সাকিব-তামিমদের সঙ্গ ‘ছাড়লেন’ সিডন্স
০২ মে ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ০৩ মে ২০২৩, ১২:০০ এএম
গত আগস্টের পর থেকেই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে জেমি সিডন্সের ভ‚মিকা ছিল অনেকটা ‘এই আছি, এই নেই’। কোনো কোনো সিরিজে তাকে কাজে লাগিয়েছে বিসিবি, কোনোটিতে নয়। এবার সিডন্স নিজেই জানিয়ে দিলেন, জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না। আপাতত তরুণ ব্যাটসম্যানদের গড়ে তোলার কাজে মন দিতে চান এই অস্ট্রেলিয়ান।
আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় দল দুই ভাগে ইংল্যান্ডে গেলেও দলের সঙ্গে যাননি সিডন্স। সামাজিক মাধ্যমে গতপরশু রাতে তিনি জানান, এখন থেকে শুধু জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই কাজ করবেন তিনি, ‘জাতীয় দলের সঙ্গে আমি আর কাজ করব না, কারণ আমার মনে হয় বিসিবিকে আমি সেরাটা দিতে পারি পরবর্তী প্রজন্মের সঙ্গে কাজ করে, যেন জাতীয় দলের পাশেপাশে থাকা ক্রিকেটারদের দেখভাল ভালোভাবে করা এবং দেশের জন্য পরবর্তী সুযোগটা কাজে লাগানোর জন্য তাদের প্রতিটি দিন উন্নতি করা নিশ্চিত করা যায়। তরুণ ক্রিকেটারদের স্কিল নিয়ে কোচিং করানো আমি ভালোবাসি এবং বিসিবিও এটা চায়, এজন্যই এটা সম্ভব করতে পেরেছি। জাতীয় দলে কাজ করলে খ্যাতি বেশি এবং সেটিও আমি পছন্দ করি, কিন্তু স্কিল গড়ে তোলা, উন্নতি এবং অনুশীলন হয় নেটে এবং মিরপুরের নেটে প্রচÐ গরমে ঘাম ঝরিয়ে। ‘এ’ দল ও টাইগার্সের হয়ে ভবিষ্যতের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি।’
২০২১ সালের ডিসেম্বরে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, সাবেক প্রধান কোচ সিডন্সকে নিয়োগ দেওয়া হয়েছে বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে। নতুন ভ‚মিকায় গত বছরের ফেব্রæয়ারিতে বাংলাদেশে আসেন তিনি। বিসিবির ব্যাটিং পরামর্শক হলেও তখন তার দায়িত্ব পড়ে শুধু জাতীয় দল নিয়েই। অ্যাশওয়েল প্রিন্স চলে যাওয়ায় জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেই কাজ করছিলেন তিনি। গত আগস্টে বিসিবি সভাপতি জানান, এখন থেকে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের নিয়েই বেশি কাজ করবেন সিডন্স। এরপর থেকে সেটিই বেশি হয়ে আসছিল। তবে এর ফাঁকে জাতীয় দলের সঙ্গেও নিয়মিত কাজ করছিলেন তিনি। এবার জাতীয় দলে তার সেই অধ্যায়ের সমাপ্তি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানালেন, জাতীয় দলের জন্য আপাতত আলাদা করে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনা তাদের নেই, ‘জেমির নিয়োগ কিন্তু ছিল বাংলাদেশ ক্রিকেট বোডের ব্যাটিং পরামর্শক হিসেবে। সুনির্দিষ্ট করে জাতীয় দল ছিল না। প্রাথমিকভাবে তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তার বরাবরই আগ্রহ ছিল তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করার। এজন্যই তাকে ‘এ’ দল ও টাইগার্সে কাজে লাগানো হয়েছে। সামনে আমাদের এসবের টানা প্রোগ্রাম আছে। জেমি সেখানে কাজ করবে। এই মুহূর্তে জাতীয় দলের জন্য নতুন কাউকে দীর্ঘমেয়াদী (ব্যাটিং কোচ) নেওয়ার চিন্তা আমাদের নেই। জাতীয় দলের ম্যানেজমেন্টে যারা আছেন, তারাই চালিয়ে নেবেন। টিম ম্যানেজমেন্ট থেকেও এরকম কোনো চাহিদার কথা আমাদের জানানো হয়নি।’
দীর্ঘমেয়াদী কোচ না হলেও বিভিন্ন সিরিজ বা ক্যাম্পে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ আনার সম্ভাবনা উড়িয়ে দিলেন না প্রধান নির্বাহী, ‘যদি দল থেকে চাওয়া হয় বা প্রয়োজন পড়ে, সুনির্দিষ্ট কোনো সময়ের জন্য আমরা বিশেষজ্ঞ কোচ বা পরামর্শক আনতে পারি। তবে এই মুহূর্তে দল থেকে কোনো ব্যাটিং কোচের চাহিদার কথা আমাদের বলা হয়নি।’ প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহেই তাহলে ব্যাটিং দেখভাল করবেন কি-না, এই প্রশ্নে প্রধান নির্বাহীর উত্তর, ‘হয়তো বা সে-ই করবে... সে তো ব্যাটিংয়েই বেশি বিশেষজ্ঞ।’
সামনেই বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ আছে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সঙ্গে। ১৬ মে থেকে সিলেটে হবে দুই দলের তিনটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ। এখন থেকে এই পাইপলাইন নিয়েই কাজ করে যাবেন সিডন্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভিএআরে প্রতিবাদ করে নটিংহ্যামকে গুনতে হল প্রায় ১২ কোটি টাকা!
চৌদ্দগ্রামে ওভারটেক করার সময় দুই মোটর সাইকেল আরোহী নিহত, আহত ১
সেপ্টেম্বর ২০২৪-এ ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের ২,০০০ কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি
ময়মনসিংহে ঐতিহ্যবাহী জিলা স্কুলের খেলার মাঠ দখল করে ভবন নির্মাণে প্রতিবাদ সভা
শান্তিতে নোবেল পাওয়া জাপানি সংগঠনকে অভিনন্দন ড. ইউনূসের
সবজি বাজারের সিন্ডিকেট এখনো বহাল কিভাবে?
সন্ত্রাস ও দুর্নীতিবাজদের দ্বারা কোনভাবেই বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয় - ইসলামী আন্দোলন বাংলাদেশ
যশোরে নারীকে কুপিয়ে হত্যা করল প্রাক্তন স্বামী
স্বৈরাচার হাসিনা হিটলারেরর চেয়ে জঘন্যতম কাজ করছে
পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন জঘন্য অপরাধ, কথিত শিল্পীদের শাস্তির দাবি ইসলামী দলের
ফের হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন নায়াব সাইনিই!
শেখ হাসিনা ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন : মাওলানা মামুনুল হক
৫৮ জন জেলেকে মিয়ানমার থেকে ফেরত আনলো কোস্টগার্ড
আরব সাগরে হেলিকপ্টার দুর্ঘটনা, এক মাস পর উদ্ধার পাইলটের দেহ
গত ১৫ বছর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন করেছে আওয়ামী লীগ - নুরুল আমিন ভূঁইয়া বাদশা
যুদ্ধবিরতির জন্য জাতিসংঘকে আহ্বান জানাবে লেবানন
সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি -মাওলানা উবায়দুল্লাহ ফারুক
অসাম্প্রদায়িক মনোভাব চাই
পূজা সংক্রান্ত বড় কোন দুর্ঘটনা নেই, বিচ্ছিন্ন কিছু ঘটনায় মামলা ও গ্রেফতার ১৭
‘হালোয়াখোর’দের পরিণতি ভালো হয় না