আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ (রহ.)

Daily Inqilab মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

১৩ মার্চ ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ১৩ মার্চ ২০২৫, ১২:৫৬ এএম

দেশের প্রখ্যাত একজন হাদিসবিশারদ ছিলেন তিনি। শারিরীক নানা রোগে ভুগছিলেন কয়েক বছর ধরে। দীর্ঘ কয়েক মাস ছিলেন শয্যাশায়ী। শুধু আখলাকই নয়, দরস-তাদরিসসহ সব ক্ষেত্রে উজ্জ্বল স্বাক্ষর রেখেছিলেন। ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেম। শত পীর-বুজুর্গের উস্তাদ, দরসে হাদিসে সমাসীন হাদিসে নববির অনন্য কিংবদন্তি; চেতনা ও বিশ্বাসে আসহাবে রাসুল (সা.) ও আকাবিরের বিশুদ্ধ আদর্শের ললিতা। হাদিসে নববির জন্য নিজেকে তিলে তিলে বিলিয়ে পরিণত হয়েছিলেন মহীরুহে। জ্ঞান-গরিমা, আচার-ব্যবহার ও আল্লাহভীতিতে ছিলেন স্বীয় উস্তাদ ও মুরশিদ শাইখুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানি (রহ.)-এর প্রতিচ্ছবি। ২০১৩ সালের ১৫ জুলাই সোমবার সন্ধ্যা ছ’টা পঁয়তাল্লিশে তিনি চলে যান না ফেরার দেশে। তার মৃত্যুতে দেশের ওলামায়ে কেরামসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে নেমে আসে শোকের ছায়া।

পৃথিবীর বুকে : তিনি ১ আষাঢ় ১৩৪০ সালে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার গোপালপুরের সম্ভ্রান্ত ‘কাজী’ পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের পর তার নাম রাখা নিয়ে হয় মতপার্থক্য; বাবা-মা রাখেন ‘মুতাসিম বিল্লাহ’, দাদি-নানি রাখেন ‘বাহার’, নানা রাখেন ‘বাহরুল উলুম’। এরপর প্রথম উস্তাদ মাওলানা তাজাম্মুল আলি (রহ.) রাখেন ‘কাজী মুতাসিম বিল্লাহ বাহার’। তবে সবার মাঝে তিনি ‘কাজী সাহেব’ নামেই পরিচিত ছিলেন। ‘কাজী’ উপাধি পারিবারিকভাবেই ছিল স্বীকৃত। পরদাদা, বাপ-দাদা সবাই কাজীর দায়িত্ব পালন করেছেন শুরু থেকেই। জ্ঞান-বিজ্ঞান, সাহিত্যচর্চা, আতিথ্য ও সমাজসেবা এ বংশে আগে থেকেই ছিল বিদ্যমান। বাবা মাওলানা কাজী সাখাওয়াত হুসাইন (রহ.) ছিলেন বিচক্ষণ আলেম ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। দাদা মাওলানা কাজী আবদুল ওয়াহেদ ও পরদাদা কাজী রওশন আলি (রহ.) ছিলেন প্রখ্যাত পীর। নানা গোপালপুরের পীর বংশের মাওলানা মাকবুলুল হক সিদ্দিকি ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দ ও কংগ্রেসের একনিষ্ঠ সমর্থক। ‘কাজী মুতাসিম বিল্লাহ’ বাবা মায়ের এ অভিজাত পরিবারে বেড়ে ওঠেন।

শিক্ষাদীক্ষা : পারিবারিক ঐতিহ্যানুযায়ী বাবা-মায়ের কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। গাঁয়ের স্কুলে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ে চলে আসেন নানাবাড়ি। প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণি পড়ে যশোরের লাউড়ি আলিয়ায় ভর্তি হন। সেখানেই ফাজিল শেষ করেন। ১৯৫৩ সালের রমজানের পর তিনি ভারতের দারুল উলুম দেওবন্দে ‘ফুনুনাত ও মাওকুফ আলাইহি’ বিভাগে ভর্তি হন। এরপর ১৯৫৬ সালে দাওরায়ে হাদিসে ভর্তি হন। ১৯৫৭ সালে দেওবন্দ থেকে ফারেগ হয়ে তিনি মাদানি (রহ.)-এর হাতে বাইয়াত হন। সে বছরের ৫ ডিসেম্বর মাদানি (রহ.)-এর ইন্তিকালে দেশে ফিরে আসেন। উস্তাদ তাজাম্মুল আলি (রহ.)-এর কাছে বাইয়াত হয়ে তাসাউফের উচ্চমার্গে উপনীত হন। তারপর তিনি তাকে খেলাফতদানে অনুমতি প্রদান করেন।

