রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া কাঙ্খিত বৈষম্যমুক্ত দেশ গড়া সম্ভব নয়। তিনি বলেন, বিগত আওয়ামী দুঃশাসন দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দেশের অভন্তরীন সকল কাঠামো বিচার, স্থানীয় সরকার, শিক্ষা-সংস্কৃতি সবকিছুকেই ধ্বংস করে দিয়েছে।
তাই দেশের সার্বিক এবং গঠনমূলক দেশকে এগিয়ে নিতে দেশের সকল প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করতে সুপরিকল্পিত ও দীর্ঘ মেয়াদী রাষ্ট্রীয় সংস্কার ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদেরকে অত্যান্ত সর্তকতার সাথে দেশের অবকাঠামোগুলোর দ্রুত সংস্কারমূলক কর্মকান্ডের দিকে এগিয়ে নিতে এবং দেশের সংবিধানিক সরকার গঠনে দ্রুত নির্বাচনী প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নেয়ার জন্য ভূমিকা রাখুন, অন্যথায় ষড়যন্ত্রকারী পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত।
জমিয়ত মহাসচিব আন্দোলনরত সকল রাজনৈতিক দল সমূহকে এবং দেশের সুশীল সমাজকে দেশের সার্বভৌমত্ব বিরোধী দেশের সাংবাদিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। এই দেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সমন্বয় করে দ্রুত একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করুন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, কারানির্যাতিত মজলুম জননেতা শায়খুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী সিলেট বিভাগীয় দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। (১৩ জানুয়ারি) আজ সোমবার বিকাল ২টায় সিলেট নগরীর খাদিমপাড়াস্থ একটি পার্টি সেন্টার এই দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, হবিগঞ্জ জেলা সভাপতি হাফিজ মাওলানা মাছরুর আহমদ, মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, সিলেট জেলা উত্তরের সহ সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা ইবাদুর রহমান কাসেমী, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা তৌয়বুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিক আহমদ চৌধুরী, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, সিলেট জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আমিন উদ্দিন, সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাসনগরী, হবিগঞ্জের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম আজহার, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ত্বায়াহা, সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল হক চৌধুরী, সিলেট জেলা দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ।