আপনাদের জিজ্ঞাসার জবাব
২৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
প্রশ্ন: ‘রাসুল (দ.)-এর জীবনেই কী রয়েছে সর্বোত্তম আর্দশ’?
উত্তর: অন্ধকার যুগ। ধর্মহীন জীবন। কোথায় শান্তি। অশান্তির প্লাবনে সবাই হাবুডুবু খাচ্ছে।ঐতিহাসিক গণ এই সময়কে ‘অ্যাইয়ামে জাহিলি’ যুগ বলেছেন।মুক্তির প্রয়োজন। মহান আল্লাহ মুক্তির জন আর্দশ মানব হযরত রাসুল (দ)কে নির্বাচন করেন। তার সর্বত্তোম গুনটি হলো রাহমাতাল্লিল আলামিন। এরশাদ হচ্ছে,‘তোমাদের জন্য রাসুলের (দ) জীবনেই রয়েছে সর্বোত্তম আর্দশ’।উন্নত জীবনের জন্য প্রয়োজন উত্তম আর্দশ। মহান আল্লাহ তাআলা আরো এরশাদ করেন, ‘নিশ্চয়ই আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসুল (দ) হিসাবে আর্বির্ভুত হয়েছি’। তিনি নিজেই ঘোষনা দিলেন,মুহাম্মদ (দ) একজন রাসুল।তিনি ইহকাল ও পরকালের কান্ডারী। তাছাড়া রাসুল (দ) বলেন,‘আমাকে সচ্চরিত্রের পুর্ণতা সাধনের নিমিত্তেই প্রেরণ করা হয়েছে’। চারিত্রিক বৈশিষ্টের দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ মহা মানব।আর্দশের দিক দিয়ে জাতি,বর্ণ,ধর্ম,গোত্র,সম্প্রদায়,দেশ কাল সর্বক্ষেত্রে ছিলেন আর্দশের প্রতীক।
আমরা মানুষ,আল্লাহর বান্দা। তার ইবাদত বন্দেগী করি।আল্লাহর ভালোবাসা ও নৈকট লাভের একমাত্র মাধ্যম রাসুল (দ)। বিশ^ নবী (দ)ব্যতীত আল্লাহর ভালোবাসা লাভ করা সম্ভব নয়।ইরশাদ হচ্ছে,‘হে রাসুল আপনি বলে দিন,তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অসুসরন করো। তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবে’। হযরত রাসুল (দ) এর জীবর্নাদশ অনুসরন ও ভালোবাসলে রাসুল (দ) এর ভালোবাসা পাওয়া সম্ভব হবে। আমরা ব্যক্তি,পারিবারিক,সামাজিক জীবনে তাঁর আর্দশ মেনে চলার চেষ্টা অবাহৃত রাখি। মহান আল্লাহ এরশাদ করেন, ‘তোমাদের রাসুল যা নিয়ে এসেছে তা আকঁড়ে ধরো,আর যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থেকো’। আল্লাহর আদেশ ও নিষেধ দু’টোই পালন করা ফরজ।সে হিসাবে আল কোরআনের আদেশ নিষেধ,ইসলামী শরীয়তের বিধি বিধান যথাযথ ভাবে পালন করার চেষ্টা করছি।বিশ^ নবী (দ) শুধু একজন আর্দশ মহা মানবেই নয়,তিনি একজন আর্দশ শিক্ষক। রাসুল (দ) বলেন, ‘আামাকে প্রেরন করা হয়েছে মানবতার শিক্ষ হিসাবে’।তিনি লেখা পড়া জানতেন না।ছিলেন মহা জ্ঞানের অধিকারী।তার উত্তম শিক্ষা নীতির মাধ্যমে পৃথিবী থেকে অশিক্ষা,কুশিক্ষা,জুলুম,অত্যাচার, কুসংস্কার এবং সামাজিক বৈষম্য ইত্যাদি দুর হয়েছে।
হযরত রাসুল (দ) ছিলেন, দয়া ও মায়ার জীবন্ত প্রতীক। প্রতিশোধ নেয়ার ক্ষমতা ও সুযোগ থাকা সত্ত্বেও চরম শত্রুকে ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের ঐতিহাসিক ভাষনে বলেন,‘হে কুরাইশগণ!তোমরা আমার কাছে কেমন ব্যবহারের আশা করো? তারা বলল,সম্মানিত ভাই ও ভ্রতুস্পুত্রের মতো।তিনি বলেন তোমরা চলে যাও।আজ তোমরা মুক্ত’। তিনি প্রতিশোধে বিশ^াসি ছিলেন না। মানুষের বিপদ আপদ বুঝে অপুর্ব করুনা দ্বারা তা সমাধান করার চেষ্টা করতেন। ভুলে জান শত্রু ভেদাভেদ,হিংসা বিদ্বেষ। সারা বিশে^ অন্ধকার যুগকে দ্বীনের আলোয় আলোকিত করে সোনালি যুগে পরিনত করেন।নবুয়ত লাভের ২৩ বছরে সভ্যতা ও সংস্কৃতির আমুল পরিবর্তন সাধিত করেন। প্রতিষ্টা করেন, ইসলামী সভ্যতা ও সংস্কৃতি ।বিশ^ নবী(দ) এর পরশে এক দল উত্তম আর্দশ ও চরিত্র বান সৎ মানুষ তৈরী হলেন। যারা একমাত্র আল্লাহর খাটি বান্দা ও মোমেন। তারা অশান্ত ও অভিশপ্ত পৃথিবীর বুকে ন্যায়,নিরাপত্তা,শান্তি প্রতিষ্ঠায় রাসুল (দ) কে সাহায্য করেন। পরিবর্তন আসে ব্যক্তি,পরিবার,সমাজ ও রাষ্ট্রে জীবনে।এরশাদ হচ্ছে‘মুহাম্মদ হলেন, আল্লাহর রাসুল। আর তার সঙ্গে যারা রয়েছেন তারা কাফেরদের প্রতি অত্যান্ত কঠোর,কিন্ত নিজেরা পরস্পর খুবেই রহমশীল’। বিশ^ নবী (দ) এর ছোয়ায় এসে সাহাবীরা পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ মানুষে পরিনত হলেন। আল্লাহ তাআলা হলেন তাদের প্রতি সন্তুষ্ট । এরশাদ হচ্ছে,‘আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর পাকের ওপর সন্তুষ্ট’।
রাসুল (দ) সারা বিশ^বাসির কাছে রহমতের প্রতীক।করুনার সাগর। পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে,‘হে নবী! আমি আপনাকে সমগ্র বিশ^বাসির জন্য করুনার প্রতীক হিসাবে প্রেরণ করেছি’। তিনি হলেন,আল্লাহর পক্ষ থেকে করুনার প্রতীক।যেন পরশ পাথর। আল্লাহ এরশাদ করেন, ‘হে রাসুল আপনি সর্বোন্নত চারিত্রিক মাধুয্যের উপর প্রতিষ্ঠিত আছেন’। তিনি নৈতিক চরিত্র ও উত্তম আর্দশের উপর প্রতিষ্ঠিত।তিনি ছিলেন আল আমিন,আস সাদিক। আরব বাসিরা তাকে আস সাদিক উপাধি দিয়ে ভুষিত করেন। রাসুল (দ) এর নৈতিক চরিত্র বনর্না দিতে গিয়ে হযরত আয়েশা রা) বলেন,‘আাল-কোরআন ছিল তার চরিত্র’। তিনি মানুষের কাছে শুধু কোরআনের শিক্ষা দিয়ে চুপ ছিলেন না বরং নিজেকে কোরআনের জীবন্ত নমুনা হিসাবে তুলে ধরেছেন। আল কোরআনের মোজেজা কিয়ামত পর্যন্ত থাকবে।
উত্তর দিচ্ছেন: আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক, নুরুন আলা নুর কামিল মাদ্রাসা, পঞ্চগড়।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের