সুখস্মৃতি নিয়ে ঢাকায় মুস্তাফিজ
০৩ মে ২০২৪, ১২:২১ এএম | আপডেট: ০৩ মে ২০২৪, ১২:২১ এএম
জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত প্রথম তিন ম্যাচের স্কোয়াডে নেই মুস্তাফিজুর রহমান। কিন্তু তারপরও এই সিরিজের জন্য দেশে ফিরতে হচ্ছে তাকে। অনাপত্তিপত্রের মেয়াদ শেষে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পা রেখেছেন কাটার মাস্টার। এমনটাই জানিয়েছেন বিসিবির লজিস্টিক বিভাগের সজিব আহমেদ।
মূলত টানা খেলার ধকল কাটিয়ে উঠতে মুস্তাফিজকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রাথমিকভাবে ৩০ এপ্রিল পর্যন্ত তাকে অনাপত্তি দিয়েছিল বিসিবি। কিন্তু ঠিক তার পরদিন অর্থাৎ ১ মে ম্যাচ থাকায় এক দিনের ছুটি বাড়ানোর অনুরোধ করা হয় চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে। ক্রিকেট বোর্ড সাড়া দিলে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলার সুযোগ পান তিনি। তবে নিজের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে আগের দিন প্রথমবারের মতো এবারের আইপিএলে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন তিনি। ৪ ওভারে একটি মেইডেন সহ দিয়েছেন ২২ রান। এরমধ্যে ডট বল ছিল ১৪টি। তবে ৫টি ওয়াইড বল দেওয়ায় খরচটা বেড়ে যায় তার।
সবমিলিয়ে ৯ ম্যাচে ওভারপ্রতি ৯.২৬ করে রান দিয়ে ১৪ উইকেট নিয়ে জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেলের সঙ্গে যৌথভাবে এখনও আসরের সর্বোচ্চ উইকেটশিকারি মুস্তাফিজ। শেষ ম্যাচে একটি উইকেট পেলেও ‘পার্পল ক্যাপ’ মাথায় নিয়ে দেশে ফিরতে পারতেন এই বাংলাদেশি পেসার। নিজের সাত আসরে এর আগে একবারই এরচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন তিনি। ২০১৬ সালে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৭টি উইকেট। সেবার শিরোপা স্বাদও পেয়েছিলেন তিনি। এরপর ২০২১ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে পান ১৪ উইকেট।
এবারের আসরের শুরুটা দুর্দান্ত দক্ষতায় শুরু করেছিলেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন কাটার মাস্টার। শেষ ম্যাচের আগ পর্যন্ত প্রতি ম্যাচেই অন্তত একটি উইকেট পেয়েছেন তিনি। ১০ ম্যাচে ৫টি করে জয় ও হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে তার দল চেন্নাই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের