জিম্বাবুয়েকে হারিয়ে আয়ারল্যান্ডের টানা তৃতীয় জয়
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম

জয়ের মঞ্চ প্রস্তুতই ছিল। শেষ দিনের প্রথম সেশনেই জিম্বাবুয়ের বাকি তিন উইকেট তুলে নিয়ে টেস্টে নিজেদের টানা তৃতীয় জয় তুলে নিল আয়ারল্যান্ড।
হারারে স্পোর্ট ক্লাবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্টে সোমবার স্বাগতিকদের ৬৩ রানে হারিয়েছে আইরিশরা। ২৯২ রানের লক্ষ্যে ২২৮ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস।
প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৬০ রানের জবাবে ২৬৭ রান করে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড তোলে ২৯৮ রান। ঘরের মাঠে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯২ রান।
টেস্ট মর্যাদা পাওয়ার পর অভিজাত এই সংস্করণে প্রথম ৭ ম্যাচই হেরেছিল আয়ারল্যান্ড। সেই ব্যর্থতা পেছনে ফেলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ও জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে জয় পায় তারা। এবার পেল টানা তৃতীয় জয়ের স্বাদ।
পঞ্চম ও শেষ দিনে আয়ারল্যান্ডের দরকার ছিল ৩ উইকেট, জিম্বাবুয়ের ১০৯ রান। জিম্বাবুয়ে করতে পারে ৪৫ রান।
দ্বিতয় ইনিংসে বল হাতে আয়ারল্যান্ডকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে নেওয়ায় সবচেয়ে বড় অবদান ম্যাথু হামফ্রেজের। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৭ রানে একাই এই স্পিনার নিয়েছেন ৬ উইকেট।
আগের দুই টেস্টে তার উইকেট ছিল একটি। এবার এক ইনিংসেই নিলেন ৬টি।
দুই উইকেট প্রাপ্তি পেসার ব্যারি ম্যাককার্থির। আরেক পেসার মার্ক অ্যাডায়ার ও অ্যান্ডি ম্যাকব্রাইন নেন একটি করে।
তবে প্রথম ইনিংসে অপরাজিত ৯০ রানের পর ৫৯ রানে ৩ উইকেট নেওয়া ম্যাকব্রাইনই আইরিশদের জয়ের আসল নায়ক।
জিম্বাবুয়ের হয়ে একই লড়াই করছেন ওয়েসলি মাধেভেরে। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার অআগে এই মিডলঅর্ডার ৮ চারে ১৯৫ বলে করেছেন ৮৪ রান। ইনিংসে আর কেউ ছুঁতে পারেননি পঞ্চাশ। থিতু হয়ে ৩ চারে ৪৫ রান করেছেন ব্রায়ান বেনেট। অধিনায়ক জোনাথান ক্যাম্পেলের ব্যাট থেকে এসেছে ৩ চারে ৩৩।
এবার দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। এই মাঠেই আগামী শুক্রবার হবে সিরিজের প্রথম ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৭
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৯৮
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ২৯২) ৮৬.৩ ওভারে ২২৮ (বেনেট ৪৫, গুয়ান্ডা ২, মাধেভেরে ৮৪, ক্যাম্পবেল ৩৩, মায়াভো ৮, নিয়ামহুরি ৮, নাগারাভা ১৪, মুজারাবানি ১*; অ্যাডায়ার ১৯-৩-৪৭-১, ম্যাককার্থি ৮-০-২২-২, হামফ্রেজ ২৮-৭-৫৭-৬, ম্যাকব্রাইন ২৩.৩-৪-৬৯-১, ইয়াং ৭-০-২০-০, ক্যাম্পার ১-০-৩-০)।
ফল: আয়ারল্যান্ড ৬৩ রানে জয়ী।
ম্যাচসেরা: অ্যান্ডি ম্যাকব্রাইন।
সিরিজ: একমাত্র ম্যাচে আয়ারল্যঅন্ড জয়ী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন