ঢাকা   রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ মাঘ ১৪৩১

কারা খেলবে শেষ চারে?

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম

ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম পর্ব শেষে আগামীকাল থেকে ফের রাজধানী ফিরছে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এখানে হবে বিপিএলের শেষ পর্ব। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে লিগ পর্বের মোট ৪২ ম্যাচের মধ্যে ৩২টি শেষ। এখন বাকি মাত্র ১০ ম্যাচ। আগামী ১ ফেব্রুয়ারি শেষ হবে রবিন লিগের দ্বিতীয় পর্ব। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দল খেলবে নকআউট পর্বে। শীর্ষে থাকা দুই দল (প্রথম ও দ্বিতীয়) মুখোমুখি হবে কোয়ালিফায়ার-১ এ। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলের দেখা হবে এলিমিনেটর পর্বে। লিগের শেষ পর্ব শুরুর আগে ক্রিকেটপ্রেমীদের কৌতুহলী জিজ্ঞাসা, কারা খেলবে শেষ চারে? চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে অতি বড় ক্রিকেট প-িতের পক্ষেও নিশ্চিত করে বলা সম্ভব নয়, নকআউট পর্বে খেলবে কারা? তবে রংপুর রাইডার্সের নকআউট পর্বে পা রাখা একরকম নিশ্চিত। চট্টগ্রামে গত পরশু দুর্বার রাজশাহীর কাছে নবম ম্যাচে প্রথম হারের স্বাদ নিলেও টানা ৮ জয়ে আগেই প্রথম দল হিসেবে সেরা চারে খেলা নিশ্চিত হয়েছে রংপুরের। নুরুল হাসান সোহানের দলের বাকি আর ৩ ম্যাচ। এ পর্বে রাজশাহী, চিটাগং কিংস ও খুলনার বিপক্ষে খেলবে তারা। সবগুলো ম্যাচ হারলেও সোহানের দলের সুপার ফোরে খেলার সম্ভাবনা শেষ হবে না। কারণ, সুপার ফোরের লড়াইয়ে থাকা বাকি দলগুলোর প্রায় প্রত্যেকের নিজেদের মধ্যে খেলা বাকি। সেখানে প্রচুর কাটাকাটি হবে। কাজেই রংপুরের নকআউট পর্বে খেলা নিয়ে কোনোই সংশয় নেই।
এখন নজর দিতে হবে শেষ চারের অন্য ৩ দল কারা হয় সেদিকে? চট্টগ্রাম পর্ব শেষে সুপার ফোরের লড়াইয়ে দৌড়ে শরিক আছে ফরচুন বরিশাল, চিটাগং, খুলনা ও রাজশাহী। তবে এই চার দলও সমান্তরালে নেই। তামিম ইকবালের বরিশাল আছে তুলনামূলক সুবিধাজনক স্থানে। কারণ, পয়েন্ট পার্থক্যে বরিশালই আছে দ্বিতীয় অবস্থানে। ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে বরিশালের পয়েন্ট ১২। শেষ পর্বে সবচেয়ে বেশি ৪ ম্যাচ খেলার সুযোগ পাবে তামিমের দল। এ পর্বে বরিশালের খেলা সিলেট (২৬ জানুয়ারি), খুলনা (২৭ জানুয়ারি), ঢাকা (২৯ জানুয়ারি) ও চিটাগংয়ের বিপক্ষে (১ ফেব্রুয়ারি)। এই চার ম্যাচের একটিতে জিতলেও বরিশালের শেষ চারে থাকার সম্ভাবনা থাকবে প্রচুর। দুই বা তিন ম্যাচ জিতলে তো কথাই নেই। হয়তো দ্বিতীয় স্থান পেয়েই নকআউট পর্বে পা রাখবে তামিম বাহিনী। বাকি দুই পজিশন নিয়ে চিটাগং, খুলনা ও রাজশাহীর লড়াই হচ্ছে। তবে এখানে চিটাগং ও খুলনার সম্ভাবনা একটু বেশি। চিটাগং নয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট পেয়ে আপাতত তিনে। দলটির ঢাকার শেষ পর্বে খেলা বাকি তিনটি- রংপুর, সিলেট ও বরিশালের বিপক্ষে। এর মধ্যে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা সিলেটের সঙ্গে জিতলেও চিটাগংয়ের শেষ চারে খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বলল হবে। এছাড়া শীর্ষে থাকা রংপুর ও দ্বিতীয় স্থানে থাকা বরিশালের যে কাউকে হারাতে পারলেও চিটাগং চলে যাবে সুপার ফোরে। খুলনা ও রাজশাহীর সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। দু’দলের পয়েন্ট সমান ৮ করে। তবে খুলনা এক ম্যাচ কম খেলেছে। অর্থাৎ ঢাকায় আগামী এক সপ্তাহে মেহেদী হাসান মিরাজের দল আরও তিন ম্যাচ খেলবে যথাক্রমে বরিশাল, রংপুর ও ঢাকার বিপক্ষে।
পয়েন্ট টেবিলে ওপরের দিকের রংপুর ও বরিশালের সঙ্গে লড়াইয়ে টিকে থাকা কঠিন হলেও ছয়ে থাকা ঢাকার চেয়ে শক্তিতে এগিয়ে খুলনা। কাজেই মিরাজের দলের চতুর্থ স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পজিশন হতে পারে রাজশাহীরও। তাসকিন আহমেদের রাজশাহীর পয়েন্ট দশ ম্যাচে ৮। দলটির দুই ম্যাচ এখনো বাকি। একটি কঠিনতম প্রতিপক্ষ রংপুর, অন্যটি সিলেটের বিপক্ষে। সবার নিচে থাকা সিলেটের সঙ্গে খালি চোখে ও কাগজে-কলমে তাসকিনের রাজশাহীই ফেভারিট। তাই রাজশাহীরও ১০ পয়েন্ট নিয়ে আসর শেষ করার সম্ভাবনা রয়েছে। ১০ পয়েন্ট হতে পারে ঢাকারও। লিটন দাস ও তানজিদ তামিমের দলের সংগ্রহ দশ ম্যাচে ৬ পয়েন্ট। শেষ দুই ম্যাচে ঢাকার প্রতিপক্ষ তুলনামূলক শক্তিশালী বরিশাল ও খুলনা। তাদের সঙ্গে পেরে ওঠা খালি চোখে কঠিন। তবে শেষ দিকে এসে ফর্মে ফেরা লিটন ও তানজিদ ব্যাট হাতে জ্বলে উঠতে পারলে ঢাকাও চমক দেখিয়ে চারে থাকার সম্ভাবনা জাগাতে পারে।
এর বাইরে সবার নিচে থাকা সিলেটেরও কাগজ-কলমের সমীকরণে ১০ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। তলানিতে থাকা সিলেটের বর্তমান পয়েন্ট নয় ম্যাচে ৪। তাদের বাকি তিন ম্যাচ শক্তিশালী বরিশাল, রাজশাহী ও চিটাগংয়ের বিপক্ষে। যদিও এই তিন দলের সঙ্গে পেরে ওঠা সিলেটের জন্য বেশ কঠিনই। তারপরও খেলাটা যখন ক্রিকেট, সেখানে রয়েছে পরতে পরতে অনিশ্চয়তা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আলেমসমাজ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই বাংলাদেশকে ঠেকাতে পারবেনা: এ এম এম বাহাউদ্দীন

আলেমসমাজ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই বাংলাদেশকে ঠেকাতে পারবেনা: এ এম এম বাহাউদ্দীন

অযথা কালক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা সরকারের নেই: আইন উপদেষ্টা

অযথা কালক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা সরকারের নেই: আইন উপদেষ্টা

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের খুব কাছে অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের খুব কাছে অস্ট্রেলিয়া

ডিআইজিসহ পুলিশের ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক

ডিআইজিসহ পুলিশের ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক

ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে হাসিনা: মির্জা ফখরুল

ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে হাসিনা: মির্জা ফখরুল

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বাবার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কেজরিকে হারানো পরভেশ?

বাবার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কেজরিকে হারানো পরভেশ?

বগুড়ায় ইলেকট্রিক মোটরসাইকেল চালু করল রিভো

বগুড়ায় ইলেকট্রিক মোটরসাইকেল চালু করল রিভো

সৌদি আরব ও আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

সৌদি আরব ও আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় - আতাউর রহমান

কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় - আতাউর রহমান

মুসলমানদেরকে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

মুসলমানদেরকে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ কত নম্বরে?

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ কত নম্বরে?

ময়মনসিংহে ‘মাইক্লো বাংলাদেশ’র যাত্রা শুরু

ময়মনসিংহে ‘মাইক্লো বাংলাদেশ’র যাত্রা শুরু

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমরা ক্ষমতায় গেলে বাদলেসের দাবি পূরণ করবো-খায়রুল কবির খোকন

আমরা ক্ষমতায় গেলে বাদলেসের দাবি পূরণ করবো-খায়রুল কবির খোকন

তিন রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক না করে ইমাম সাহেবের দাঁড়িয়ে যাওয়া প্রসঙ্গে।

তিন রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক না করে ইমাম সাহেবের দাঁড়িয়ে যাওয়া প্রসঙ্গে।

মনোহরগঞ্জে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা বন্ধ ঘোষণা

মনোহরগঞ্জে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা বন্ধ ঘোষণা

লক্ষ্মীপুরে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

বই পড়ায় অনাগ্রহ বাড়ছে

বই পড়ায় অনাগ্রহ বাড়ছে

চাটমোহরে ১৭ আসামি গ্রেফতার

চাটমোহরে ১৭ আসামি গ্রেফতার