ডিআইটি পুকুরপাড়ে কাউন্সিলরের কার্যালয় উচ্ছেদ না করেই অভিযান শেষ!

Daily Inqilab অনলাইন ডেস্ক

০৮ জুন ২০২৩, ১০:১৮ পিএম | আপডেট: ০৯ জুন ২০২৩, ১২:০১ এএম

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় শত বছরের পুরোনো ডিআইটি পুকুর ভরাট করে নির্মিত স্থাপনার বেশির ভাগই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় কাউন্সিলরের স্থাপনা ভাঙা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে অভিযান শেষে পুলিশ সদস্যরা ফিরে যাওয়ার সময় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় অভিযান শুরু করে রাজউক। শেষ হয় বিকেল চারটায়। অভিযানে প্রায় ১০০ পুলিশ সদস্য অংশ নেন। অভিযান শুরু হতেই শত শত স্থানীয় বাসিন্দা হাততালি দিয়ে এ উদ্যোগকে স্বাগত জানান। বেলা একটায় রাজউকের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা ডিআইটি পুকুরপাড়ে এসে পৌঁছান। এরপর মাইকিং করে দোকানপাট থেকে মালামাল সরাতে নির্দেশনা দেন।

বেলা দেড়টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত অভিযান চালিয়ে শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তবে পুকুরপাড়ের পশ্চিম দিকে যে ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহানা আক্তারের কার্যালয় রয়েছে, সেই ভবনের সামনে এসে রাজউকের উচ্ছেদযন্ত্রটি থেমে যায়। একপর্যায়ে কাউন্সিলরের অনুসারীরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাঁদের ধাওয়া দেন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা সাংবাদিকদের বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিআইটি পুকুরপাড় ভরাট করে নির্মিত স্থাপনা ভাঙা হচ্ছে। জলাধার ভরাট করে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে, সেসব স্থাপনা অপসারণ করা হচ্ছে। বৈধ কাগজপত্র থাকলে তা দেখাতে মাইকিং করা হয়েছে, তবে কেউ দেখাতে পারেননি।

পরে স্থানীয় কাউন্সিলরের কার্যালয় যে ভবনে রয়েছে, ওই ভবন ও দোতলা আরেকটি স্থাপনা না ভেঙে অভিযান শেষ করার ঘোষণা দেওয়া হয়। তবে উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় কিছু যুবক বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ তাঁদের ধাওয়া দিলে তাঁরা চলে যান।

সাত দিনের মধ্যে কাউন্সিলকে তাঁর নিজের স্থাপনা সরাতে বলা হয়েছে। পাশাপাশি দোতলা ভবনটির মালিককে নিজ উদ্যোগে ভাঙতে সময় দেওয়া হয়েছে, তা না হলে আবার অভিযান চালিয়ে তা ভেঙে দেওয়া হবে। উচ্ছেদস্থলে থাকা রাজউকের দুজন কর্মকর্তা বলেন, স্থানীয় কাউন্সিলর হিসেবে তাঁর তো একটা মর্যাদা আছে। তাই তাঁকে নিজ দায়িত্বে স্থাপনা সরাতে সাত দিন সময় দেওয়া হয়েছে। পাশাপাশি আরেকটি স্থাপনায় তৈরি পোশাক কারখানার ভারী যন্ত্রপাতি থাকার কারণে ভবনের মালিককেও নিজ উদ্যোগে তা ভেঙে ফেলতে সাত দিন সময় দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাকির হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ভাড়া নিয়ে ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার (ওয়ার্ড কাউন্সিলর) সাইদুর রহমান ওরফে সহিদ পুকুর ভরাট ও দখল করছেন। সাইদুর রহমান বর্তমান কাউন্সিলর সাহানা আক্তারের বাবা।

ডিআইটি প্লট পুকুর রক্ষার দাবিতে গত ২ জুন স্থানীয় ব্যক্তিরা মানববন্ধন কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় কাউন্সিলরের সমর্থকদের হট্টগোলের কারণে সেদিন তা হয়নি। তবে আজ উচ্ছেদ অভিযান শুরুর আগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক ইব্রাহিম আহম্মেদ পুকুর ভরাট করে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ করা হলেও স্থানীয় কাউন্সিলরের স্থাপনা ভেঙে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আহম্মেদ। সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় কাউন্সিলর পদে সাহানা আক্তারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন ইব্রাহিম।

এই অভিযানকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিয়ে ইব্রাহিম বলেন, যে কাউন্সিলরের কার্যালয়কে কেন্দ্র করে পুকুর ভরাট এবং স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেই কাউন্সিলরের কার্যালয় ভেঙে না দেওয়ায় অভিযানটি প্রশ্নবিদ্ধ হলো। শাহানশাহ নামের আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল অন্য স্থাপনাগুলোর মতো কাউন্সিলের স্থাপনাও ভাঙা হবে। কিন্তু তা না হওয়ায় আমরা হতাশ।’

অভিযান শেষে পুলিশ সদস্যরা ফিরে যাওয়ার সময় তাঁদের ওপর ইটপাটকেল ছুড়ে হামলা চালানো হয়। এতে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও তাঁর দেহরক্ষী কনস্টেবল মো. মহারাজ আহত হয়েছেন। মহারাজের মাথার এক জায়গায় কেটে গেছে। ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, মহারাজের মাথায় সেলাই লেগেছে। কারা এসব ইট পাটকেল মেরেছেন, তা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গাজায় শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে চাইছে না কাতার?

গাজায় শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে চাইছে না কাতার?

মণিপুরী ছাত্র‌দের জন্য একটি আলাদা হোস্টেল তৈরির প্রতিশ্রুতি দিলেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

মণিপুরী ছাত্র‌দের জন্য একটি আলাদা হোস্টেল তৈরির প্রতিশ্রুতি দিলেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

আবুধাবীতে চালু হলো ইউএস বাংলার ফ্লাইট

আবুধাবীতে চালু হলো ইউএস বাংলার ফ্লাইট

বিশ্বকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের দাবি তরুণদের

বিশ্বকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের দাবি তরুণদের

ইরানের হামলার বিষয়ে প্রশ্ন এড়িয়েই যাচ্ছেন ব্লিনকেন

ইরানের হামলার বিষয়ে প্রশ্ন এড়িয়েই যাচ্ছেন ব্লিনকেন

রাজশাহী পবায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

রাজশাহী পবায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের গ্রাহক সমাবেশ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের গ্রাহক সমাবেশ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত

বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত

ফিলিস্তিন জাতিসংঘের সদস্য না হওয়ায় দুঃখ প্রকাশ আরব দেশগুলোর

ফিলিস্তিন জাতিসংঘের সদস্য না হওয়ায় দুঃখ প্রকাশ আরব দেশগুলোর

সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী

সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী

সিলেটের উপর দিয়ে বয়ে যেতে পারে ৬০ কি:মি বেগে বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া !

সিলেটের উপর দিয়ে বয়ে যেতে পারে ৬০ কি:মি বেগে বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া !

আনোয়ারায় হিট স্ট্রোকে শাহজাদা ছালেহ আহমদ (৭৪) শাহর মৃত্যু

আনোয়ারায় হিট স্ট্রোকে শাহজাদা ছালেহ আহমদ (৭৪) শাহর মৃত্যু

দুবাই পানিতে তলিয়ে যাবার কারণ ক্লাউড সিডিং?

দুবাই পানিতে তলিয়ে যাবার কারণ ক্লাউড সিডিং?

জার্মানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জেলেনস্কির

জার্মানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জেলেনস্কির

নেতানিয়াহুকে গ্রেপ্তারি করার প্রস্তুতি নিচ্ছে আইসিসি, জরুরি বৈঠক তলব

নেতানিয়াহুকে গ্রেপ্তারি করার প্রস্তুতি নিচ্ছে আইসিসি, জরুরি বৈঠক তলব

বান্দরবানে অপহৃত সেই ব্যাংক ম্যানাজার কে চট্টগ্রামে বদলী

বান্দরবানে অপহৃত সেই ব্যাংক ম্যানাজার কে চট্টগ্রামে বদলী

মূল্যস্ফীতিই অর্থনীতিতে বড় সমস্যা

মূল্যস্ফীতিই অর্থনীতিতে বড় সমস্যা

খাদের কিনারে মধ্যপ্রাচ্য

খাদের কিনারে মধ্যপ্রাচ্য

সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদের প্রশংসনীয় বক্তব্য

সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদের প্রশংসনীয় বক্তব্য

রাঙ্গুনিয়ায় বলি খেলায় বিজয়ী রুবেল

রাঙ্গুনিয়ায় বলি খেলায় বিজয়ী রুবেল