রেকর্ড সংগ্রহ গড়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
১১ জুন ২০২৫, ০৯:৫৫ এএম | আপডেট: ১১ জুন ২০২৫, ১০:১৯ এএম
শুরুতেই ব্যাট হাতে ঝড় তুললেন জেমি স্মিথ ও বেন ডাকেট। পরে সেই ধারা ধরে রাখলেন হ্যারি ব্রুক, জ্যাকব বেথেলরা। ঘরের মাঠে রেকর্ড সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ছাড়ল ইংল্যান্ডও।
সাউথ্যাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মঙ্গলবার ক্যারিবীয়দের ৩৭ রানে হারিয়েছে ইংলিশরা।
নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড তোলে ৩ উইকেটে ২৪৮ রানে। ঘরের মাঠে যা তাদের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২০২২ সালে ব্রিস্টলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ২৩৪।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিংয়ে নেমেছিল। স্মিথ ও ডাকেট তাদের বোলারদের ওপর চড়াও হয় শুরু থেকেই। তাদের শুরুর জুটি থেকে ৮.৫ ওভারেই আসে ১২০ রান।
সব মিলিয়ে ইংল্যান্ডের এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। সর্বোচ্চ ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজেরই বিপক্ষে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে, ৩ উইকেটে ২৬৭।
জবাবে রভমান পাওয়েলের ৪৫ বলে ৭৯ রানের ইনিংসের পরও ৮ উইকেটে ২১১ রানে আটকে যায় উইন্ডিজ।
ম্যাচে মোট রান হয়েছে ৪৫৯; ইংল্যান্ডে যা সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ৪৫৭। সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, ২০১৩ সালে।
ম্যাচে স্রেফ ২৫টি ডট বল খেলে ইংল্য্যান্ড। তাদের কোনো ম্যাচে যা সর্বানিম্ন।
২০ বলে ফিফটি করা ডাকেট খেলেন ৪৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রানের ইনিংস। সঙ্গে দুটি ক্যাচ নিয়ে ম্যাচের সেরাও তিনি।
২৬ বলে ৫ ছক্কা ও ৪টি চারে ৬০ রান করেন স্মিথ। ব্রাক ২২ বলে ৩৫ এবং বেথেল ১৬ বলে ৪ ছক্কা ও ১ চারে ৩৬ রানে অপরাজিত থাকেন।
জবাবে পাওয়ার প্লে শেষে ২ উইকেটে ৬৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ রানে দুই ওপেনারকে হারায় তারা। শিমরন হেটমায়ার ঝড় তুলে লড়াইয়ের ইঙ্গিত দেন। ইনিংস বড় করতে পারেননি, ৮ বলে ২৬ রানে থামেন তিনি।
শাই হোপের সঙ্গে ৩৯ ও জেসন হোল্ডারকে নিয়ে ৫২ রানের জুটি গড়ে লড়াই চালিয়ে যান রভম্যান পাওয়েল।
অন্যদের ব্যর্থতায় প্রয়োজনীয় রানরেট বাড়তে থাকলে রভম্যানের দুর্দান্ত ইনিংস কেবল হারের ব্যবধান কমায়। ৪৫ বলে ৯ চার ও ৪ ছয়ে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
হেটমায়ার ৮ বলে ২৬ ও হোল্ডার ১২ বলে ২৫ রান করেন।
বল হাতে ৩১ রানে ৩ উইকেট নেন লুক উড। ৩০ রানে দুটি নেন আদিল রশিদ।
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে ব্রুকের শুরুটা হলো দুর্দান্ত। সব মিলিয়ে ছয় ম্যাচের সবকটিতেই জয় পেলেন তিনি।
ইংল্যান্ডে দুই সিরিজে হোয়াইটওয়াশড হয়ে এখন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২০ ওভারে ২৪৮/৩ (স্মিথ ৬০, ডাকেট ৮৪, বাটলার ২২, ব্রুক ৩৫*, বেথেল ৩৬*; আকিল ৪-০-৪২-১, হোল্ডার ৪-০-৪৩-০, শেফার্ড ২-০-৩৯-০, জোসেফ ৪-০-৬০-০, মোটি ৪-০-৪৪-১, রাদারফোর্ড ২-০-২০-১)
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২১১/৮ (লুইস ৯, চার্লস ৯, হোপ ৪৫, হেটমায়ার ২৬, রাদারফোর্ড ১, পাওয়েল ৭৯*, শেফার্ড ০, হোল্ডার ২৫, মোটি ১, আকিল ১*; উড ৪-০-৩১-৩, কার্স ৪-০-৬৩-১, জ্যাকস ১-০-১৫-০, ডসন ৪-০-৩৪-১, বেথেল ৩-০-৩২-১, রাশিদ ৪-০-৩০-২)
ফল: ইংল্যান্ড ৩৭ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড ৩-০তে জয়ী
ম্যান অব দা ম্যাচ: বেন ডাকেট
ম্যান অব দা সিরিজ: জস বাটলার
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইরানে মার্কিন বর্বরোচিত হামলা বিশ্বমানবতাকে ভাবিয়ে তুলছে

কমিটি গঠনের ২দিন পরই স্থগিত হলো শেরপুরের নালিতাবাড়ী এনসিপির কমিটি !

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপির নতুন প্রস্তাব

রাতের ভোটের নুরুল হুদাকে ধরে পুলিশে দিলো বিক্ষুব্ধ জনতা

ট্রাম্পের বিশ্বাসঘাতকতা

সাহেবাবাদ ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি হলেন ব্যারিস্টার আব্দুল আল মামুন

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সল বিপ্লব গ্রেপ্তার

শেরপুরে জনপ্রিয় ষাড়ের মই দৌড় প্রতিযোগীতায় আনন্দে মেতে উঠে হাজারো মানুষ

শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে পড়ে শিশু নিখোঁজের ৫ ঘন্টা পর মৃত উদ্ধার করলো ডুবুরিরা

জকিগঞ্জে ‘মৃত ব্যক্তি’ জীবিত ফিরে এলেন: দাফনের আগ মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা

কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেলো যুবকের

ডা. জোবাইদা রহমানের জন্মদিনে রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আজ ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

অবশ্যই ইসি পুনঃগঠন হবে : এনসিপি

চার্জ গঠন বিষয়ে শুনানি ২৯ জুন

উন্নতমানের গবেষণার পরিবেশ পেলে মেধাবীরা আবার দেশে ফিরবে : সালাহ উদ্দিন আহমেদ

সচিবালয়ের ভেতর সব সংগঠন বাতিলের নির্দেশনা চেয়ে রিট

দুদকের মামলায় স্ত্রীসহ খালাস পেলেন বিএনপি নেতা দুলু

নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

দক্ষিণ সিটিতে সকল নাগরিক সেবা প্রদানের আহ্বান, গাফিলতিতে ব্যবস্থা