বিএনপি ধনী-গরীবের ভারসাম্য রেখে আগামীর বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে ধনী গরীবের ভারসাম্য রক্ষা করে আগামীর বাংলাদেশ গড়তে চায় জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সময়ে আমরা দেখেছি যারা ধনী ছিল তারা আরও ধনী হয়ে গেছে। আর যারা গরীব ছিল তারা আরও গরীব হয়ে গেছে। এটা বিএনপি বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে ধনী গরীবের ভারসাম্য রেখে আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ গড়তে হবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন হাই স্কুলের সামনে ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন,গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার শুধু তাদের গুটি কয়েক লোকজনকে ধনীর পর ধনী বানিয়ে দিয়েছে।স্বৈরাচার আওয়ামী লীগ তারা মেঘা প্রজেক্ট বানিয়ে দেশের উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। কিন্তু আমরা মেঘা প্রজেক্ট করবো- বাংলাদেশের দরিদ্র মানুষগুলোর উন্নয়নের জন্য, অসহায় মানুষগুলোর জন্য, যাতে ধনী আর গরীবের ভারসাম্য আমরা রক্ষা করতে পারি।
বাংলাদেশের মানুষ ৩১ দফার মাধ্যমেই রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কার চায় উল্লেখ করে আমিনুল হক বলেন,৩১ দফার সংষ্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা,বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্হার উন্নয়ন,স্বাস্থ্য ব্যবস্হার উন্নয়ন ও বাংলাদেশের মানুষের দারিদ্র্য বিমোচন আমরা করতে পারব।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি জনগণের দল,জনগনের পাশে থেকে কাজ করে। তারেক রহমানের নির্দেশে করোনাকালীন কঠিন সময়ে জনগণের পাশে থেকে লাশ দাফন করা সহ দরিদ্রদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দিয়েছিল বিএনপি। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল না। তারা ঘরে বসে এসি রুমে বসে অসহায় মানুষের মৃত্যু দেখেছে। তারা কেউ মাঠে যায়নি।
নব্য বিএনপি সেজে আওয়ামীলীগের লোকজন চাঁদাবাজী দখলদারি লুটতরাজ সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া অপচেষ্টা করছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করে বলেন,এজন্য আমাদের দলের সকল নেতাকর্মীদের সর্তক দৃষ্টি রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড.মাহাদী আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোঃ মোস্তফা জামান।
বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,আক্তার হোসেন,এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন,হাজী মোঃ ইউসুফ,মোঃ শাহআলম,মাহাবুব আলম মন্টু,মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,মহানগর সদস্য আলী আকবর আলী,রেজাউর রহমান ফাহিম, ফারুক হোসেন ভূইয়া, শামীম পারভেজ,নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান,এম এস আহমাদ আলী,ইব্রাহিম খলিল,তাসলিমা রিতা,সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু,ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহবায়ক নায়েব ইউসুফ ও সদস্য সচিব এ্যাড রুনা লায়লা রুনা,জাসাস ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শেখ ফরিদ আহমেদ, সদস্যসচিব মহসীন সিদ্দিকী রনী,শ্রমিক দল মহানগর উত্তর সদস্য সচিব কামরুজ্জামান,তাতীদল ঢাকা মহানগর উত্তর আহবায়ক শামসুন্নাহার বেগম, এছাড়াও দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল উদ্দিন তালুকদার,যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন,আমিরুল ইসলাম বাবলু, বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, যুগ্মআহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, বশির আহমেদ,মাসুদ আহমেদ খান, শরীফ উল্লাহ জাহেদ,মেঃ জালাল, জুলহাস ভূইয়া,বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল,সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক,উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা মোঃ আব্দুস ছালাম,খিলক্ষেত থানা বিএনপি যুগ্মআহবায়ক মোবারক হোসেন দেওয়ান,সিএম আনোয়ার হোসেন, ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জিন্নাত আলী, ভাষাণটেক বিএনপির আহবায়ক কাদির মাহমুদ,উত্তরাপূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. এফ ইসলাম চন্দন,উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক শাহআলম,যুগ্ম আহবায়ক আমিনুল হক,এসআই টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন

আলেমসমাজ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই বাংলাদেশকে ঠেকাতে পারবেনা: এ এম এম বাহাউদ্দীন

অযথা কালক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা সরকারের নেই: আইন উপদেষ্টা

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের খুব কাছে অস্ট্রেলিয়া

ডিআইজিসহ পুলিশের ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক

ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে হাসিনা: মির্জা ফখরুল

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বাবার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কেজরিকে হারানো পরভেশ?

বগুড়ায় ইলেকট্রিক মোটরসাইকেল চালু করল রিভো

সৌদি আরব ও আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় - আতাউর রহমান

মুসলমানদেরকে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ কত নম্বরে?

ময়মনসিংহে ‘মাইক্লো বাংলাদেশ’র যাত্রা শুরু

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমরা ক্ষমতায় গেলে বাদলেসের দাবি পূরণ করবো-খায়রুল কবির খোকন

তিন রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক না করে ইমাম সাহেবের দাঁড়িয়ে যাওয়া প্রসঙ্গে।

মনোহরগঞ্জে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা বন্ধ ঘোষণা

লক্ষ্মীপুরে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

বই পড়ায় অনাগ্রহ বাড়ছে

চাটমোহরে ১৭ আসামি গ্রেফতার