আসনভিত্তিক নেতাদের সঙ্গে বসছে বিএনপি

মাঠে থাকার নির্দেশ

Daily Inqilab ফারুক হোসাইন

০২ জুন ২০২৩, ১০:৫৬ পিএম | আপডেট: ০২ জুন ২০২৩, ১০:৫৬ পিএম

স্মরণ করিয়ে দেয়া হচ্ছে আন্দোলনে ব্যর্থ হলে গুম-খুন-কারাবন্দির শঙ্কা
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে আন্দোলনে রয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। দাবি আদায়ে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে দলটি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সহসাই এসব দাবি মেনে নেবে না এবং আন্দোলনের মাধ্যমেই তা আদায় করতে হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। এজন্য চলমান এই আন্দোলনকে এক দফার আন্দোলনে রূপ দিতে চায় দলটি। শান্তিপূর্ণভাবেই সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে চায় তারা। এজন্য নানারকম কৌশল নিয়ে চলছে আলোচনা। দলের কেন্দ্র থেকে তৃণমূলের নেতা, আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গেও হয়েছে একাধিক সভা।

বিএনপি সূত্রে জানা যায়, আন্দোলনের কর্মসূচি নির্ধারণ, জনগণকে সম্পৃক্ত করতে কি করণীয় এসব বিষয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে জেলা পর্যায়ের শীর্ষ নেতা, দলের সাবেক এমপি-মন্ত্রী, বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক, অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। এখন চলছে বিগত জাতীয় নির্বাচনে দলের যারা প্রার্থী হয়েছিলেন তাদের সঙ্গে বৈঠক।

গত মে মাসে শুরু হওয়া এই বৈঠকে একই দিনে একাধিক জেলার প্রার্থীদের ডাকা হচ্ছে। ইতোমধ্যে রংপুর, রাজশাহী বিভাগের প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন তারেক রহমান। এখন চলছে খুলনা বিভাগের সঙ্গে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের প্রার্থীদেরও ডাকা হবে বলে জানা গেছে।

বৈঠকে অংশ নেয়া একাধিক বিএনপি নেতা জানান, প্রতিটি বৈঠকে ২০১৮ সালের নির্বাচনে যারা ধানের শীষের প্রার্থী ছিলেন এবং আগামী দিনে প্রার্থী হতে পারেন এমন নেতাদের ডাকা হচ্ছে। এসব বৈঠকে কোন কোন আসনে একজন, কোনটিতে আবার একাধিকও থাকছেন। তাদের কাছে আগামী দিনের কর্মসূচি কি হতে পারে, সাধারণ মানুষ কি ধরণের কর্মসূচি চায়, তাদের মনোভাব কি, কিভাবে চলমান আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো যায় সেসব বিষয়ে জানতে চাওয়া হচ্ছে।

সিরাজগঞ্জের এক বিএনপি নেতা জানান, তৃণমূলে দ্ব›েদ্বর কারণে কোথাও কোথাও কর্মসূচি পালনে একই জেলা বা উপজেলায় একই কর্মসূচি পৃথকভাবে পালন করা হচ্ছে। এ বিষয়ে দলের হাইকমান্ড ক্ষোভ প্রকাশ করেছেন। যারা মনে করছেন বিগত দিনে মনোনয়ন পেয়েছেন, আগামী দিনে তাকে না দিয়ে কাকে দিবে? তাই মাঠে থাকছেন না তাদেরকে দলের পক্ষ থেকে সতর্ক করে দেয়া হয়েছে। জুলাই মাস থেকেই অলআউট কর্মসূচি আসবে, সেখানে কোন ধরণের বিভেদ, পৃথক কর্মসূচি যাতে পালন না হয়, সকলের সমন্বয়ে একসঙ্গে মাঠে থাকতে হবে।

তিনি বলেন, বৈঠকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, এবার সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হলে দল থাকবে কিন্তু দলের অনেক নেতাই দেশে স্বাভাবিকভাবে থাকতে পারবেন না। নির্যাতন, গুম, হামলা, মামলার শিকার হবেন, অনেককেই কারাগারে যেতে হবে। আবার অনেকেই হয়তো হতাশা নিয়ে দলও ছাড়তে পারেন। তাই দেশ, দল ও নিজেদেরকে বাঁচাতে হলে সর্বশক্তি নিয়ে মাঠে থাকতে হবে। শুধু কর্মসূচি পালন করতে গিয়ে ছবি তোলা, ¯েøাগান দিলে হবে না, কাজ দেখাতে হবে।

বৈঠকে অংশ নেয়া পাবনার এক নেতা বলেন, প্রার্থীদের উদ্দেশ্যে দলের হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়, বিগত দিনে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অনেক নেতাকর্মী খুন, গুম, পঙ্গু হয়েছেন। যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা এখনো ভালো আছেন। আন্দোলন যদি সফল না হয়ে তাহলে তাদের পরিণতি যে অনেককে বরণ করতে হবে না তার নিশ্চয়তা নেই। কারণ আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসলে বিএনপির কোন নেতাকর্মীকে ছাড় দেবে না।

নির্বাচনের বিষয়ে বৈঠকে দলের নির্দেশনার বিষয়ে পঞ্চগড়ের এক নেতা বলেন, আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। তিনি বলেন, দলের যুক্তি হলো শেখ হাসিনার অধীনে বিগত নির্বাচনে আমাদের অভিজ্ঞাত খুবই তিক্ত, তার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। কারণ শেখ হাসিনা যদি সরকারের থাকেন তাহলে প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তার নিয়ন্ত্রণে থাকবে। এমনকি যারা প্রিজাইডিং অফিসার থাকবেন তারাও সরকারের নিয়ন্ত্রণে, বেশিরভাগই তাদের সময়ে নিয়োগ করা নিজেদের লোক। তারা আওয়ামী লীগের বাইরে যাবেন না, কাজও করবেন না। আর একবার কোনভাবে ফল প্রকাশ করে ফেললে তারপর আর কিছু হবে না।

সিরাজগঞ্জের আরেক বিএনপি নেতা বলেন, তাদেরকে বলা হয়েছে, শেখ হাসিনার অধীনে শতভাগ সুষ্ঠু নির্বাচন হলেও নির্বাচনে যাবো না। মনে রাখতে হবে যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করা সম্ভব হয় তাহলে ৩০০ আসনেই বিএনপি বিজয়ী হবে। এজন্য কে কত বড় নেতা, ব্যক্তি, এমপি-মন্ত্রী ছিলেন তা দেখা হবে না, যারাই আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখবেন তাদের মনোনয়ন দেয়া হবে।

এদিকে দলের এসব সভায় জেলার নেতারা ঢাকাকে নিয়ে পৃথক পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন। তারা বলেন, ২০১৩-১৪ সালের আন্দোলন সারাদেশে সফল হয়েছিল। কিন্তু ঢাকায় সেভাবে সম্ভব হয়নি, এজন্য ঢাকায় যেন শক্তিশালী আন্দোলন গড়ে তোলা যায় সেজন্য করণীয় পরামর্শ দিয়েছেন তারা।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আন্দোলন যেহেতু চলমান আছে এবং খুব শিগগিরই আমরা একদফা আন্দোলনে নামবো। এজন্য নানা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক সভা করছে বিএনপি। এসব সভায় করণীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া হচ্ছে। ###

 

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সিঙ্গাপুরে স্মার্ট বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন পলক

সিঙ্গাপুরে স্মার্ট বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন পলক

একদিনেই টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলো মিয়ানমারের ১৬ সীমান্তরক্ষী

একদিনেই টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলো মিয়ানমারের ১৬ সীমান্তরক্ষী

বজ্রপাতে মঠবাড়িয়ার স্কুল ছাত্রে মৃত্যু

বজ্রপাতে মঠবাড়িয়ার স্কুল ছাত্রে মৃত্যু

আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত

আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত

আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত

আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত

জ্ঞানভিত্তিক, আধুনিক ও মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে : স্পিকার

জ্ঞানভিত্তিক, আধুনিক ও মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে : স্পিকার

ব্র্যাক ব্যাংকের এমডির শেয়ার বিক্রির ঘোষণা

ব্র্যাক ব্যাংকের এমডির শেয়ার বিক্রির ঘোষণা

রৌমারীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মাহত্যা

রৌমারীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মাহত্যা

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খানের দাফন সম্পন্ন

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খানের দাফন সম্পন্ন

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পরিষদের ৫১তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পরিষদের ৫১তম সভা অনুষ্ঠিত

সীমান্তে বাংলাদেশীদের হত্যা-নির্যাতনের বিচার পতাকা বৈঠকেই আটকা বিজিবি

সীমান্তে বাংলাদেশীদের হত্যা-নির্যাতনের বিচার পতাকা বৈঠকেই আটকা বিজিবি

উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই অংশ নেবেন: ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই অংশ নেবেন: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান

বগুড়ায় মাদক কারবারির হামলায় নারীসহ আহত ৩

বগুড়ায় মাদক কারবারির হামলায় নারীসহ আহত ৩

দিনাজপুরে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মিকে কারাগারে প্রেরণ

দিনাজপুরে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মিকে কারাগারে প্রেরণ

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ চীনের শীর্ষ কূটনীতিকের

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ চীনের শীর্ষ কূটনীতিকের

বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির

বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির

শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ে উন্নয়নের ধারা ও শান্তি-সম্প্রীতি বজায় থাকবে : কুজেন্দ্র লাল ত্রিপুরা

শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ে উন্নয়নের ধারা ও শান্তি-সম্প্রীতি বজায় থাকবে : কুজেন্দ্র লাল ত্রিপুরা

১৮ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হচ্ছে

১৮ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হচ্ছে

বান্দরবানে মিয়ানমারের ১৮ জন সেনা ও বিজিপির সদস্য পালিয়ে এসেছে।

বান্দরবানে মিয়ানমারের ১৮ জন সেনা ও বিজিপির সদস্য পালিয়ে এসেছে।