শততম টেস্ট দিয়ে কারুনারাত্নের বিদায়
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৩ পিএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম

এক যুগেরও বেশি সময় আগে যেখানে শুরু হয়েছিল, সেই গলেই শততম টেস্ট খেলার মধ্য দিয়ে এই সংস্করণের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন শ্রীলঙ্কান ওপেনার দিমুথ কারুনারাত্নে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার, গলে। এটিই হবে ৩৬ বছর বয়সী কারুনারাত্নের শেষ টেস্ট। সিরিজের প্রথম টেস্টের পরেই বিষয়টি তিনি জানিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে।
ইএসপিএনক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করে নিজের সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন কারুনারাত্নে।
“তিন বা চার জন তরুণ খেলোয়াড় পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আসতে পারে, তাই বিদায়ের এটাই সঠিক সময়। এর পাশাপাশি এই ম্যাচ হবে গলে, যেখানে আমার অভিষেক হয়েছিল। তাই সেখানেই শেষ করা হবে চমৎকার একটি ব্যাপার।”
অনেক কিছু ভেবেই এই সিদ্ধান্ত কারুনারাত্নের। প্রথমত নিজের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। ২০২৪ সালের শুরু থেকে তার গড় কেবল ২৭.০৫। আগামী বছরের মে মাস পর্যন্ত আর কেবল দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। তার শততম টেস্টটি চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার শেষ ম্যাচ।
২০১২ সালে গলে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল কারুনারাত্নের। ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে ১৬ সেঞ্চুরি আর ৩৯.৯৯ গড়ে করেছেন ৭ হাজার ৭৯ রান। অনেক এগিয়ে থেকে এই সংস্করণে শ্রীলঙ্কান ওপেনারদের মধ্য্যে রানের চূড়ায় আছেন তিনি।
তিনি হবেন একশ টেস্ট খেলা শ্রীলঙ্কার সপ্তম ক্রিকেটার। এর আগে এই মাইলফলক ছুঁতে পেরেছেন সানাৎ জায়াসুরিয়া, মুত্তাইয়া মুরালিদারান, চামিন্দা ভাস, মাহেলা জায়াওয়ার্দেনে, কুমার সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।
২০১৯ সালে দিনেশ চান্দিমাল বাদ পড়ার টেস্ট দলের নেতৃত্ব পান কারুনারাত্নে। তার সময়েই দক্ষিণ আফ্রিকায় ২-০ ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। সেই বছরই ওয়ানডে বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেন তিনি, এই সংস্করণে খেলেন ৫০ ম্যাচ। দেশের হয়ে তার টি-টোয়েন্টিতে খেলা হয়নি কখনও।
গত ১০ বছরে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তিনি। শুধু রান বিবেচনায় নিলে করুনারত্নেই সেরা। ওপেনার হিসেবে ২০১৫ সালের শুরু থেকে তাঁর রানই বেশি। এই সময়ে করেছেন ৬২২৬ রান। তাঁর পরে থাকা ডেভিড ওয়ার্নারের রান ৬ হাজারও নয়। বিদায়বেলা আক্ষেপের কথাও শুনিয়েছেন কারুনারাত্নে।
“একশ টেস্ট খুব কঠিন কাজ। বিশেষ করে একজন ওপেনারের জন্য, যে দলের হয়ে কঠিন কাজটা করে।”
“যদি আক্ষেপের কথা বলি তো, টেস্টে ১০ হাজার রান করতে না পারার কথা বলতে হবে। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সাল যেমন কেটেছিল, ভেবেছিলাম আমি সেটা করার সুযোগ পাব। এরপর তো কোভিড এলো, আর শ্রীলঙ্কাও এখন বেশি টেস্ট খেলে না।”
পরিবার নিয়ে এখন মেলবোর্নে থিতু কারুনারাত্নে। পরিবারের সঙ্গে কিছুদিন অবসর কাটানোর পর কোচিংয়ে মনোযোগ দেওয়ার পরিকল্পনা তার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

আলেমসমাজ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই বাংলাদেশকে ঠেকাতে পারবেনা: এ এম এম বাহাউদ্দীন

অযথা কালক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা সরকারের নেই: আইন উপদেষ্টা

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের খুব কাছে অস্ট্রেলিয়া

ডিআইজিসহ পুলিশের ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক

ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে হাসিনা: মির্জা ফখরুল

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বাবার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কেজরিকে হারানো পরভেশ?

বগুড়ায় ইলেকট্রিক মোটরসাইকেল চালু করল রিভো

সৌদি আরব ও আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় - আতাউর রহমান

মুসলমানদেরকে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ কত নম্বরে?

ময়মনসিংহে ‘মাইক্লো বাংলাদেশ’র যাত্রা শুরু

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমরা ক্ষমতায় গেলে বাদলেসের দাবি পূরণ করবো-খায়রুল কবির খোকন

তিন রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক না করে ইমাম সাহেবের দাঁড়িয়ে যাওয়া প্রসঙ্গে।

মনোহরগঞ্জে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা বন্ধ ঘোষণা

লক্ষ্মীপুরে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

বই পড়ায় অনাগ্রহ বাড়ছে

চাটমোহরে ১৭ আসামি গ্রেফতার