মাহমুদউল্লাহ-ফাহিম ঝড়ে শুভসূচনা বরিশালের
৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম
অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও তরুণ ফাহিম আশরাফের ব্যাটিং ঝড়ে দুর্বার রাজশাহীকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচে বরিশাল ১১ বল হাতে রেখেই ৪ উইকেটে হারায় রাজশাহীকে। আগে ব্যাট করে অধিনায়ক এনামুল হক বিজয় ও মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বির দুর্দান্ত হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৭ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী। জবাবে মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের অপরাজিত হাফসেঞ্চুরিতে ১৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তুলে সহজ জয় নিশ্চিত করে বরিশাল।
টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জিসান আলমকে হারায় রাজশাহী। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বরিশালের ক্যারিবিয় অলরাউন্ডার কাইল মায়ার্সের বলে বোল্ড হয়ে ফেরেন জিসান। দলীয় মাত্র ৫ রানে এই ওপেনার ডাক মেরে আউট হলে বড় ধাক্কা খেতে হয় রাজশাহীকে। আরেক ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস কিছুটা মারমুখি হলেও বেশিক্ষণ টিকতে পারেননি। চতুর্থ ওভারের প্রথম বলেই কাইল মায়ার্সের শিকার হয়ে ফেরেন হারিস। দলীয় ২৫ রানে মায়ার্সকে তার বলেই ক্যাচ দিয়ে ফেরার আগে এই পাকিস্তানি করেন ১৩ রান। হারিসের ১২ বলের ইনিংসে একটি ছক্কার মার ছিল। অল্প সময়ের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে রীতিমতো বিপর্যয়ে পড়ে দুর্বার রাজশাহী। তবে এই বিপর্যয়ের পরেই ঝড় তোলা শুরু করেন এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বি।
অধিনায়ক বিজয় পান এবারের বিপিএলের প্রথম হাফসেঞ্চুরি। ৪২ বলে ৩ চার ও ৪ ছক্কার মারে অর্ধশতক পূরণ করেন তিনি। খানিক পরেই হাফসেঞ্চুরিতে পা রাখেন ইয়াসির আলী রাব্বিও। তিনি ৩৫ বলে ৪টি করে চার ও ছয়ের মারে করেন ৫০। বিজয় ও রাব্বি মিলে ৮৭ বলে গড়েন ১৪০ রানের বড় জুটি। বিজয় ৫১ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কার মারে ৬৫ রানে ফিরলেও ইয়াসির রাব্বি ছিলেন অপরাজিত। তিনি অল্পের জন্য সেঞ্চুরি পাননি। ১৮তম ওভারের চতুর্থ বলে দলীয় ১৬৫ রানে আউট হন বিজয়। তবে রাব্বি ইনিংসের শেষ বল পর্যন্ত ক্রিজে ছিলেন। শেষ পর্যন্ত ৪৭ বলে ৭ চার ও ৮ ছয়ের মারে ৯৪ রানে অপরাজিত থাকে তিনি। রায়ান বার্ল ৮ বল খেলে ৯ রানে অপরাজিত থাকেন। বরিশালের রিপন মন্ডলের ওপরেই ঝড় গিয়েছে বেশি। ৪ ওভারে ৫৫ রান খরচ করলেও উইকেটশূন্য ছিলেন তিনি। কাইল মায়ার্স ৩ ওভার বল করে ১৩ রানে পান ২টি উইকেট।
জবাবে বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে বরিশালও। ৩০ রানে তারা হারায় তিন সেরা ব্যাটারকে। দলীয় ৬১ রানে বরিশালের ৫ উইকেট পড়লে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের প্রথম বলেই ওপেনার নাজমুল হোসেন শান্তকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জিসান আলম। ডাক মেরে আউট হন শান্ত। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার তামিম ইকবালও। ৫ বলে ৭ রান করে তিনিও লেগ বিফোর হন তাসকিন আহমেদের বলে। ১২ রানে দুই উইকেট হারানোর পর উইকেটে আসেন কাইল মেয়ার্স। গত আসরে দুর্দান্ত খেলা এই ক্যারিবিয়ান এবার শুরুর ম্যাচেই ব্যর্থ। ৫ বলে ৬ রান করা এই হার্ডহিটারকে রায়ান বার্লের ক্যাচ বানিয়ে ড্রেসিংরুমে ফেরান তাসকিন আহমেদ। ৩০ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে বরিশাল। সেই বিপদ আরো বাড়ান মুশফিকুর রহিম-তাওহীদ হৃদয়রা। দু’জনই ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। সপ্তম ওভারের তৃতীয় বলে দলীয় ৫১ রানে আউট হন মুশফিকুর রহিম। ফেরার আগে ১১ বলে ২ বাউন্ডারির মারে করেন ১৩ রান। নবম ওভারের শুরুর বলে হাসান মুরাদ আউট করেন হৃদয়কে। ২৩ বলে ৫ চারের মারে ৩২ রান করেন হৃদয়। এরপরই যেন জ্বলে ওঠেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ষষ্ঠ উইকেটে তাকে যোগ্য সঙ্গ দেন পাকিস্তানি তারকা শাহিন শাহ আফ্রিদি। ১২.২ ওভারে দলীয় ১১২ রানে আউট হন শাহিন আফ্রিদি। ১৭ বলে ১ চার ও ৩ ছয়ের মারে ২৭ রান করে তিনি ফিরলে ভাঙে ৫১ রানের জুটি। এই জুটিতে কিছুটা হলেও ম্যাচে ফেরে বরিশাল। শাহিন আউট হওয়ার পর ফাহিম আশরাফকে নিয়ে কাউন্টার অ্যাটাকে যান মাহমুদউল্লাহ। দু’জনেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে সমীকরণ মেলাতে মনোযোগী হন। এতে সফল দু’জনই। এই জুটি শেষ পর্যন্ত দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়ে। ২৬ বল খেলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। আর ফাহিমের ব্যাট থেকে এসেছে ২১ বলে ৫৪ রান। তার অপরাজিত এই ইনিংসে ছিল ১ বাউন্ডারি ও ৭ ছয়ের মার। রাজশাহীর পেসার তাসকিন আহমেদ ৪ ওভার বল করে ৩১ রানে পান ৩টি উইকেট। হাসান মুরাদ ৪ ওভারে ৪২ রান খরচায় শিকার করে ২ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান মাহমুদউল্লাহ রিয়াদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