গলে শুরু গলেই শেষ
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

মাইলফলক ছোঁয়া ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান দিমুথ কারুনারাতেœ। ক্যারিয়ারের শততম টেস্ট দিয়ে এক যুগের ক্যারিয়ারের ইতি টানবেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ওপেনার। ৩৬ বছর বয়সী ব্যাটসম্যানের এই সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে তিনটি ব্যাপার। আগামী বছরের মে মাস পর্যন্ত আর কেবল দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। গত ১৪ মাস ধরে রান করতে ভুগছেন তিনি। ২০২৪ সালের শুরু থেকে তার গড় কেবল ২৭.০৫। গলে অস্ট্রলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার শেষ ম্যাচ।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে নিজের সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন কারুনারাতেœ, ‘তিন বা চার জন তরুণ খেলোয়াড় পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আসতে পারে, তাই বিদায়ের এটাই সঠিক সময়। এর পাশাপাশি এই ম্যাচ হবে গলে, যেখানে আমার অভিষেক হয়েছিল। তাই সেখানেই শেষ করা হবে চমৎকার একটি ব্যাপার।’ কারুনারাতেœ জানান, চলমান সিরিজের প্রথম ম্যাচের পরেই শ্রীলঙ্কা ক্রিকেটকে বলেছিলেন যে, পরেরটি হবে তার শেষ টেস্ট।
২০১২ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই গলে টেস্ট অভিষেক হয়েছিল কারুনারাতেœর। ২০১৪ সালে কিছু দিনের জন্য বাদ পড়েছিলেন তিনি। তবে ওই বছরের শেষ দিকে সেঞ্চুরি করার পর আর পেছনে তাকাতে হয়নি তাকে। কমবেশি নিয়মিতই দলে ছিলেন তিনি। পরে তো একসময়ে সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েই পরিণত হন। ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে ১৬টি সেঞ্চুরি করেছেন কারুনারাতেœ। অনেক এগিয়ে থেকে এই সংস্করণে শ্রীলঙ্কান ওপেনারদের মধ্যে রানের চূড়ায় আছেন তিনি। ৩৯.৯৯ গড়ে করেছেন ৭ হাজার ৭৯ রান।
তিনি হবেন একশ টেস্ট খেলা শ্রীলঙ্কার সপ্তম ক্রিকেটার। এর আগে এই মাইলফলক ছুঁতে পেরেছেন সানাৎ জায়াসুরিয়া, মুত্তাইয়া মুরালিদারান, চামিন্দা ভাস, মাহেলা জায়াওয়ার্দেনে, কুমার সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। বিদায়ের আগে পেছনে ফিরে তাকালেন কারুনারাতেœ, বললেন আক্ষেপের কথাও, ‘একশ টেস্ট খুব কঠিন কাজ। বিশেষ করে একজন ওপেনারের জন্য, যে দলের হয়ে কঠিন কাজটা করে। যদি আক্ষেপের কথা বলি তো, টেস্টে ১০ হাজার রান করতে না পারার কথা বলতে হবে। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সাল যেমন কেটেছিল, ভেবেছিলাম আমি সেটা করার সুযোগ পাব। এরপর তো কোভিড এলো, আর শ্রীলঙ্কাও এখন বেশি টেস্ট খেলে না।’
এর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে না পারারও একটি আক্ষেপ কারুনারাতেœর। ২০১৯ সালে দিনেশ চান্দিমাল বাদ পড়ার টেস্ট দলের নেতৃত্ব পান তিনি। তার সময়েই দক্ষিণ আফ্রিকায় ২-০ ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। সেই বছরই ওয়ানডে বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেন তিনি, এই সংস্করণে খেলেন ৫০ ম্যাচ। দেশের হয়ে কখনও টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার। আপাতত মেলবোর্নে স্থায়ী হওয়া কারুনারাতেœ অবসরের পর কিছু দিন সময় কাটাতে চান পরিবারের সঙ্গে। এরপর মনোযোগ দেবেন কোচিংয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

পাবনায় খানাখন্দ সড়কে লাখো মানুষের সীমাহীন দুর্ভোগ

কমিটিতে আহবায়ক মোতাহার হোসেন -সদস্য সচিব সোবহান তালুকদার

জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু

তালতলীতে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ফিলিস্তিনিদের নিয়ে নেতানিয়াহুর বক্তব্যের তীব্র নিন্দা সউদীর

গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

শাহবাগে পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড, আন্দোলনকারীরা ছত্রভঙ্গ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাবু হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

যুক্তরাষ্ট্রে পুনর্বাসনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান আফ্রিকার শ্বেতাঙ্গদের

মধ্যপ্রাচ্যে খ্রিষ্টানদের সমর্থন ও সহায়তায় গ্রিসের আগ্রহ প্রকাশ

জকিগঞ্জে গভীর রাতে বাসে আগুন : দুর্ঘটনা নাকি নাশকতা, তদন্ত চলমান

রাবিতে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক’ আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্স অনুষ্ঠিত

নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের শাহবাগ অবরোধ, বন্ধ যান চলাচল

বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: শহিদুল ইসলাম বাবুল

অভিষেকে দেড়শ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় ব্রিস্ক

ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বাসহ ২ ফিলিস্তিনি নারীর মৃত্যু

ভূরুঙ্গামারী মহিলা কলেজের সভাপতি পরিবর্তন নতুন সভাপতি ইউএনও

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে : প্রেসক্লাবে ম্যাটস শিক্ষার্থীরা

এড শিরানকে বেঙ্গালুরুতে স্ট্রিট পারফর্মে বাধা, পুলিশের কড়া নজর

তিস্তা সংকট নিরসনে সরকারের ৬টি সিদ্ধান্ত ঘোষণা