দারুণ জয়ে সুপার সিক্সে বাংলাদেশ
২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য দিনটি দারুণ। ওয়েস্ট ইন্ডিজ থেকে জাতীয় দলের দারুণ জয়ের সুখবর নিয়ে শুরু হয়েছিল সকাল। তার কিছু পরে মালেয়েশিয়া থেকেও এসেছে আরেকটি সুসংবাদ। প্রত্যাশিত জয় দিয়ে পরের পর্বে পা রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৭ রানে হারাল বাংলাদেশ।
টুর্নামেন্টের আগের দুই ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ এ দিন একটু উন্নতির ছাপ রাখে। ২০ ওভারে তোলে তারা ১২০ রান। স্কটিশদের ইনিংস শেষ হয় ১০৩ রানে। এক পর্যায়ে যদিও স্কটিশদের রান ছিল ২ উইকেটে ৬৯। তবে ওভারপ্রতি রানের সমীকরণ ততক্ষণে তাদের জন্য ছিল অনেক কঠিন। বাংলাদেশের বোলার-ফিল্ডাররাও জ্বলে ওঠে ওই সময়ে। ৩৪ রানের মধ্যে ৬ উইকেট নিয়ে তারা নিশ্চিত করে জয়। প্রথম ম্যাচে নেপালের সঙ্গে জয়ের পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারলেও বাংলাদেশের সুপার সিক্সে ওঠা নিয়ে সংশয় বেশি ছিল না। এই জয়েই সেই আনুষ্ঠানিকতা সেরে নিল দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ধাক্কা খায় ম্যাচের দ্বিতীয় বলেই। শূন্য রানে আউট হন সুমাইয়া আক্তার সুবর্ণা। আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া রান আউট হন ১২ বলে ১৪ করে। টিকতে পারেননি সাদিয়া ইসলাম (৬)। তিনে নামা জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা টেনে নেন দলকে। একটি করে ছক্কা ও চারে ২০ রান করেন এই কিপার-ব্যাটার। আগের ম্যাচে ২৯ রান করা আফিয়া আশিমা এবার একটি করে ছক্কা ও চারে ১৯ বলে করেন ২১। তবু একশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দল। ৭ উইকেট পড়েছিল ৮৮ রানে। অধিনায়ক সুমাইয়া আক্তার এ দিন ব্যাটিং অর্ডারে একটু নিচে নেমে খেলেন সাত নম্বরে। অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে দলকে ১২০ রানে নিয়ে যান তিনি।
বোলিংয়ে নেমে স্কটিশদের দুই ওপেনারকে দ্রুতই ফেরায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন পিপা স্প্রাউল ও নিয়াম মুইর। তবে রান রেটের দাবি পুরোপুরি মেটাতে পারেননি দুজন। বিশেষ করে মুইর দুটি ছক্কা মারার পরও ২২ রান করতে বল খেলেন ৩২টি। এই জুটি ভাঙার পর দ্রুত একের পর এক উইকেট হারাতে থাকে স্কটিশরা। ভরসা হয়ে থাকা স্প্রাউলকে বোল্ড করে দেন আনিসা আক্তার সোবা। চারটি চার ও এক ছক্কায় ৪১ বলে ৪৩ রান করেন এই কিপার-ব্যাটার। স্কটিশদের পরের ছয় ব্যাটারের কেউ পাঁচ রানের বেশি করতে পারেননি। চার উইকেট নিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পান বাংলাদেশের লেগ স্পিনার আনিসা আক্তার সোবা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি