রান তাড়ার রেকর্ড গড়ে সিরিজ বাংলাদেশের
৩০ নভেম্বর ২০২৪, ০৫:২১ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডেতে ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছের নিগার সুলাতানারা। সফরকারীদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত করেছে স্বাগতিক দলটি।
মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার আয়ারল্যান্ড মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১৯৪ রানের লক্ষ্য ৩৭ বল হাতে রেখে পূরণ করে দলটি।
ঘরের মাঠে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। গত বছর পাকিস্তানের বিপক্ষে ১৬৭ রানের লক্ষ্যে ২৬ বল আগে জিতেছিল নিগারের দল। এছাড়া সব মিলিয়ে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় আছে আর দুটি।
প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি উইমেন'স চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ৪ পয়েন্ট পেয়ে গেছে তারা।
বাংলাদেশের আরেকটি রেকর্ডগড়া জয়ে প্রথম ম্যাচের মতো রয়েসয়ে খেলে টানা দ্বিতীয় ফিফটি করেন ফারজানা হক। এছাড়া চল্লিশছোঁয়া ইনিংস খেলেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার।
টসে জিতে ব্যাটে নামা আয়ারল্যান্ডের শুরুটা ভালো হয়নি। চতুর্থ ওভারে সুলতানা খাতুনের বলে মিড উইকেটে ক্যাচ দেন গ্যাবি লুইস। পাওয়ার প্লে শেষ হওয়ার পর আক্রমণে এসে প্রথম বলেই আরেক ওপেনার সারাহ ফোর্বসকে এলবিডব্লিউ করেন নাহিদা আক্তার। সফরকারীদের সংগ্রহ তখন ৩৫ রান।
তৃতীয় উইকেটে সবচেয়ে বড় জুটির দেখা পায় সফরকারীরা। শুরুর ধাক্কা সামাল দেন এমি হান্টার ও ওর্লা প্রেন্ডারগাস্ট। তবে রানের গতি বাড়াতে পারেননি। ৯১ রান করতে দুজন মিলে খেলেন ১৪৪ বল।
২৯তম ওভারে একশ পূর্ণ হয় আইরিশদের। ৫ চারে ৬৬ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করেন হান্টার। ৩৫তম ওভারে রান আউটে ভাঙে তাদের জুটি। ২ চারে ৩৭ রান করতে ৭২ বল খেলেন প্রেন্ডারগাস্ট।
একই ওভারে স্বর্ণার লেগ স্পিনে এলবিডব্লিউ হন ৮ চারে ৮৮ বলে ৬৮ রান করা হান্টার। পরে দলকে এগিয়ে নেন লরা ডেলানি।
সুলতানার দ্বিতীয় শিকার শিকার হন লিয়া পল। ষষ্ঠ উইকেটে উনা রেমন্ড-হোয়িকে নিয়ে ৩৪ বলে ৩৭ রান যোগ করেন ডেলানি।
ইনিংসের শেষ ওভারে ওয়াইড লং অন থেকে রাবেয়ার সরাসরি থ্রোয়ে রান আউট হন ৫০ বলে ৩৩ রান করা ডেলানি। ১৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন রেমন্ড-হোয়ি। আয়ারল্যান্ড পায় বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুলতানা।
রান তাড়ায় শুরুতে মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। তবে দলকে চাপে পড়তে দেননি আগের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান ফারজানা ও শারমিন। দুজন মিলে গড়ে তোলেন ৮৫ রানের জুটি।
টানা দ্বিতীয় ফিফটি করতে ৮৮ বল খেলেন ফারজানা। এরপর আর এগোতে পারেননি তিনি। ডেলানির ফুল টসে সুইপ করার চেষ্টায় শর্ট মিড উইকেটে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটার।
এক ওভার পর ড্রেসিংরুমে ফেরেন শারমিন। ৪টি চারে ৬৩ বলে করেন ৪৩ রান। সোবহানা মোস্তারি বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ বলে তিনি করেন ১৬ রান।
এরপর স্বর্ণাকে নিয়ে জুটি গড়েন নিগার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন তারা। মাত্র ৪০ বলে ৫৩ রান যোগ করেন দুজন।
