স্বস্তি নিয়েই ঢাকায় ফেরা
১১ জুন ২০২৫, ১২:১৭ এএম | আপডেট: ১১ জুন ২০২৫, ১২:১৭ এএম

ঈদের চতুর্থ দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশন দিয়ে ঢাকা ছাড়ছে নগরবাসী। স্টেশনে তেমন ভিড় নেই নেই শিডিউল বিপর্যয়। সব ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ে। স্টেশন ছেড়ে যাওয়া এসব অধিকাংশ ট্রেনেই যাত্রী দাঁড়িয়ে যাচ্ছে। তবে ঢাকামুখী ট্রেন বা ফিরতি যাত্রার ট্রেন প্রায় ফাঁকা। এখনও ঢাকায় কম সংখ্যক মানুষ ফিরছেন। সেই তুলনায় বেশি মানুষ ঢাকা ত্যাগ করছেন। ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি ছুটি আরও চারদিন আছে। গতকাল মঙ্গলবার ঈদের চতুর্থ দিন ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঈদের চতুর্থ দিন ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন মানুষ। প্ল্যাটফর্মে অনেক যাত্রী অপেক্ষা করছেন নির্ধারিত ট্রেনের জন্য। ছুটি এখনও চারদিন বাকি আছে। দীর্ঘ ছুটি হওয়ায় মানুষ ধীরে ধীরে ঢাকা ছাড়ছেন। যাওয়ার যাত্রীদের অতিরিক্ত চাপ না থাকলেও প্রতিটি ট্রেনে যাত্রীদের দাঁড়িয়ে ভ্রমণ করতে দেখা গেছে। যারা যাচ্ছেন তারা ঈদের ভিড় ঠেলে যেতে পারেননি। ফলে এখন স্বচ্ছন্দে যাচ্ছেন।
অপরদিকে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কমলাপুরে নির্ধারিত সময়ে পৌঁছাচ্ছে। ঈদের ছুটি কাটিয়ে ট্রেনগুলোতে ফিরছেন মানুষ। তবে ঈদের ছুটি শেষে হবে আগামী শনিবার। বেসরকারি নানা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ এখনো বন্ধ রয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ। এসব কারণে ঈদে গ্রামে ফেরা অনেকেই একটু লম্বা ছুটি কাটিয়ে নগরীতে ফিরছেন। বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেনগুলো অনেকটা ফাঁকাই ছিল। ট্রেনগুলো যথা নিয়মেই যাতায়াত করছে। ফিরতি যাত্রীরা বলছেন, ভিড় হওয়ার আগেই ঢাকায় ফিরছেন তারা।
এদিকে সময়মতো ট্রেন ছাড়ায় যাত্রীরা বেশ খুশি। কথা হয় নেত্রকোনাগামী ট্রেনের যাত্রী বলেন, ঈদের অতিরিক্ত ভাড়া এড়াতে আজকের টিকিট কেটেছি। ছুটি তেতু বেশি, তাই আনন্দেও বেশি। দুই জায়গায় ঈদের ছুটি কাটাতে পারছি। আজকেও ট্রেনে যাত্রী দাঁড়িয়ে যাচ্ছে। আমরা সিট পেয়েছি। ট্রেনে এখনও ভিড় কমেনি। ভেবেছিলাম নিরিবিলি বাড়ি যাবো। কিন্তু ছুটি বেশি হওয়াতে এখনও অনেক মানুষ ঢাকা ছাড়ছে। এখন ফিরতি যাত্রায় ভালোভাবে আসতে পারলেই হলো।
সুন্দরবন এক্সপ্রেসের খুলনার যাত্রী বলেন, এবার কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে, এটাই প্রশান্তি। ঈদের ভোগান্তি কমাতে ঈদের পরে বাড়ি যাচ্ছি। আসবো কয়েকদিন পরে।
মোহনগঞ্জ এক্সপ্রেসের ট্রেনের কর্মচারী বলেন, ঈদের ফিরতি যাত্রা এখনও পুরোপুরি শুরু হয়নি। প্রতিদিন মানুষ শুধু ঢাকা ছাড়ছে। আমাদের ট্রেনে গতকালও টিটি ৩৮ হাজার টাকার টিকিট দিয়েছে ট্রেনে। দাঁড়িয়ে যাত্রী যাচ্ছে। আগামী শুক্রবার থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়বে। আমাদের ট্রেন সময় মতো ছাড়ছে এবং সময়মতো আসছে।
বগুড়া থেকে ট্রেনে ঢাকায় ফেরা এক যাত্রী বলেন, ঈদের দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি গিয়েছি। ঢাকায় ফিরলাম। ট্রেন একেবারে ফাঁকা বলা যায়। তেমন কোনো চাপ ছিল না। দাঁড়িয়ে কোনো যাত্রী ছিল না। ছুটি শেষ হবে শনিবার তখনতো অনেক চাপ হবে। তাই আগেই ঢাকাতে ফিরলাম। বাসায় দুইদিন রিলাক্সে থাকা যাবে।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনে ঈদযাত্রা করেন। এ কারণেই বাড়তি নজর রয়েছে কমলাপুরে। ঈদযাত্রায় আন্তঃনগর, মেইল, কমিউটার মিলে প্রতিদিন ৭০ হাজারের বেশি যাত্রী পরিবহন করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রায় সব ট্রেন সঠিক সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। ঈদযাত্রায় প্রতিদিন ৭০টি ট্রেন চলাচল করছে। এরমধ্যে ৪৪টি আন্তঃনগর, বাকিগুলো মেইল কমিউটার। এ কয়দিন কমলাপুর স্টেশনে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। গতকার ৯ জুন থেকে ফিরতি যাত্রা শুরু হয়েছে।
এবার ঈদযাত্রায় স্টেশনের শুরু থেকে ট্রেনের গন্তব্য পর্যন্ত নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে। টিকেট যাচাইয়ের জন্য ভেরিফিকেশন করা হচ্ছে। ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে কমলাপুর রেলস্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মসহ সব জায়গায় র্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীও ছিল।
কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তা (স্টেশন ম্যানেজার) মো. সাজেদুল ইসলাম বলেন, আমাদের থেকে ফিরতি যাত্রা শুরু হয়েছে। কিন্তুঈদের চতুর্থ দিনও মানুষ ঢাকা ছাড়ছে। লম্বা ছুটির জন্য ধীরে ধীরে মানুষ যাচ্ছে। এখন দুপুর বিকেলে আবার ট্রেনের চাপ বাড়বে। ফিরতি যাত্রা পুরো দমে শুরু হয়নি, আগামী শুক্রবার থেকে চাপ বাড়বে। এখনও আসার যাত্রী থেকে যাওয়ার যাত্রী বেশি। সকাল থেকেই নির্ধারিত সময়ে ট্রেন যাচ্ছে এবং ফিরছে। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরেছে ১৯টির মতো ট্রেন। তবে সব ট্রেনেই বেশিরভাগ আসন ফাঁকা দেখা গেছে। আর ঢাকা থেকে ছেড়ে গেছে ২২টি ট্রেন।
এবারের ঈদে দক্ষিণাঞ্চল থেকে নৌপথে আসা মানুষজন স্বস্তি নিয়ে ফিরছেন। লম্বা ছুটির প্রভাবে এখনো বরিশালসহ বিভিন্ন রুটের বিলাসবহুল লঞ্চগুলো অনেকটা ফাঁকা। গতকাল মঙ্গলবার সদরঘাটে নোঙর করা লঞ্চগুলোতে এমন চিত্র দেখা গেছে। যদিও ঘাটের বাইরে বের হয়ে অন্যান্য সময়ের মতো গণপরিবহন সংকট, বাড়তি ভাড়ার চাপে পকেট ফাঁকা হচ্ছে যাত্রীদের। বিশেষ করে সিএনজি, ব্যাটারিচালিত রিকশাচালকরা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ ভাড়া হাঁকাচ্ছেন। এতে করে ঈদযাত্রার খরচা মিটিয়ে ঢাকায় ফেরা মানুষদের বেকায়দায় পড়তে হচ্ছে।
ঢাকা-বরিশাল রুটের মানামী লঞ্চের সুপারভাইজার বলেন, এখনো ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ শুরু হয়নি। বুধবার থেকে যাত্রী বাড়বে। বৃহস্পতিবার, শুক্রবার অনেক বেশি চাপ হবে।
ঈদে সাধারণত বেসরকারি চাকরিজীবীরাও ছুটি অনেক কম পান। ঈদের তিন দিনের বাইরে অনেকে ছুটিও পেতেন না। তবে এবার বেশিরভাগ চাকরিজীবী পাঁচ দিনের ছুটি ভোগ করার সুযোগ পেয়েছেন। পাঁচ দিন যারা পেয়েছেন তাদের ছুটি শেষ হয়েছে সোমবার। মঙ্গলবার থেকে তারা অফিস করছেন।
পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। অনেকে সড়কের ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে যানজট ও কোনো ধরনের ভোগান্তি দেখা যায়নি। গতকাল মঙ্গলবার মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৩ হাজার ৮০৩টি যানবাহন পারাপার হয়েছে সেতু দিয়ে। এরমধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ১২ হাজার ৫৯টি। এতে টোল আদায় হয়েছে ৭৫ লাখ ৬৪ হাজার ২৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১১ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ৭৩ লাখ ৫৬ হাজার ৫০ টাকা।
সরেজমিনে দেখা যায়, গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়ে রাজধানীর দিকে ছুটছে মানুষ। তবে সড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। অনেকটাই ফাঁকা মহাসড়ক।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

দাউদকান্দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা মানছে না ঠিকাদার , সংঘর্ষের আশঙ্কা

শিক্ষকের ভুলে মাস্টার্সের ৯০ পরীক্ষার্থীর সবাই ফেল!

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকে জাতিসংঘের পারমাণবিক সংস্থা

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে জনগণের যে ত্যাগ, সেই পথেই দেশ অগ্রসর হবে

যুদ্ধ নয়, শান্তি চায় জাতিসংঘ মানবাধিকার কমিশন

তরুণদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, অটুট সংহতিতে ইরান

নীলফামারী সরকারী কলেজের জায়গা হস্তান্তর না করার দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নাসিরনগর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দ্বিগুণ ভাড়া আদায়ে সেনাবাহিনী নিয়ে উপজেলা প্রশাসনের অভিযান

নারায়ণগঞ্জের বন্দরে গণপিটুনিতে নিহত ডাকাত , দোকান মালিক সহ আটক-২

ইরানের পুনর্গঠন সক্ষমতায় বিস্মিত ইসরায়েল : মার্কিন বিশ্লেষক

ধামরাই থানায় ৫ মাস যাবৎ পুলিশ পরিদর্শক তদন্ত নেই

লন্ডন থেকে দেশে ফিরে যে বার্তা দিলেন আমীর খসরু

দুই উপদেষ্টার বক্তব্যে আমরা আশাহত" - এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সিলেটে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ
সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগালি করলেন সমু চৌধুরী

স্টেম ইনোভেশন লিগ ২০২৫ -এ প্রথম স্থান অর্জন করল গ্লেনরিচ সাতারকুল

হামজার পর এবার দেশে আসলেন যুক্তরাজ্যের পিপি রেঞ্জার্স ক্লাবের ফুটবলার সিলেটের তানভীর

সিলেটে করোনার আক্রান্ত একজনের অবস্থা আশঙ্কাজনক : চিকিৎসায় প্রস্তুত শামসুদ্দিন হাসপতাল

ভ্যাপসা গরমে হাসপাতালে রোগীর ভিড়, সংকট স্যালাইনের

গুমবিষয়ক স্থায়ী কমিশন গঠন করা হবে: আসিফ নজরুল