বৈবাহিক জীবন : ১২ জুন ১৯৫৯ সালে শুরু হয় তার জীবনের আরেক ধাপ। মাগুড়া জেলার কলেজপাড়ার শাহ সুফি হাজি আবদুল হামিদ (রহ.)-এর কন্যাকে বিয়ে করেন তিনি। পারিবারিক জীবনে তিনি চার ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

রাজনীতির মাঠে : ছাত্রজীবনে কখনও তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তবে বাবা, দাদা ও নানা জমিয়ত ও কংগ্রেসের সক্রীয় কর্মী ছিলেন। তাই তিনিও কর্মজীবনের শুরুতেই জমিয়তের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৬৬ সালে তিনি অল পাকিস্তান জমিয়তের কেন্দ্রীয় এবং গঠনতন্ত্র প্রনয়ণের সাব কমিটির সদস্য হন।

অধ্যাপনা : আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ (রহ.) ছিলেন এক বর্ণাঢ্যময় কর্মজীবনের অধিকারী। কর্মক্ষেত্রের প্রতিটি স্তরে ঐতিহ্যের ছাপ রেখেছেন অত্যন্ত সুনাম ও মর্যাদার সঙ্গে। শিক্ষকতা ঘিরেই তার কর্মজীবন উজ্জ্বল হয়ে উঠেছিল; তাকে করেছিল মহিমান্বিত। ১৯৫৭ সালে দেওবন্দ থেকে ফিরে এসে তিনি ছেলেবেলার সেই আলিয়ার অধ্যাপনায় যোগ দেন। ১৯৫৯ সালে বড়কাটারা মাদরাসায় মুহাদ্দিস ও ১৯৬২ সালে জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৬৬ সালের শেষের দিকে মোমেনশাহীর কাতলাসেন আলিয়ায় প্রধান মুহাদ্দিস ও ১৯৬৯ সালে জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি সেখানে দীর্ঘ আট বছর মুহতামিম ও শাইখুল হাদিস ছিলেন। এরপর ১৯৭৭ সালে পুনরায় মোমেনশাহীর কাতলাসেনের আলিয়ায় যোগ দেন। ১৯৭৯-৮০ সালের মাঝের এক বছর তিনি মিরপুরের জামিয়া হোসাইনিয়া আরজাবাদে মুদাররিস হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে জামিয়া শারইয়্যাহ মালিবাগে মুহতামিম পদে নিযুক্ত হন। ১৯৯২ সালের শুরুর দিকে তিনি যশোরের দড়াটানা মাদরাসায় মুহতামিম ও শাইখুল হাদিস পদে যোগ দেন। ১৯৯৪ সালে তাঁতিবাজারের জামিয়া ইসলামিয়ায় মুহতামিম ও শাইখুল হাদিস পদে যোগ দেন। ১৯৯৭ সালে পুনরায় মালিবাগ জামিয়ায় মুহতামিম ও শাইখুল হাদিস পদে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করেন। এ ছাড়াও ১৯৮০ সালে যখন জামিয়া মালিবাগে মুহতামিম ছিলেন, তখনকার কোনো এক সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসোসিয়েট প্রফেসর (খ-কালীন শিক্ষক) পদে যোগ দেন। নিয়োগ ছিল ছ’মাসের; কিন্তু তাকে থাকতে হয়েছিল দেড় বছর। এরপর তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইস্তফা দিয়ে চলে আসেন।

সাহিত্য-সাধনা : আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ (রহ.) ছিলেন বাংলাদেশের সুসাহিত্যিকদের একজন। তার রচনা প্রাচীন বাংলা সাহিত্যের অপূর্ব রসবোধে সিক্ত। নজরুল-রবীন্দ্রের শতো শতো কবিতার পঙ্ক্তি ছিল তার ঠোঁটস্থ। সাহিত্যমানে তার রচনা বঙ্কিম-শীর্ষেন্দুর মতো। বাংলা ভাষায় তার রয়েছে একাধিক মৌলিক ও অনুবাদ গ্রন্থ। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অসংখ্য তাফসির, হাদিস ও ধর্মীয় গ্রন্থের নিখুঁত সম্পাদনা করেছেন তিনি। ফাউন্ডেশন থেকে প্রকাশিত আল-কুরআনুল কারিম ও কুতুবুস সিত্তা গ্রন্থাবলির টিকা-অনুবাদ এবং বিশ্বকোষের সম্পাদনা পরিষদের অন্যতম সদস্য ছিলেন। বাংলার পাশাপাশি তিনি ছিলেন উর্দু ভাষারও একজন সুসাহিত্যিক। দেওবন্দে পড়াকালে শেষ বছরের বার্ষিক প্রতিযোগিতায় ‘মওজুদাহ আলমি কশমকশ আওর উসকা হল’ নামে একটি গবেষণামূলক প্রবন্ধ পাঠ করেন তিনি। (চলবে)

লেখক : আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক, গবেষক, প্রাবন্ধিক ও গণমাধ্যমকর্মী


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার নেপথ্যকথা
আল্লামা কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.)-এর জীবন ও কর্ম
দানে বাড়ে ধন
রাসূলুল্লাহ (সা:)-এর আখলাক
বর্তমানে কত টাকা হলে যাকাত দিতে হবে
আরও
X

আরও পড়ুন

পাবনায় চররে জমি দখল নিয়ে সংর্ঘষে গুলবিদ্ধি ৫

পাবনায় চররে জমি দখল নিয়ে সংর্ঘষে গুলবিদ্ধি ৫

আইএমএফের ঋণের কিস্তি নিয়ে আশাবাদী বাংলাদেশ

আইএমএফের ঋণের কিস্তি নিয়ে আশাবাদী বাংলাদেশ

মার্কিন উচ্চশিক্ষার চরম পতন

মার্কিন উচ্চশিক্ষার চরম পতন

পরিশুদ্ধ-পরিবর্তিত বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে-সাহাদাত হোসেন সেলিম

পরিশুদ্ধ-পরিবর্তিত বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে-সাহাদাত হোসেন সেলিম

গাজায় ইহুদী হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ

গাজায় ইহুদী হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ

জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ

জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ

রাজনৈতিক দল গঠন এখন ছেলেখেলা!

রাজনৈতিক দল গঠন এখন ছেলেখেলা!

সাভারে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভারে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ

নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ

কোরআনবিরোধী নারী সংস্কার প্রস্তাবনা দেশের জন্য হুমকি স্বরূপ

কোরআনবিরোধী নারী সংস্কার প্রস্তাবনা দেশের জন্য হুমকি স্বরূপ

পাকিস্তান-ভারতকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে বলল জাতিসংঘ

পাকিস্তান-ভারতকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে বলল জাতিসংঘ

‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

নারী কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে

নারী কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে

তারেক রহমান ‘নিয়তির সন্তান’

তারেক রহমান ‘নিয়তির সন্তান’

অতিদারিদ্র্য বৃদ্ধির শঙ্কা

অতিদারিদ্র্য বৃদ্ধির শঙ্কা

২৪ ঘন্টায় গ্রেফতার ১০৭২ আ’লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেফতার

২৪ ঘন্টায় গ্রেফতার ১০৭২ আ’লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেফতার

পারভেজ হত্যা মামলায় প্রধান আসামি মেহেরাজ রিমান্ডে

পারভেজ হত্যা মামলায় প্রধান আসামি মেহেরাজ রিমান্ডে

আ.লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সন্তোষ কুমার রিমান্ডে

আ.লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সন্তোষ কুমার রিমান্ডে

চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ মহিলার মৃত্যু

চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ মহিলার মৃত্যু

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি রিকশা বন্ধের দাবি মোটরসাইকেল চালকদের

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি রিকশা বন্ধের দাবি মোটরসাইকেল চালকদের