লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক
হজ ও ওমরাহ-এর জন্য এহরাম বাঁধার পর উচ্চেঃস্বরে ‘তালবিয়া’ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ আমল, যা দ্বারা এহরাম অবস্থায় নিম্ন লিখিত কাজগুলো হারাম হয়ে যায়। যেমন (১) সকল প্রকার গুনাহের কাজ করা, (২) স্ত্রী সান্নিধ্যে গমন ও এ জতীয় কোনো কিছু করা, (৩) সুগন্ধি ব্যবহার করা, চাইতা তৈল, খাবার বা আতর জাতীয় যাই হোক না কেন। (৪) সেলাইযুক্ত কাপড় পরিধান করা,...