প্যাড ছাড়াই ব্যাটিংয়ে রউফ!
বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করে সবার মনে কী এক ‘ভীতি’ই না ছড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান! নেতিবাচক দিক থেকে দেখলে ভীতি, ইতিবাচক দিক থেকে সচেতনতাও বটে। ১৪৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ-শ্রীলঙ্কার সে ম্যাচেই বিশ্ব প্রথমবার টাইমড আউট দেখেছে। তবে আরেকটি টাইমআউট থেকে বাঁচতে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে গতকাল পাকিস্তানি পেসার হারিফ রউফ যা করলেন তাতে...