আব্দুল হামিদের দেশত্যাগ : তদন্ত শুরু

সহায়তাকারীরা এখনও বহাল তবিয়তে

Daily Inqilab সাখাওয়াত হোসেন

১৪ মে ২০২৫, ১২:১৬ এএম | আপডেট: ১৪ মে ২০২৫, ১২:১৬ এএম

এসবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের গ্রিন সিগন্যাল পেয়েই মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন করেন এবং দেশত্যাগের সুযোগ করে দেন। বিষয়টি নিয়ে গঠিত দু’টি তদন্ত কমিটির সদস্যরা প্রাথমিকভাবে এমন তথ্য পেয়েছেন। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এবং অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) মতিউর রহমান শেখের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিক তদন্ত কাজ শুরু করেছেন। তারা ইমিগ্রেশন ও অন্যান্য সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছেন। একইসঙ্গে আবদুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন করার সময় যে সব কাগজপত্র সরবরাহ করা হয়েছিল, তা পর্যালোচনা করা হচ্ছে বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

গত ১০ মে দিনাজপুরে জেলা প্রশাসন কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন ঘিরে বিক্ষোভ শুরু করেন জুলাই আন্দোলনকারীরা। সেখানে বিক্ষোভকারীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদকে দেশ ছাড়তে যারা সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আমিই চলে যাব।

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর, গত ৭ মে দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশত্যাগ করেন সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ। তার বিরুদ্ধে হামলা ও সহিংসতার ঘটনায় গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আবদুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে ‘চিকিৎসার জন্য’ যেতে দেওয়া হয়েছে। দুজন আত্মীয় তার সঙ্গে ছিলেন। সূত্র মতে, গ্রিন সিগন্যাল পেয়েই জুনিয়র কর্মকর্তা বা সদস্যরা তার ইমিগ্রেশন সম্পন্ন করেন এবং দেশত্যাগে সহায়তা করেন। অথচ সমালোচনার মুখে পুলিশের অধস্তন সদস্যদের শাস্তির আওতায় আনা হয়েছে। নির্দেশদাতারা এখনও বহাল তবিয়তে থাকায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

 

সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, এখানে কারও না কারও সহযোগিতা বা যোগসাজশ ছিল। পরিস্থিতি না বুঝে বক্তব্য দেওয়া এবং পরে সমালোচনার মুখে অধস্তনদের শাস্তি দেওয়ার বিষয়টি ‘রোগ না বুঝে চিকিৎসা’ দেওয়ার মতো। আবদুল হামিদের বিদেশযাত্রার বিষয়টি চাউর হওয়ার পর চাপে পড়ে অন্তর্বর্তী সরকার ও পুলিশ প্রশাসন। চাপের মুখে দায়িত্বে গাফিলতির অভিযোগে ওইদিন সন্ধ্যায় দুই কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ সদর দপ্তর। এর মধ্যে দুজনকে প্রত্যাহার করা হয় এবং দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

প্রত্যাহার করা সদস্যরা হলেন—ওই রাতে বিমানবন্দরে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। সাময়িক বরখাস্ত করা হয় কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) টিএসআই মো. সোলায়মানকে। ওই ঘটনার তদন্তে গঠিত পুলিশের কমিটি ১২ মে থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখের নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন—এসবির ডিআইজি মো. মনিরুজ্জামান ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম।

 

মতিউর রহমান শেখ ইনকিলাবকে বলেন, তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আবদুল হামিদের ইমিগ্রেশন প্রক্রিয়ার নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে।

 

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের গঠিত কমিটির এক সদস্য জানান, রোববার অফিসিয়ালি তদন্ত কমিটির কাগজ পেয়েছি, তদন্ত শুরু করেছি, বৈঠকও হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। এখানে ঊর্ধ্বতনদের দায় তো আছেই, সেটাই খোঁজা হচ্ছে। অধস্তনদের বিষয়টিও আমলে নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, পুলিশের এবং সরকারের পক্ষ থেকে আলাদা দু’টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্তে নিশ্চয়ই স্পষ্ট হবে কারা সহযোগিতা বা যোগসাজশ করেছেন। বিদেশযাত্রার কিছু প্রসিডিউর আছে, সেটি মেনেই তিনি গেছেন। যদি সেটাই হয়, তাহলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কেন? তাদের কথাতেই কি আবদুল হামিদের মতো একজন ভিভিআইপি নির্বিঘ্নে চলে যেতে পারবেন? এটা ভাবার কোনো কারণ নেই। হয়তো অজান্তেই ঘটেছে, কিন্তু যোগসাজশ থাকতেও পারে। এটা সাধারণ কোনো ঘটনা নয়। এখানে নিশ্চয়ই তাদের কেউ না কেউ জড়িত। যদি না জানে, তাহলে কেন জানে না—সেটাও ঊর্ধ্বতনদের ব্যর্থতা। আলাপ-আলোচনা ও সমালোচনার কারণেই হয়তো গাফিলতির অভিযোগ তুলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এটা ছোট কোনো বিষয় নয়। ঊর্ধ্বতনরা জানবেন না—এটা বিশ্বাসযোগ্য নয়। অধস্তনরা তো নির্দেশ পালন করেন, সেই নির্দেশ নিশ্চয়ই কেউ না কেউ দিয়েছেন।

 

অন্যদিকে, বিমানবন্দর দিয়ে আবদুল হামিদ কীভাবে দেশ ছাড়লেন, তা পর্যালোচনায় তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে গঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ কমিটিও ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, তারা সাবেক প্রেসিডেন্টের বিদেশ যাওয়ার প্রক্রিয়া বিশ্লেষণ করে দেখবে কীভাবে তিনি বিমানবন্দর পার হয়ে গেলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব পালনে গাফিলতি করেছে কি না, তাও খতিয়ে দেখবে কমিটি। যারা ব্যর্থ হয়েছেন, তাদের চিহ্নিত করে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে সুপারিশ করবে। তদন্তে প্রয়োজনীয় দলিলপত্র, যন্ত্রপাতি ও প্রমাণ চাইতে পারবে কমিটি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ নেওয়ার এখতিয়ার থাকবে। সব সংস্থা কমিটিকে সহযোগিতা দিতে বাধ্য থাকবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে।

 

এদিকে, আবদুল হামিদের দেশত্যাগের পর ৮ মে ফেসবুকে এক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম লেখেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা চলছে। আসামিদের জামিন দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট পালিয়ে যেতে দিয়েছেন। বিচার প্রশ্নে সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়েছে। জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল—খুনিদের বিচার হবে এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সিলেট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে পৌণে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে পৌণে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

শেরপুর গারো পাহাড়ে হোটেল-মোটেল রিসোর্ট থাকলে বেশি সময়ের জন্য আসতে পারতেন পর্যটকরা: লাভজনক হবে পর্যটনখাত!

শেরপুর গারো পাহাড়ে হোটেল-মোটেল রিসোর্ট থাকলে বেশি সময়ের জন্য আসতে পারতেন পর্যটকরা: লাভজনক হবে পর্যটনখাত!

শাবিপ্রবির ধর্ষণকান্ডে জাতীয় ছাত্রদলের ক্ষোভ

শাবিপ্রবির ধর্ষণকান্ডে জাতীয় ছাত্রদলের ক্ষোভ

শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইসরাইলের আগ্রাসন ইরানকে আরো ঐক্যবদ্ধ করেছে

ইসরাইলের আগ্রাসন ইরানকে আরো ঐক্যবদ্ধ করেছে

দ্রুত গতিতে সঙ্কটের দিকে এগোচ্ছে বিশ্ব: জাতিসংঘ মহাসচিব

দ্রুত গতিতে সঙ্কটের দিকে এগোচ্ছে বিশ্ব: জাতিসংঘ মহাসচিব

যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা  মশাহিদ রোববার দেশে আসছেন

যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা  মশাহিদ রোববার দেশে আসছেন

বাংলাদেশে দিনের ভোট আর রাতে হবেনা : সেনবাগে জয়নুল আবেদীন ফারুক

বাংলাদেশে দিনের ভোট আর রাতে হবেনা : সেনবাগে জয়নুল আবেদীন ফারুক

ইরানি মিসাইলের ভয়ে হার্ট অ্যাটাক ইহুদি নারীর

ইরানি মিসাইলের ভয়ে হার্ট অ্যাটাক ইহুদি নারীর

বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি: আবুল হোসেন আজাদ

বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি: আবুল হোসেন আজাদ

একসঙ্গে ২৫টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, দাবি ইসরাইলের

একসঙ্গে ২৫টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, দাবি ইসরাইলের

মানিকগঞ্জে মানবপাচার মামলায় স্বামী স্ত্রী গ্ৰেফতার

মানিকগঞ্জে মানবপাচার মামলায় স্বামী স্ত্রী গ্ৰেফতার

জবিসাসের ১৯তম বর্ষপূর্তি  সাধারণ শিক্ষার্থীদের চাহিদাকে সম্মান দিয়ে রাজনীতি করতে হবে :  শহীদ উদ্দীন এ্যানি

জবিসাসের ১৯তম বর্ষপূর্তি সাধারণ শিক্ষার্থীদের চাহিদাকে সম্মান দিয়ে রাজনীতি করতে হবে :  শহীদ উদ্দীন এ্যানি

রাজশাহীতে মহানবী (সা.)-এর বিদায় হজ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে মহানবী (সা.)-এর বিদায় হজ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী নেতৃত্বই জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে: অধ্যাপক আবদুল জব্বার

ইসলামী নেতৃত্বই জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে: অধ্যাপক আবদুল জব্বার

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

মির্জাপুর বসত বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

মির্জাপুর বসত বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

দ্বীন প্রতিষ্ঠায় ময়দানে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে: ডা. শফিকুর রহমান

দ্বীন প্রতিষ্ঠায় ময়দানে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে: ডা. শফিকুর রহমান

দোয়ারাবাজারে ছাত্রলীগ দুই কর্মী গ্রেফতার

দোয়ারাবাজারে ছাত্রলীগ দুই কর্মী গ্রেফতার

জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না: নূরুল ইসলাম বুলবুল

জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না: নূরুল ইসলাম বুলবুল