লন্ডনে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি সম্ভাব্য বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এই বৈঠকে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার যোগদানের গুঞ্জন উঠেছে, যা নিয়ে উদ্বেগ ও সন্দেহের জন্ম দিয়েছে। তবে, কারা এই বৈঠকে অংশ নিতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ বুধবার (১১ জুন) প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি সামনে আনেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন যে, ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে যোগ দিতে বিএনপির বেশ কয়েকজন নেতা লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বলে শোনা যাচ্ছে। তবে, তিনি এও উল্লেখ করেন যে, কারা যাচ্ছেন, সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়।