ঢাকা   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১

রান তাড়ার রেকর্ড গড়ে সিরিজ বাংলাদেশের

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

৩০ নভেম্বর ২০২৪, ০৫:২১ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম

ছবি: বিসিবি/ফেসবুক

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডেতে ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছের নিগার সুলাতানারা। সফরকারীদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত করেছে স্বাগতিক দলটি।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার আয়ারল্যান্ড মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১৯৪ রানের লক্ষ্য ৩৭ বল হাতে রেখে পূরণ করে দলটি।

ঘরের মাঠে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। গত বছর পাকিস্তানের বিপক্ষে ১৬৭ রানের লক্ষ্যে ২৬ বল আগে জিতেছিল নিগারের দল। এছাড়া সব মিলিয়ে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় আছে আর দুটি।

প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি উইমেন'স চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ৪ পয়েন্ট পেয়ে গেছে তারা।

বাংলাদেশের আরেকটি রেকর্ডগড়া জয়ে প্রথম ম্যাচের মতো রয়েসয়ে খেলে টানা দ্বিতীয় ফিফটি করেন ফারজানা হক। এছাড়া চল্লিশছোঁয়া ইনিংস খেলেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার।

টসে জিতে ব্যাটে নামা আয়ারল্যান্ডের শুরুটা ভালো হয়নি। চতুর্থ ওভারে সুলতানা খাতুনের বলে মিড উইকেটে ক্যাচ দেন গ্যাবি লুইস। পাওয়ার প্লে শেষ হওয়ার পর আক্রমণে এসে প্রথম বলেই আরেক ওপেনার সারাহ ফোর্বসকে এলবিডব্লিউ করেন নাহিদা আক্তার। সফরকারীদের সংগ্রহ তখন ৩৫ রান।

তৃতীয় উইকেটে সবচেয়ে বড় জুটির দেখা পায় সফরকারীরা। শুরুর ধাক্কা সামাল দেন এমি হান্টার ও ওর্লা প্রেন্ডারগাস্ট। তবে রানের গতি বাড়াতে পারেননি। ৯১ রান করতে দুজন মিলে খেলেন ১৪৪ বল।

২৯তম ওভারে একশ পূর্ণ হয় আইরিশদের। ৫ চারে ৬৬ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করেন হান্টার। ৩৫তম ওভারে রান আউটে ভাঙে তাদের জুটি। ২ চারে ৩৭ রান করতে ৭২ বল খেলেন প্রেন্ডারগাস্ট।

একই ওভারে স্বর্ণার লেগ স্পিনে এলবিডব্লিউ হন ৮ চারে ৮৮ বলে ৬৮ রান করা হান্টার। পরে দলকে এগিয়ে নেন লরা ডেলানি।

সুলতানার দ্বিতীয় শিকার শিকার হন লিয়া পল। ষষ্ঠ উইকেটে উনা রেমন্ড-হোয়িকে নিয়ে ৩৪ বলে ৩৭ রান যোগ করেন ডেলানি।

ইনিংসের শেষ ওভারে ওয়াইড লং অন থেকে রাবেয়ার সরাসরি থ্রোয়ে রান আউট হন ৫০ বলে ৩৩ রান করা ডেলানি। ১৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন রেমন্ড-হোয়ি। আয়ারল্যান্ড পায় বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুলতানা।

রান তাড়ায় শুরুতে মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। তবে দলকে চাপে পড়তে দেননি আগের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান ফারজানা ও শারমিন। দুজন মিলে গড়ে তোলেন ৮৫ রানের জুটি।

টানা দ্বিতীয় ফিফটি করতে ৮৮ বল খেলেন ফারজানা। এরপর আর এগোতে পারেননি তিনি। ডেলানির ফুল টসে সুইপ করার চেষ্টায় শর্ট মিড উইকেটে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটার।

এক ওভার পর ড্রেসিংরুমে ফেরেন শারমিন। ৪টি চারে ৬৩ বলে করেন ৪৩ রান। সোবহানা মোস্তারি বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ বলে তিনি করেন ১৬ রান।

এরপর স্বর্ণাকে নিয়ে জুটি গড়েন নিগার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন তারা। মাত্র ৪০ বলে ৫৩ রান যোগ করেন দুজন।

ডেলানির বলে লং অফ দিয়ে বাউন্ডারির পর ওয়াইড লং অন দিয়ে ছক্কা মারেন নিগার। তবে তিনিও পঞ্চাশ করতে পারেননি। জয় থেকে ১২ রান আগে ফেরেন ৩৯ বলে ৪০ রান করে। ৪টি চারের সঙ্গে মারেন একটি ছক্কা। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

এমি ম্যাগুয়েইরের বলে ছক্কা মেরে ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একাধিক ছক্কা মারা দ্বিতীয় ব্যাটার হয়ে যান স্বর্ণা। পরে ফাহিমাকে নিয়ে অনায়াসেই বাকি কাজ সারেন তরুণ অলরাউন্ডার। ২৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি।

একই মাঠে সিরিজের শেষ ম্যাচ সোমবার।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দলে গ্রেভস ও জঙ্গু
নাহিদের ক্যারিয়ার সেরা বোলিং: জ্যামাইকায় চালকের আসনে বাংলাদেশ
রানার বোলিং তোপে ১৮ রানের লিড, সাদমান-মিরাজে শক্ত অবস্থানে টাইগাররা
বিগ ব্যাশে খেলবেন না রিশাদ
ফুটবল মাঠে সংঘর্ষ, ৫৬ জন নিহত
আরও

আরও পড়ুন

কোটালীপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা

কোটালীপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফের উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, অধিবেশন মুলতবি

ফের উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, অধিবেশন মুলতবি

কুরস্কে ইউক্রেনের সৈন্যদের কঠিন সংগ্রাম এবং ট্রাম্পের জন্য অপেক্ষা!

কুরস্কে ইউক্রেনের সৈন্যদের কঠিন সংগ্রাম এবং ট্রাম্পের জন্য অপেক্ষা!

আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল ও খাবার মিলবে না

ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল ও খাবার মিলবে না

কক্সবাজারে গোয়েন্দা অভিযানে ২ অস্ত্রধারী আটক

কক্সবাজারে গোয়েন্দা অভিযানে ২ অস্ত্রধারী আটক

খোশরোজ কিতাব মহলের মালিক মহীউদ্দীন আহমদ আর নেই

খোশরোজ কিতাব মহলের মালিক মহীউদ্দীন আহমদ আর নেই

চীনের ‘ঝুহাই এয়ারশো ২০২৪’,ভবিষ্যৎ বিমান শক্তির এক ঝলক

চীনের ‘ঝুহাই এয়ারশো ২০২৪’,ভবিষ্যৎ বিমান শক্তির এক ঝলক

ভারত নিজেকে মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়-দাদা : কবীর সুমন

ভারত নিজেকে মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়-দাদা : কবীর সুমন

‘ভারত বয়কট হোক’

‘ভারত বয়কট হোক’

ইসরায়েলকে ‘গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণা করলো মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়ন

ইসরায়েলকে ‘গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণা করলো মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়ন

সকালে ঝলমলে রোদ,সন্ধ্যা নামতেই শীতে কাঁপছে পঞ্চগড়

সকালে ঝলমলে রোদ,সন্ধ্যা নামতেই শীতে কাঁপছে পঞ্চগড়

বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি

বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি

আজ ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস

আজ ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস

সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির, ভারতকে নিয়ে বার্তা হাসনাতের

সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির, ভারতকে নিয়ে বার্তা হাসনাতের

আসছে নতুন টাকা, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি

আসছে নতুন টাকা, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি

রায়গঞ্জে ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসকে বরণ করে নিলেন সাধারণ মানুষ

রায়গঞ্জে ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসকে বরণ করে নিলেন সাধারণ মানুষ

চাঁদপুরে দুই কোটি টাকার ব্রিজে উঠতে লাগে মই দিয়ে

চাঁদপুরে দুই কোটি টাকার ব্রিজে উঠতে লাগে মই দিয়ে

ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

খুনি হাসিনা সরকারের অর্থপাচারের তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে’

খুনি হাসিনা সরকারের অর্থপাচারের তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে’