নেপালকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
০২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন বোলাররাই। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা হাতের নাগালেই রাখেন আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেনরা। এরপর জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিমের ব্যাটে লক্ষ্যে পৌঁছাতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। নেপালের বিপক্ষে দারুণ এক জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি-ফাইনালে উঠেছে যুবা টাইগাররা। গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৫.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয় নেপাল। রান তাড়ায় নেমে ১২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
আসরে এবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৪৫ রানের জয়ে সেমির পথ পরিষ্কার করে রেখেছিল বাংলাদেশ। এদিন নেপালের বিপক্ষে জয়ে সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয় তাদের। একই দিনে ‘বি’ গ্রুপে অপর ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পাওয়ায় শেষ চার নিশ্চিত হয় সমান দুটি ম্যাচ জেতা শ্রীলঙ্কারও। তাতে প্রথম দুই ম্যাচেই হেরে বিদায় নেয় নেপাল ও আফগানিস্তান। একই মাঠে আগামীকাল গ্রুপ সেরা হওয়ার অভিযানে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিকে, আগের দিন ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৪৩ রানে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। এই দুবাইয়েই ওপেনার শাহজাইব খানের ১৫৯ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৮১ রান তোলে পাকিস্তান। জবাবে আলী রাজা, আব্দুল সোবহান ও ফাহাম-উল-হকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।
তবে লক্ষ্য তাড়ায় শুরুতেই ওপেনার কালাম সিদ্দিকিকে হারিয়ে ধাক্কা খেয়েছিল যুবারা। দ্বিতীয় উইকেটে জাওয়াদের সঙ্গে অধিনায়ক আজিজুলের ব্যাটেই জয়ের পথ তৈরি হয়ে যায়। ৯০ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। জাওয়াদকে বিদায় করে এ জুটি ভাঙেন যুবরাজ খাত্রি। এক বল পর চারে নামা শিহাব জেমসকেও ফেরান এই স্পিনার। দ্রুত দুই উইকেট হারিয়ে উইকেটরক্ষক ফরিদ হাসানের সঙ্গে ৪৩ রানের আরও একটি জুটি গড়েন অধিনায়ক। এরপর ফের জোড়া ধাক্কা দেন খাত্রি। ফরিদকে তুলে নেওয়ার পরের বলে রিজান হোসেনকে ফেরান এই আফগান স্পিনার। তবে ততোক্ষণে জয়ের খুব কাছে বাংলাদেশ। বাকি কাজ দেবাশিষ দেবাকে নিয়ে শেষ করেন আজিজুল। আগের ম্যাচে দারুণ সেঞ্চুরি তুলে নেওয়া অধিনায়ক এদিন শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থাকেন। ৭২ বলের ইনিংসটি সাজান ২টি চার ও ৩টি ছক্কায়। তবে দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন জাওয়াদ। ৬৫ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান এই ওপেনার। নেপালের খাত্রি ২৩ রানের খরচায় নেন ৪ উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। তবে আকাশ ত্রিপাঠি এক প্রান্ত আগলে রেখেছিলেন। তবে তাতে খুব একা লাভ হয়নি। তার বিদায়ের পর কিছুটা চেষ্টা চালান উত্তম মাগার ও অভিষেক তিওয়ারি। তাতে সাদামাটা পুঁজি পায় নেপাল। তবে পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ত্রিপাঠি। ৭৭ বলে ৫টি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া উত্তম ও অভিষেক দুইজনই খেলেন ২৯ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ওপেনার জাওয়াদ আবরার। এই ম্যাচটির অবশ্য যুব ওয়ানডে স্বীকৃতি নেই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দুর্বৃত্তরা যেন রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হতে না পারে : ড. বদিউল আলম মজুমদার
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের নতুন কমিটির প্রথম সভা
সালথায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
নবীন উদ্যোক্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
হামজাকে ঘিরে জামালেরও স্বপ্ন
আওয়ামী লীগ দিয়ে দল ভারি করার দরকার নাই: শামা ওবায়েদ
বিল আদায়ে ব্যর্থ হয়ে কাজ বন্ধের হুমকি সিসিক ঠিকাদার এসাসিয়েশনের
ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা আটক
দোয়ারাবাজারে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জ ঘিওরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার
আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: ইঞ্জি. শওকত আকবর
গাজায় প্রবেশের জন্য প্রস্তুত ১ হাজার ৩০০ ত্রাণবাহী ট্রাক: ইউনিসেফ
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 'সমস্যা সমাধানের রাজনীতি'
নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবী অবিলম্বে বাস্তবায়ন করুন : ইনসাব
মানুষের কাছে মুখ দেখানোর সৎ সাহস আওয়ামী লীগের নেই: হামিদ
মাস্টার বিল্ডার লিমিটেডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
‘কারো জন্য আমি হুমায়ুন আহমেদের ছেলে, আবারও কারও জন্য গুলতেকিন খানের ছেলে’