মারধর করে গাড়ি ও টাকার চারটি বক্স নিয়ে পালিয়ে যায়। চার বক্সে মোট ১১ কোটি ২০ লাখ টাকা ছিল। খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। দ্রুত বিভিন্ন জায়গায় টহল বসানো হয়। বিভিন্ন থানা পুলিশের সহযোগিতায় ডিবির সদস্যরা টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান চালায়। এক পর্যায়ে উত্তরা এলাকা থেকে পালানোর সময় তিনটি বক্সসহ মানিপ্ল্যান লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দু’জন পরিচালকসহ সাত জনকে আটক করা হয়েছে। ডিবি প্রধান বলেন, এটি পরিকল্পিত ঘটনা। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন।
বিভাগ : জাতীয়
আরও পড়ুন

পুরো ঢাকায় ঘুরবে মেট্রোর চাকা

দেশি ফলেই ইফতারি

নিজের পাতা ফাঁদেই আটকেছে যুক্তরাষ্ট্র

কালো আইন প্রয়োগ করে সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে সরকার

সুন্দরগঞ্জে তিস্তার চরাঞ্চলে গমের বাম্পার ফলন

পাকোড়া ছাড়া ইফতারই হয় না পাকিস্তানে

বাছুরের গায়ে স্মাইলি ইমোজি

সত্তর বছর পর

আধা ঘণ্টার পরিচয়ে কিডনিদান

প্রথম আলোর ভিত্তিহীন সংবাদের নিন্দা বাংলাদেশ সম্পাদক ফোরামের

হলিউড শীর্ষ পাঁচ

হকি ঢাকা ইউনাইটেড ও ব্যাচেলর্সের জয়

এশিয়ান কাপ বাছাই খেলতে সিঙ্গাপুরে যাবে কিশোরীরা

মতলবে ৩ প্রতিষ্ঠান কে ২৪ হাজার টাকা জরিমানা

এবার পুরুষ সাফে দক্ষিণ এশিয়ার বাইরের দেশ!

দানব’ ব্ল্যাক হোলের সন্ধানে বিস্মিত বিজ্ঞানীরা গিলে নিতে পারে ৩,৩০০ কোটি সূর্যকে

স্বাধীনতার উপর আঘাত আসলে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব : হানিফ

গণমাধ্যম স্বাধীন আছে, অপসাংবাদিকতা কেউ সমর্থন করে না : তথ্যমন্ত্রী

করাচিতে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু

মোদী হটাও, দেশ বাঁচাও’ ভারতজুড়ে ১১ ভাষায় পোস্টার, গ্রেফতার ৮