দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ গড়ে আইরিশদের উড়িয়ে দিল উইন্ডিজ
১৬ জুন ২০২৫, ০৭:৫০ এএম | আপডেট: ১৬ জুন ২০২৫, ০৭:৫০ এএম

ব্যাট হাতে শুরুতেই ঝড় তুললেন শেই হোপ ও এভিন লুইস। সেই ধারা ধরে রাখলেন দলের বাকিরাও। রান উৎসবের ম্যাচে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বেচ্চ সংগ্রহ গড়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।
ব্রেডিতে রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের ৬২ রানে হারিয়েছে ক্যারিবীয়রা। ২৫৭ রানের বিশাল লক্ষ্যে ৭ উইকেটে ১৯৪ রানে আটকে যায় আয়ারল্যান্ড।
সিরিজের প্রথম দুই ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। যে কারণে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল উইন্ডিজ।
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ এনে দেওয়ায় সবচেয়ে বড় অবদান লুইসের। ৪৪ বলে আট ছক্কা ও সাত চারে তিনি করেন ৯১ রান। ম্যাচসেরাও এই ওপেনার।
সফরকারীদের ইনিংসে ২০ ওভারে এসেছে ২০টি করে ছক্কা ও চার। টি-টোয়েন্টিতে তাদের কোনো ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা আছে কেবল একবার।
বাউন্ডারি থেকে দলটি করেছে দুইশ রান। এই সংস্করণে প্রথমবার দলটি দুইশ রান করতে পারল কেবল চার ও ছয় মেরে। অন্যদিকে, আয়ারল্যান্ডের ইনিংসে ১১ ছক্কার সঙ্গে আছে ১৪টি চার।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন দুই ক্যারিবিয়ান ওপেনার হোপ ও লুইস। পাওয়ার প্লের ৬ ওভারে আসে ৭০ রান।
২৯ বলে পঞ্চাশ স্পর্শ করেন লুইস, ২৩ বলে হোপ। একাদশ ওভারে এই জুটি ভাঙে ১২২ রানে।
২৭ বলে চারটি করে ছক্কা ও চারে ৫১ রান করেন হোপ। বেশিক্ষণ টেকেননি রভম্যান পাওয়েল। সেঞ্চুরির আশা জাগিয়ে ৯১ রানে থামেন লুইস। দুই জনই ম্যাথু হাসফ্রেজের শিকার। ব্যাটসম্যানের তাণ্ডবের ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনি নেন ২ উইকেট এই বোলার।
তিনটি চার মেরেই থেমে যান শিমরন হেটমায়ার। ২২ বলে চারটি করে ছক্কা ও চারে অপরাজিত ৪৯ রানের ঝড়ো ইনিংসে দলকে আড়াইশ রানে নিয়ে যান অভিষিক্ত কেসি কার্টি। তিন ছক্কায় ৬ বলে ১৯ রানে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড।
অভিষিক্ত পেসার লিয়াম ম্যাককার্থি ৪ ওভারে দেন ৮১ রান, টি-টোয়েন্টিতে যা আয়ারল্যান্ডের কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিং। এই সংস্করণে সব দেশ মিলিয়ে এর চেয়ে খরুচে বোলিং আছে কেবল একটি।
রান তাড়ায় আয়ারল্যান্ডের কেউ পঞ্চাশ ছুঁতে পারেননি। কিন্তু সবার মিলিত অবদানে দুইশ রানের কাছাকাছি যায় দলটি।
দ্বিতীয় ওভারে অধিনায়ক পল স্টার্লিং ফেরার পর আয়ারল্যান্ডের প্রথম শতরানের জুটি উপহার দেন হ্যারি টেক্টর ও রস অ্যাডায়ার।
২৫ বলে ৩৮ রান করা অ্যাডায়ারকে এলবিডব্লিউ করে ১০১ রানের জুটি ভাঙেন রোস্টন চেইস। পরের ওভারে চার বলের মধ্যে লর্কান টাকার ও রস অ্যাডায়ারকে (৩৬ বলে ৪৮) বিদায় করেন আকিল হোসেন।
শেষ দিকে চার ছক্কায় ১৪ বলে অপরাজিত ৩১ রানে পরাজয়ের ব্যাবধান কমান মার্ক অ্যাডায়ার।
ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার আকিল, নেন ২৭ রানে ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২৫৬/৫ (লুইস ৯১, হোপ ৫১, পাওয়েল ২, হেটমায়ার ১৫, কার্টি ৪৯, হোল্ডার ১৮, শেফার্ড ১৯; হামফ্রেজ ৪-০-১৬-২, মার্ক অ্যাডায়ার ৪-০৫২-১, ব্যারি ম্যাককার্থি ৪-০-৫৫-১, লিয়াম ম্যাককার্থি ৪-০-৮১-০, হোয়াইট ৪-০-৫০-০)
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৯৪/৭ (স্টার্লিং ১৩, রস অ্যাডায়ার ৪৮, টেক্টর ৩৮, টাকার ১, টেক্টর ৭, ডকরেল ৭, মার্ক অ্যাডায়ার ৩১, ব্যারি ম্যাককার্থি ২, লিয়াম ম্যাককার্থি ১৬; আকিল ৪-০-২৭-৩, হোল্ডার ৪-০-৪৯-২, শেফার্ড ৩-০-২৩-১, জোসেফ ৪-০-৪৪-০, মোটি ৩-০-২৮-০, চেইস ২-০-১৬-১)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬২ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে জয়ী
ম্যান অব দা ম্যাচ: এভিন লুইস
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, ৯৮ গ্রাম প্লাবিত

জুলাই-আগস্টে গণহত্যা: হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

অর্থকষ্টে ফর্ম ফিলাপ করতে না পারা শিক্ষার্থীর পাশে ইবি ছাত্রদল নেতা

১০০ বছর পূরণ করলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির

শ্রমিক কল্যাণে বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৫৬ লাখ টাকা অনুদান

দুমকীতে জেলা বিএনপির নবনির্বাচিত নের্তৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

বাবার চিকিৎসার জন্য গিয়ে ভারতীয়দের রোষানলে বাংলাদেশি যুবক! ভিডিও ভাইরাল

ফরিদপুরে ডেঙ্গুসহ ঠাণ্ডাজনিত রোগী হাসপাতাল ঠাঁসা , রোগী সুস্থের ফল আপেল- মাল্টা - আঙুর বিক্রি হচ্ছে চড়া দামে

আরও সাতটি দেশের পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায় হতচকিত ইসরায়েল-যুক্তরাষ্ট্র

চিরিরবন্দরে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেড কর্মী নিহত

এবার সউদী আরবে সম্পত্তি কিনতে পারবে প্রবাসীরা

অবশেষে ২০ দিন পর খুলছে ঢাকা মেডিকেল কলেজ

‘হাসিনাকে রক্ষা করা অনৈতিক’—ভারতের প্রতি প্রেস সচিবের কড়া বার্তা

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ সাত জনকে পুশইন

হাসিনার গুলির নির্দেশ: ফাঁস হওয়া অডিও যাচাইয়ের পদ্ধতি প্রকাশ করল বিবিসি

হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তিন দিনের শুল্ক আলোচনা শুরু

হাবিপ্রবিতে কর্মকর্তাদের মধ্য হতে রেজিস্ট্রার, পরিচালক নির্ধারিত পদে নিয়োগের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি