বরিশালের ‘লঞ্চে’ এবার নিশাম
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

শিরোপা ধরে রাখার মিশনে দাপট দেখিয়ে আগেভাগেই ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। কোয়ালিফায়ার পর্যন্ত আসতেও খুব একটা কঠিন পথ তাদের পাড়ি দিতে হয়নি। আসলে বরিশালের ক্রিকেটাররাই পথটাকে সহজ করেছেন। টুর্নামেন্টের শুরু থেকে অনেকটা একই দল নিয়েই খেলে যাচ্ছে দলটি। ক্রিকেটাররা ভরসার প্রতিদানও দিচ্ছেন। টানা দ্বিতীয়বার বিপিএলে চ্যাম্পিয়ন হতে দলটি ঘাটতি রাখতে চাইছে না। ফাইনালের আগে দলটির শক্তি বাড়ছে আরও। দলে এবার যোগ দিচ্ছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশাম। গতকাল সকালে দক্ষিণ আফ্রিকা থেকে থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। সেখানে তিনি প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এসএ টি-টোয়েন্টি আসর খেলছিলেন। প্রিটোরিয়া প্লে অফে উঠতে না পারায় বরিশাল তাকে ফাইনালের জন্য নেওয়ার সুযোগ পেয়ে যায়। পরীক্ষিত দেশি ক্রিকেটারদের সঙ্গে কাইল মায়ার্স, ডেভিড ম্যালানরা আছেন, সঙ্গে বরিশালের ‘লঞ্চে’ উঠেছেন নিশামও। বরিশালের এই লঞ্চকে থামাবে কারা?
যদিও নিশাম কার জায়গায় খেলবেন, সেটি একটি প্রশ্ন। গতপরশু প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে বরিশালের ৪ বিদেশি ছিল ম্যালান, মায়ার্স, মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী। ৫ উইকেট নিয়ে আলী পরশু হয়েছেন ম্যাচসেরা। মাত্র ৮ ম্যাচ খেলেই ১৫৭ স্ট্রাইক রেটে ম্যালান করেছেন ৩১৫ রান। চিটাগংয়ের বিপক্ষে পরশু ২২ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান। ম্যালানকে নিয়েও প্রশ্ন নেই। মায়ার্স বরিশালের নিয়মিত ক্রিকেটার। গত মৌসুমেও দলটির হয়ে খেলেছেন। এই মৌসুমে মাঝপথে গিয়েছিলেন আইএল টি-টোয়েন্টি খেলতে। গুরুত্ব আছে বলেই আবার ফিরেছেন। নতুন বলে বরিশালের নিয়মিত বোলার এই অলরাউন্ডার।
এদিন উইকেট পেয়েছেন প্রথম ওভারেই। ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৫ ইনিংসে ব্যাটিং করে রানও করেছেন ১৬৩, স্ট্রাইক রেট ১৮০-এর বেশি। পেস বোলিং অলরাউন্ডার নিশামকে আরেক পেস বোলিং অলরাউন্ডার মায়ার্সের জায়গায় কি খেলাবে বরিশাল? এ সিদ্ধান্ত নেওয়াটা কঠিনই। সঙ্গে ঝুঁকিপূর্ণও! কারণ, শুরু থেকেই দলের সঙ্গে থাকা মায়ার্স কন্ডিশনের সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন। সে ক্ষেত্রে নবীর জায়গায় খেলতে পারেন নিশাম। ১০ ম্যাচে মাত্র ৬৩ রান করা নবী উইকেট নিয়েছেন ৮টি। বরিশাল দলের এত পারফরমারের ভিড়ে নবীর নিষ্প্রভ থাকা খুব একটা চোখে পড়েনি। তারপরও এদের মধ্যে সম্ভবত নবির জায়গায় ফাইনালে একাদশে ঠাঁই নেবেন পেস অলরাউন্ডার নিশাম।
গত মৌসুমে নিশাম বিপিএল খেলেছিলেন রংপুরের হয়ে। মিরপুরে ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংসও আছে তার। এসএ টি-টোয়েন্টির আসর ব্যাট হাতে খুব ভালো যায়নি নিশামের। পাননি কোন ফিফটি। তবে বোলিংয়ে ৭ উইকেট নিয়ে রেখেছেন অবদান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ছন্দ খুঁজে ফেরা বাবরকে যে পরমার্শ দিলেন ডিভিলিয়ার্স

বেলিংহ্যামের লাল কার্ড,ফের রিয়ালের হোঁচট

হাইভোল্টেজ লড়াইয়ের আগে মারমুশের হ্যাটট্রিকে সিটির বড় জয়

একুশে টিভির জাহাঙ্গীর টাওয়ারে আগুন

পবিত্র শবে বরাত পালিত

৮ দিনে গ্রেফতার ৪৪০১

আশুলিয়ায় ঘরে জমাকৃত গ্যাসের আগুনে নারী ও শিশুসহ দগ্ধ ১১

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না : বিজেপি চেয়ারম্যান

সউদীর বাজারই একমাত্র ভরসা

৩৭৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্ষমতার চেয়ারে যারা বসে, তারা সহজে এটা ছাড়তে চায় না : দুদু

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু

কাল থেকে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না :আলী রীয়াজ

ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে -ব্রাহ্মণবাড়িয়ায় জোনায়েদ সাকি

আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার :মির্জা ফখরুল

হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিলো জাতিসংঘ

নতুন দেশ মানে নতুন নির্বাচন

রাজধানীতে দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত