পাক-ভারত লড়াই: কার পক্ষে যাব আমি?
০৯ মে ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ০৯ মে ২০২৫, ১২:০৪ এএম

এক.
পাক-ভারত যুদ্ধ শুরুর পর থেকেই যারা অনলাইনে “যুদ্ধ চাই না, শান্তি চাই” মিছিল তুলেছেন, তারা কি জানেন, এই যুদ্ধ কে বাধিয়েছে? কেন বাধিয়েছে?
এন্ডিয়া-দখলকৃত কাশ্মীরে তথাকথিত জঙ্গি হামলা হলো। তাদের ভাষ্যমতে, পাকিস্তানের কতিপয় জঙ্গি আর্মির দ্বারা নিয়ন্ত্রিত ওই এলাকায় ঢুকে আক্রমণ করে, নিরাপদে বেড়া পার করে পাকিস্তানে ফিরে গেল। গোয়েন্দারা কিছু জানল না, আর্মিও আসল না, অপরাধীকেও ধরা গেল না। এতটা দুর্বল স্ক্রিপ্ট শুধু বলিউড মুভিতে থাকে। সাথে সাথে পর্যাপ্ত প্রমাণ ছাড়াই মোডি সরকার পাকিস্তানের ওপর অভিযোগ করল এবং শুরু হলো যুদ্ধের হৈ-হুল্লোড়।
এই নাটক আগেও দেখা গেছে। যখনই ইন্ডিয়ায় স্থানীয় বা জাতীয় নির্বাচন সামনে থাকে, মোডি ও তার গোদি মিডিয়া হিন্দুত্ববাদিদেরকে ‘মুসলমানদের ভয়’ দেখিয়ে বি-জে-পিকে ক্ষমতায় রাখার আবশ্যকতা প্রমাণ করতে মরিয়া হয়ে যায়। নাৎসি জার্মানিতে হিটলারও এই কৌশল প্রয়োগ করে বহুত ফায়দা পেয়েছে। চলতি বছর ইন্ডিয়ায় রাজ্যসভা ও বিহার রাজ্যের বিধানসভার নির্বাচন। তাই মোডির জন্য নিজেকে ‘রামায়নের হনুমান’ প্রমাণ করা এখন জরুরি। এই কৌশলে সে এতদিন ধরে টিকে আছে।
কাশ্মীরে নিরপরাধ ট্যুরিস্টদের মৃত্যুকে আমি সমর্থন করছি না। এটি নিন্দনীয়। কিন্তু বছরের পর বছর স্থানীয় মুসলমান জনগোষ্ঠীর সাথে ইন্ডিয়ার আর্মি যে বর্বরতা করছে, তা কি নিন্দনীয় নয়? কুর্তা-পাজামা পরে গুলি ছুড়লে সেটি জ*গি হামলা, আর ইউনিফর্ম পরে গুলি ছুড়লে সেটি সঠিক? এই ছাগলামি থেকে বেরুবেন কখন?
দুই.
চলমান যুদ্ধে কে কার কয়টি বিমান ধ্বসাল, এরচেয়ে বহু জরুরি বিষয় হচ্ছে, এই তথাকথিত যুদ্ধের পেছনের দর্শন। পাকিস্তানে হামলা করে এই যুদ্ধ শুরু করেছে ইন্ডিয়া। যদি একটিবার তাদের ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় চোখ দেন, দেখবেন ওরা এটিকে ‘মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের যুদ্ধ’ বানিয়ে প্রচার করছে। বিজেপি চেয়েছিল, যেন পুরো বিষয়টিতে হিন্দুত্ববাদি ফ্লেভার যুক্ত করা যায়। কারণ তাদের পুরো রাজনীতি দাঁড়িয়ে আছে মুসলিম-বিদ্বেষের বয়ানের ওপর। হিন্দুত্ববাদিরা শুধু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চাইছে তা নয়; ওরা গাজায় ইজরায়েলি আগ্রাসনে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে। তারপরও বলবেন, এটি কেবল সন্ত্রাস দমন? এখানে তাদের ধর্মীয় আক্রোশ নেই? এই সহজ সত্য কখন বুঝবেন যে, ওরা ধর্মীয় কারণে আপনাকে শত্রু মনে করে?
তিন.
হিন্দুত্ববাদিদের ইসলাম-বিদ্বেষের মতো বাংলাদেশের পতিত স্বৈরাচারের চ্যালাচামুণ্ডাদের মধ্যেও অন্ধ এন্ডিয়া-প্রেম ও অন্ধ পাকিস্তান-বিদ্বেষ দেখা যায়। এর সিম্পল কারণ হচ্ছে, তাদের রাজনীতি দাদাদের দয়ার দান। তারা যার নুন খায়, তার গুণ গায়।
তবে এর একটি গভীর কারণ হচ্ছে, ইতিহাসের বিকৃত পাঠ। আমাদেরকে শেখানো হয়েছে, ১৯৭১ আমাদের স্বাধীনতা, আর ১৯৪৭ ছিল সেপারেশন। হিন্দুত্ববাদিরা '৪৭-কে মানতে পারেনি। কারণ ভারতমাতার বিভাজন তাদের জন্য অসহ্য। তাই '৪৭-কে ওরা সেপারেশন বলে। আমরাও তাদের বুলি বলি। অথচ একবার নিজেকে মুসলমান হিসেবে চিন্তা করে দেখুন, '৭১ যেমন স্বাধীনতা, '৪৭ এরচেয়ে বড় ‘স্বাধীনতা’। '৪৭ না হলে আজ আমি চরম হীনমন্যতায় ভোগা মুসলমান হয়ে ইন্ডিয়ার এক কোণায় পড়ে রইতাম। স্বাধীন হতাম না।
দুঃখজনক বিষয় হচ্ছে, বাংলাদেশের একটি দল—সেক্যু বা ইসলামী—কেউই '৪৭-কে ধারণ করেনি। নামধারী ইসলামী দলও আজ ইন্ডিয়ার দয়া চায়। তাই পাকিস্তানে মসজিদের ওপর অবৈধ হামলার নিন্দা তারা জানাতে পারেনি।
ভারত সর্বদা বাংলাদেশের ওপর আধিপত্য বজায় রেখেছে। ওপারের হিন্দুত্ববাদিরা ভয়ংকর বাংলাদেশ-বিদ্বেষী। পারলে আজই দখল করে নেয়! এটি শুধু মলম-বিক্রেতা ময়ূখের আকাঙ্ক্ষা নয়; এটি মোডি ও পুরো হিন্দুত্ববাদের আকাঙ্ক্ষা। তাই তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে হলে নিজের অবস্থানকে পরিষ্কার করুন।
নিজের মুসলিম সত্তাকে কবুল করুন, '৪৭-কে ধারণ করুন, ভিক্ষার রাজনীতি পরিত্যাগ করুন এবং অপর মুসলমানের পক্ষে কথা বলতে শিখুন। ওরা বিনাবাক্যে হিন্দুত্ববাদের জন্য দাঁড়াতে পারলে, আপনাকে সেক্যুলার সাজতে হবে কেন? যখন ওরা দলবেঁধে আপনাকে আঘাত করবে, তখনও কি সুশীল সেজে সেটিকে সন্ত্রাস দমন বলবেন?
আমি কোনো রাষ্ট্র বা আর্মির ভক্ত নই। কিন্তু প্রশ্ন যদি আসে হিন্দুত্ববাদি আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াবার, তাহলে আমি পাকিস্তানকে সমর্থন করি।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন

অবাধে চলছে রেনু পোনা শিকার, ধ্বংস হচ্ছে নদীর জীব বৈচিত্র্য

তেহরানের আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরানে হামলা: ট্রাম্পের সহযোগী বলল ‘খেলা শুরু’

পটুয়াখালীর গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ, বিএনপি অফিস ভাংচুর

মধ্যরাতে ইরানে ইসরায়েলের হামলা, উত্তেজনা তুঙ্গে

উইম্বলডনের প্রাইজমানি বাড়ল ৭ শতাংশ

ঈশ্বরগঞ্জে বিএনপির কর্মী সম্মেলনে মানুষের ঢল

যশোর রেলস্টেশনে ভারতীয় কসমেটিকসহ আটক ৩

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যা

বন্ধ করে দেয়া হয়েছে ছাগলনাইয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ

রোমাঞ্চকর শেষের অপেক্ষায় লর্ডসের ফাইনাল

টিউলিপ সিদ্দিকীর কূটচাল: বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু

রাজনগরে পাউবোর জমি দখল নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

গণতন্ত্রে উত্তরণের পদ্ধতি হচ্ছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন -ওয়ারেস আলী মামুন

গ্রাম পুলিশের দফাদারের অতিষ্ঠে মুরাদনগরে মানববন্ধন

খুলনায় পঁচা ও মরা গরুর গোশত বিক্রির দায়ে আটক ২

বিবেকহীন বিচারপতিরা যতদিন থাকবে মানুষ ন্যায়বিচার পাবে না -এটিএম আজহারুল ইসলাম

গফরগাঁওয়ে গরমে জনজীবনে দুর্ভোগ

সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় বিএনপি নেতা টুকু