ডেলানির বলে লং অফ দিয়ে বাউন্ডারির পর ওয়াইড লং অন দিয়ে ছক্কা মারেন নিগার। তবে তিনিও পঞ্চাশ করতে পারেননি। জয় থেকে ১২ রান আগে ফেরেন ৩৯ বলে ৪০ রান করে। ৪টি চারের সঙ্গে মারেন একটি ছক্কা। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।
এমি ম্যাগুয়েইরের বলে ছক্কা মেরে ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একাধিক ছক্কা মারা দ্বিতীয় ব্যাটার হয়ে যান স্বর্ণা। পরে ফাহিমাকে নিয়ে অনায়াসেই বাকি কাজ সারেন তরুণ অলরাউন্ডার। ২৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি।
একই মাঠে সিরিজের শেষ ম্যাচ সোমবার।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যন্ড: ৫০ ওভারে ১৯৩/৬ (ফোর্বস ১৩, লুইস ২, হান্টার ৬৮, প্রেন্ডারগাস্ট ৩৭, ডেলানি ৩৩, পল ১০, রেমন্ড-হোয়ি ২১*, কেলি ১*; মারুফা ৭-১-৩৮-০, সুলতানা ১০-১-৩২-২, নাহিদা ১০-১-৩২-১, রাবেয়া ১০-০-৪২-০, ফাহিমা ৭-০-২৭-০, সোবহানা ২-০-৯-০, স্বর্ণা ৪-০-৬-১)
বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১৯৭/৫ (ফারজানা ৫০, মুর্শিদা ৬, শারমিন ৪৩, নিগার ৪০, সোবহানা ১৬, স্বর্ণা ২৯*, ফাহিমা ৪*; প্রেন্ডারগাস্ট ৪-১-১০-১, ক্যানিং ৭-০-২২-১, কেলি ৯-০-৩৪-১, সারজেন্ট ৯-০-৪৪-০, ম্যাগুয়েইর ৮-০-৪৩-০, ডেলানি ৬.৫-০-৪৩-২)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা
সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুমিল্লা বিভাগ বাস্তবায়নে যা বললেন উপদেষ্টা আসিফ
শেরপুরে দুই ট্রাক ভারতীয় চিনিসহ এক চোরাকারবারি আটক
আশুলিয়ার ইউনিক এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
আশুগঞ্জে প্রাইভেটকার থেকে গাঁজা উদ্ধার
কোন ষড়যন্ত্রই বাধাগ্রস্ত করতে পারবে না দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে : সিলেট জেলা বিএনপি সেক্রেটারী এড. এমরান চৌধুরী
সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে সংসদীয় এলাকার ১৭ জনকে হত্যার অভিযোগ তুলে বিচার দাবি
ডিআরইউর নবনির্বাচিত কমিটির নেতাদের শুভেচ্ছা জামায়াত আমিরের
কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
নীরোগ থাকার জন্য প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া উচিত: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা
স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গভীর ষড়যন্ত্রে মেতেছেন: জোনায়েদ সাকি
'ভারতের দালালদের সঙ্গে বৈঠকের অভিযোগ' কড়া জবাব আসিফ নজরুলের
পুলিশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে : ডিএমপি কমিশনার
খেলাফত আন্দোলনের নির্বাচন সম্পন্ন, আতাউল্লাহ আমীর ও মিয়াজী মহাসচিব পুনর্নির্বাচিত
বাংলাদেশ-উইন্ডিজ দ্বিতীয় টেস্টে টস হতে দেরি
ড. কামালকে ইমেরিটাস সভাপতি করে গণফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
‘সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসের জায়গা হবে না’
উৎপাদন বৃদ্ধি করে উদ্বৃত্ত খাদ্য সৈয়দপুর থেকে অন্য বিভাগে পাঠাতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
এমবাপের সমস্যা রিয়ালেরও: আনচেলত্তি
হাটুর উপর কাপড় উঠে গেলে অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে?
শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প