শিরোপার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ এএম

২০১৭ সালের সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিলো বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে ২০১৭ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টপকে সেরা চারে খেলে বাংলাদেশ। এখন পর্যন্ত এটাই দলটির সেরা অর্জন। তবে এবার এসব কিছু ছাপিয়ে নতুন ইতিহাস লিখতে চান নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এমনিতে আইসিসি বৈশ্বিক আসরে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার সেমিফাইনাল খেললেও সেখানে ভূমিকা ছিলো বৃষ্টির। এর বাইরে ওয়ানডে বিশ্বকাপে কখনই তিনটার বেশি ম্যাচ জেতেনি বাংলাদেশ। আইসিসির বাইরে এশিয়া কাপেও কখনো শিরোপা জেতা হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। এমনিতে সমীহ করার মতন দল হলেও শিরোপা জেতার লড়াইয়ে বাংলাদেশকে বিশেষজ্ঞরাও কখনো রাখে না। লক্ষ্যের কথা জানাতে অনেকবারই একটি রক্ষণশীল ভঙ্গিতে জবাব দিতে দেখা গেছে বাংলাদেশের অধিনায়কদের। এবার শান্ত বেশ সাহস নিয়েই বললেন বড় স্বপ্নের কথা।
কোনো বৈশ্বিক আসরে কখনও ফাইনালে না খেলা দেশের অধিনায়ক বেশ জোর দিয়েই বললেন, এবার শিরোপার মঞ্চে দাঁড়িয়ে উঁচিয়ে ধরতে চান ট্রফি। সেই মঞ্চে ওঠার অভিযানে আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। তার আগে গতকাল ছিল আনুষ্ঠানিক ফটোসেশন ও সফরপূর্ব সংবাদ সম্মেলন পর্ব। সেখানেই অনেক কথার ভিড়ে দলের লক্ষ্যের ব্যাপারে জানতে চাইলে এক বাক্যের শান্তর স্পষ্ট উত্তর, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’
কোনো শিরোপা না জিততে দলের জন্য চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ঠিক করা বা সেই কথা জোর দিয়ে বলা বেশ সাহসিকতার ব্যাপারই বটে। পাশাপাশি শঙ্কা রয়ে যায় প্রত্যাশার ভারে পিষ্ট হওয়ার। তবে সেই দুর্ভাবনা উড়িয়ে শান্ত বললেন, শিরোপা জেতার বিশ্বাস ও সামর্থ্য দলের সবারই আছে, ‘আমার কাছে এমন কিছু (চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ঠিক করায় বাড়তি চাপ) মনে হয় না। এখানে যে ৮টা দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে। ৮টা দলই কোয়ালিটি দল। আমি বিশ্বাস করি, আমাদের দলের ওই (চ্যাম্পিয়ন হওয়ার) সামর্থ্য আছে। বাড়তি চাপ আমার মনে হয় না কেউ অনুভব করবে। কারণ সবাই এটাই চাচ্ছে। সবাই মনেপ্রাণে এটা চায় এবং বিশ্বাস করে আমাদের সেই সামর্থ্য আছে। আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন, জানি না। আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকটা ক্রিকেটার বিশ্বাস করি যে, আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারব।’
২০১৭ সালে সেমি-ফাইনালে খেলা মাশরাফি বিন মুর্তজার স্কোয়াডে ছিলেন না শান্ত। তবে বাংলাদেশ ক্রিকেটের গৌরবময় সেই সময়টা থেকে এবার প্রেরণা এবারের সফরে শান্তদের সঙ্গী, ‘সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেছি, ভালো একটা স্মৃতি ছিল। সেমি-ফাইনাল খেলেছিলাম। অবশ্যই এটা বাড়তি অনুপ্রেরণা দেবে আমাদের। এছাড়া দেশের মানুষের প্রত্যাশা, পরিবারের প্রত্যাশা, ক্রিকেটারদের প্রত্যাশা তো আছেই। সব মিলিয়ে আমরা যেভাবে প্রস্তুতি নিতে পেরেছি... বিশ্বাস করছি যে, ভালো অবস্থানে যাওয়া সম্ভব।’ লক্ষ্যে পৌঁছানোর প্রস্তুতিটা অবশ্য ভালো হচ্ছে না বাংলাদেশের জন্য। বিপিএলের পর কোনো ওয়ানডে না খেলেই নামতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশের তিন প্রতিপক্ষই এখন যেখানে ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেটে। ‘সেরা প্রস্তুতি’ যে হয়নি, তা এক দিন আগে বলে গেছেন প্রধান কোচ ফিল সিমন্সও। তবে ওই কথার ভুল ব্যাখ্যাই হয়েছে বলে মনে করেন শান্ত। বিপিএলে যেমন উইকেটে খেলা হয়েছে, এ নিয়েও আশাবাদী তিনি, ‘আমার কাছে মনে হয় না কোচ এরকম কোন কিছু বুঝিয়েছে। সংস্করণের দিক থেকে একটু তো ভিন্নতা থাকেই। কিন্তু আমার মনে হয়, যেভাবে ব্যাটসম্যানরা খেলেছে, এই টুর্নামেন্টে উইকেটটা ভালো ছিল, আমরা যে কন্ডিশনে খেলব, আশা করছি, এর চেয়ে ভালো উইকেট থাকবে। ব্যাটসম্যানরা ভালো প্রস্তুতি নিয়েছে। কীভাবে ৫০–৬০–৭০ থেকে ১০০–১৩০ করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। বোলাররাও এই উইকেটে ভালো বল করেছে। আমাদের হাতে এখনো ছয়–সাত দিন আছে, এর মধ্যে আরও গুছিয়ে নিতে পারব।’
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। ‘এ’ গ্রুপে এরপর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে আছে বাকি দুই ম্যাচ। ২৪ ফেব্রুয়ারি কিউইদের ও ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক শিবিরের মুখোমুখি হবেন শান্তরা। সেমিফাইনালে যেতে হলে থাকতে হবে সেরা দুইয়ে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

যে কারণে ম্যাচ বয়কটের হুমকি রিয়াল কোচের
পাকিস্তানের নতুন শুরুর এই দশা!
এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল
দুইবার লিড নিলেও আত্মঘাতী গোলে ম্যানসিটির ড্রয়ের হতাশা
বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড
আরও
X

আরও পড়ুন

ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে পাথর দিয়ে দুই হাত-পা থেঁতলে দিলেন স্বামী

ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে পাথর দিয়ে দুই হাত-পা থেঁতলে দিলেন স্বামী

৯০ দিন ধ‌রে বন্ধ চিলমারী-‌রৌমারী নৌ রু‌টের ফে‌রি

৯০ দিন ধ‌রে বন্ধ চিলমারী-‌রৌমারী নৌ রু‌টের ফে‌রি

শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ-নির্যাতনের বিচারের দাবি

শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ-নির্যাতনের বিচারের দাবি

জিম্মি মুক্তি নিয়ে নেতানিয়াহুর বৈঠক, আলোচনা বাড়ানোর নির্দেশ

জিম্মি মুক্তি নিয়ে নেতানিয়াহুর বৈঠক, আলোচনা বাড়ানোর নির্দেশ

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে ৩১, বেশিরভাগই নারী-শিশু

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে ৩১, বেশিরভাগই নারী-শিশু

শিবগঞ্জে প্রেমিক যুগল জনতার হাতে আটক

শিবগঞ্জে প্রেমিক যুগল জনতার হাতে আটক

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন হাসিনা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ট্রাম্পের! যা জানা গেলো

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন হাসিনা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ট্রাম্পের! যা জানা গেলো

আমদানি কমলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় বেনাপোল কাস্টমসে

আমদানি কমলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় বেনাপোল কাস্টমসে

নাটোরে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নাটোরে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

টেসলার বাজারমূল্য হঠাৎ কমলো, বিশ্লেষকরা বলছেন নজিরবিহীন পতন

টেসলার বাজারমূল্য হঠাৎ কমলো, বিশ্লেষকরা বলছেন নজিরবিহীন পতন

ফ্যাসিস্ট হাসিনার দোসরদের উৎপাত বাংলাদেশের দূতাবাস গুলোতে, এ দায় কার?

ফ্যাসিস্ট হাসিনার দোসরদের উৎপাত বাংলাদেশের দূতাবাস গুলোতে, এ দায় কার?

কলাপাড়ায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

কলাপাড়ায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

যে কারণে ম্যাচ বয়কটের হুমকি রিয়াল কোচের

যে কারণে ম্যাচ বয়কটের হুমকি রিয়াল কোচের

পাংশায় বৈদেশিক মুদ্রা সহ এক চোরাকারবারী গ্রেপ্তার

পাংশায় বৈদেশিক মুদ্রা সহ এক চোরাকারবারী গ্রেপ্তার

দ্রুত রায় কার্যকর চান আবরার ফাহাদের বাবা

দ্রুত রায় কার্যকর চান আবরার ফাহাদের বাবা

‘আবরার ফাহাদ হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য কড়া বার্তা’

‘আবরার ফাহাদ হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য কড়া বার্তা’

পর্তুগালে বাংলাদেশী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা

পর্তুগালে বাংলাদেশী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা

ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে গুতেরেসের ফোন, যা বললেন

ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে গুতেরেসের ফোন, যা বললেন

একদিন বন্ধের পরে আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

একদিন বন্ধের পরে আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাউফলে পিটুনিতে নিহত ডাকাতের পরিচয় পাওয়া গেছে

বাউফলে পিটুনিতে নিহত ডাকাতের পরিচয় পাওয়া গেছে