রাজধানী এখনো ফাঁকা : বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশা
১১ জুন ২০২৫, ১২:১৫ এএম | আপডেট: ১১ জুন ২০২৫, ১২:১৫ এএম

ঈদুল আজহার ছুটি চলছে। এর মধ্যেই রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে অল্প পরিসরে। তারপরও ঢাকা এখনও অনেকটাই ফাঁকা। নগরজীবনে ফেরেনি স্বাভাবিক গতি। বিভিন্ন সড়ক, টার্মিনাল, বাজার, এমনকি জনবহুল এলাকাগুলোতেও নেই সেই চিরচেনা ভিড়। এছাড়া শহরের গণপরিবহনগুলোতে যাত্রী সংখ্যা খুবই কম, অধিকাংশ বাসেই যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার ঈদের চতুর্থ দিন রাজধানী ঘুরে দেখা গেছে, ঢাকার টার্মিনালগুলোতে দূরপাল্লার বাসগুলো আসছে ঠিকই, কিন্তু যাত্রী কম। যারা ফিরছেন, তারাও মূলত ঈদের ভিড় এড়িয়ে আগেভাগেই রাজধানীতে পৌঁছাতে চাইছেন। ঢাকার প্রধান সড়কগুলোতেও ছিল একই চিত্র। ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, মতিঝিল, বাড্ডা, উত্তরা, মিরপুর সব জায়গাতেই ঈদের ছুটির স্পষ্ট প্রভাব রয়েছে। যত্রতত্র গাড়ির সারি নেই, ট্রাফিক সিগন্যালে থেমে থাকার চাপ নেই, পথচারীদের ভিড়ও কম। ভিআইপি সিটি সার্ভিস বাসের চালক বাবু বলেন, সকাল থেকে রাস্তা ফাঁকা দেখেছি। যানজট তো একেবারেই নেই। ঈদের সময় শুধু এমন খালি রাস্তা দেখা যায়। যাত্রী কম থাকায় তেমন ভাড়াও পাওয়া যায়নি। সরকারি অফিসসহ অনেক বেসরকারি অফিসের কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। ঈদের ছুটি চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। অফিস খুলবে ১৫ জুন। ফলে রাজধানীর প্রশাসনিক ও আর্থিক কেন্দ্রগুলো যেমন মতিঝিল, আগারগাঁও বা উত্তরা অফিস পাড়া সব জায়গায় একপ্রকার নিস্তব্ধতা বিরাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ছুটি চলছে। পরিবহন সংশ্লিষ্টরা ধারণা করছেন, ১৩ ও ১৪ জুন থেকে রাজধানীমুখী মানুষের ভিড় বাড়বে এবং ১৫ জুন থেকে ধীরে ধীরে পুরোনো চেহারায় ফিরবে রাজধানী ঢাকা।
এক যাত্রী বলেন, বাড়ি থেকে ট্রেনে বিমানবন্দরে নেমে বাসে খিলক্ষেত এলাম, এখানেই বাসা। ঢাকা এখনও ফাঁকাই দেখা যাচ্ছে। বাসে কোনো ভিড় নেই। ট্রেনেও কোনো ভিড় নেই। মানুষজনের ঢাকায় আসতে আরও কয়েকদিন সময় লাগবে।
বাসের যাত্রী বলেন, সাধারণত এই সময়টায় বাসে তিল ধারণের জায়গা থাকত না। কিন্তুচিত্রটা পুরো উল্টো। বাসে উঠে দেখি অনেক সিট খালি, দাঁড়িয়ে থাকারও প্রয়োজন হয়নি। ভালোভাবে বসেই পুরোটা পথ আসতে পেরেছি।
ঈদের ছুটিতে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় ছিল মানুষের ভিড়। ঈদুল আজহার ফাঁকা রাজধানীতে ঘুরতে বের হয়েছেন নগরবাসী। বিনোদনকেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের ভিড়। জাতীয় চিড়িয়াখানা, সংসদ ভবন এলাকার জিয়া উদ্যান, রমনা পার্ক ও হাতির ঝিল এলাকা ছিল মানুষের পদচারণে মুখর। রাজধানীর এসব এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব বিনোদনকেন্দ্র, উদ্যান ও পার্কে কেবল রাজধানী ঢাকার লোকজনই নয়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরাও মেতেছিলেন ঈদ আনন্দে। চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। অনেকে ঘুরতে আসেন। বিশেষ করে পশুপাখিসহ বিভিন্ন প্রাণী দেখে বেশ উচ্ছ¡সিত ছিল শিশু-কিশোরেরা।
সংসদ ভবনের সামনে আসা এক ব্যক্তি জানান, কিছুদিন আগেও তিনি সংসদ ভবন এলাকায় এসেছিলেন। তবে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আজ আবার অনেক বছর পর এসেছেন। এই এলাকার মুক্ত পরিবেশ, মুক্ত বাতাস তার ভালো লাগে।
রাজধানীর মিরপুর থেকে একসঙ্গে ১০ বান্ধবী ঘুরতে আসেন জাতীয় সংসদ ভবন এলাকায়। তাদের একজন বলেন, প্রায় সময় ঘুরতে বের হই। ঈদ উপলক্ষে সব বান্ধবীকে নিয়ে বের হলাম। এই এলাকা এমনিতে ভালো লাগার। সবাইকে নিয়ে ঘুরছি, মজা করছি।
রাজধানীর হাতির ঝিলের পুলিশ প্লাজা এলাকায় এক দর্শনার্থী জানান, রাজধানীর মধুবাগ থেকে চাচাতো-মামাতো ভাইবোন মিলে আটজন হাতির ঝিল এলাকায় ঘুরতে এসেছে। অন্য সময় তেমন সুযোগ না পেলেও ঈদের ছুটিতে নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে ঈদুল আজহার ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর ফাঁকা সড়কে আরও বেপরোয়া গতিতে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও অফিসযাত্রী কমে যাওয়ায় সড়কে তুলনামূলকভাবে শৃঙ্খলা থাকার কথা থাকলেও, ব্যতিক্রম দেখা যাচ্ছে এই বাহনের ক্ষেত্রে। অলিগলি ছাড়িয়ে এখন বড় বড় সড়কে আরও দাপটের সঙ্গে চলাচল করছে অটোরিকশাগুলো। অধিকাংশ চালক ট্রাফিক আইন তোয়াক্কা না করে উল্টো পথে যাওয়া, বেপরোয়া গতি, যত্রতত্র থামা ও যাত্রী ওঠানামার মতো অনিয়ম করে যাচ্ছেন প্রকাশ্যে। সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের অভিযোগ, ঈদের ছুটিতে যানবাহন কম থাকায় অটোরিকশাচালকেরা মনে করছেন, পুরো রাস্তার দখল যেন তাদের হাতে। অনেকে প্রশিক্ষণ ছাড়াই চালাচ্ছেন এসব অটো। ফলে যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশ চেকপোস্ট থাকলেও অটোরিকশাগুলো হুট করে অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে বা যানজট না থাকায় ধরা পড়ার সুযোগও কমে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর বাড্ডা, রামপুরা, কাকরাইল, মালিবাগ, মগবাজার, মিরপুর ও গাবতলী এলাকায় সরেজমিনে দেখা গেছে, সড়কে অন্যান্য পরিবহন কম থাকলেও ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা ছিল বেশ চোখে পড়ার মতো। ঈদের আগের তুলনায় এই কয়েকদিনে এসব অটোরিকশার বেপরোয়া গতি, নিয়ম না মানা এবং রাস্তার মাঝেই যাত্রী উঠিয়ে নামানোর প্রবণতা বেড়েছে। ফলে স্বস্তিদায়ক সড়ক পরিস্থিতির মাঝেও অনেকেই হচ্ছেন ভোগান্তির শিকার। এসব অটোরিকশার বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযান পরিচালনার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। ব্যাটারিচালিত অটোরিকশাগুলো অনেকটাই এখন রাজনৈতিক ছত্রছায়ায় চলে বলেও অভিযোগ রয়েছে বিভিন্ন মহলে। ফলে আইন প্রয়োগ করতেও প্রশাসনকে পড়তে হয় বিড়ম্বনায়।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

২৫ দিন ধরে নিখোঁজ কলেজ শিক্ষার্থী, ফিরে পেতে পরিবারের আকুতি

ঈদযাত্রায় ৬ দিনে যমুনা সেতুতে ১৬ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়

জাফলংয়ে 'ভূয়া' 'ভূয়া' স্লোগানে দুই উপদেষ্টাকে সড়কে অবরুদ্ধের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র মাদক সহ ২ ভাই আটক

মানিকগঞ্জে করোনা মোকাবেলায় আগাম ব্যবস্থাপনা গ্ৰহন করা হয়েছে - সিভিল সার্জন

তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি পাঁচবিবিতে

নবীগঞ্জে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণে মেতে উঠলো চালক ও হেলপার : আটক চালক

দাউদকান্দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা মানছে না ঠিকাদার , সংঘর্ষের আশঙ্কা

শিক্ষকের ভুলে মাস্টার্সের ৯০ পরীক্ষার্থীর সবাই ফেল!

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকে জাতিসংঘের পারমাণবিক সংস্থা

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে জনগণের যে ত্যাগ, সেই পথেই দেশ অগ্রসর হবে

যুদ্ধ নয়, শান্তি চায় জাতিসংঘ মানবাধিকার কমিশন

তরুণদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, অটুট সংহতিতে ইরান

নীলফামারী সরকারী কলেজের জায়গা হস্তান্তর না করার দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নাসিরনগর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দ্বিগুণ ভাড়া আদায়ে সেনাবাহিনী নিয়ে উপজেলা প্রশাসনের অভিযান

নারায়ণগঞ্জের বন্দরে গণপিটুনিতে নিহত ডাকাত , দোকান মালিক সহ আটক-২

ইরানের পুনর্গঠন সক্ষমতায় বিস্মিত ইসরায়েল : মার্কিন বিশ্লেষক

ধামরাই থানায় ৫ মাস যাবৎ পুলিশ পরিদর্শক তদন্ত নেই

লন্ডন থেকে দেশে ফিরে যে বার্তা দিলেন আমীর খসরু