লেভারকুজেনে বিদায় বায়ার্নের

৮৬৬ ম্যাচে নয়ারের প্রথম লাল কার্ড!

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম

দলকে বাঁচাতে গিয়ে নিজের দীর্ঘ দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। নয়ারের লাল কার্ড দেখার ম্যাচে কপাল পুড়েছে বায়ার্নেরও। ৩৮ বছর বয়সী এই জার্মান গোলরক্ষক মঙ্গলবার বায়ার্ন মিউনিখের জার্সিতে খেলতে নেমে পেশাদার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখলেন। ২০০৪ সালে শুরু পেশাদার ফুটবল ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৬৬ ম্যাচে এবারই প্রথম বহিষ্কার হওয়ার তিক্ত অভিজ্ঞতা হলো জার্মান তারকা গোলরক্ষকের।
জার্মান কাপের শেষ ষোলর ম্যাচে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচের শুরুতেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্ন অধিনায়ক নয়ার। খেলার শুরুতেই গোলরক্ষককে হারিয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। একজন কম নিয়েও অবশ্য প্রতিপক্ষকে দীর্ঘক্ষণ আটকে রেখেছিলো তারা। তারপরও হার এড়াতে পারেনি বায়ার্ন। জার্মান কাপে রেকর্ড চ্যাম্পিয়নদের বিদায় করে কোয়ার্টার-ফাইনালে উঠল বায়ার লেভারকুজেন। আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। একমাত্র গোলটি করেন ন্যাথান টেলা।
গত মৌসুমের শিরোপাশূন্য যাত্রায় জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল বায়ার্ন। এবার বুন্দেসলিগায় দারুণ ছন্দে এগিয়ে চললেও কাপের লড়াইয়ে থেমে গেল তাদের যাত্রা। এবারের বুন্দেসলিগায় এখন পর্যন্ত অপরাজিত বায়ার্ন চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে প্রথম হারের স্বাদ পেল। তাতেই শেষ হয়ে গেল তাদের একটি শিরোপা স্বপ্ন। জার্মান কাপে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নরা সবশেষ এর শিরোপা জিতেছিল ২০১৯-২০ মৌসুমে। সেই থেকে এই নিয়ে পাঁচ আসরে একবারও কোয়ার্টার-ফাইনালের পর্ব পার হতে পারেনি তারা। ম্যাচের ১৭ মিনিটে বড় ধাক্কা খায় বায়ার্ন। বক্স থেকে বেরিয়ে প্রতিপক্ষের ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বায়ার্ন গোলরক্ষক নয়ার। ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করে নয়ার বলেন, ‘লাল কার্ডটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। আমরা কষ্ট পাচ্ছি, আমি দুঃখিত।’
গতবার বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়া লেভারকুজেনের এবার লিগে যাত্রা আশানুরূপ হচ্ছে না। শীর্ষে থাকা বায়ার্নের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তিন নম্বরে আছে তারা। তবে বায়ার্নের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে সুখকর যাত্রা অব্যাহত রাখল দলটি। মিউনিখের দলটির বিপক্ষে এই নিয়ে সবশেষ পাঁচ বারের দেখায় অপরাজিত রইল তারা। শেষ পাঁচ ম্যাচে তাদের জয় তিনটি, দুটি ড্র।
এদিকে, লা লিগায় মায়োর্কাকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে বার্সেলোনা। টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ে ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। রিয়াল মায়োর্কার বিপক্ষে অনেকগুলো সুযোগ হারানোর পর দ্বিতীয়ার্ধে জ্বলে উঠল তারা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতে আপাতত লিগ টেবিলের শীর্ষে অবস্থান সংহত করল হান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচে ৫-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। চারটি গোল করেছে তারা দ্বিতীয়ার্ধে। শুরুতে ফেরান তোরেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান মারিকি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দলকে ফের এগিয়ে নেওয়ার পর নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান রাফিনহা। বদলি নেমে পরের দুটি গোল করেন ফ্রেংকি ডি ইয়ং ও পাউ ভিক্টর।
এবারের লা লিগায় ১৬ ম্যাচে রাফিনহার গোল হলো ১১টি। ১৫ গোল নিয়ে চূড়ায় আছেন তার সতীর্থ রবার্ত লেভানডস্কি, যাকে এই ম্যাচে বিশ্রাম দেন কোচ। এই মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে রাফিনহার গোল এখন ১৬টি। লিগে গত তিন রাউন্ডে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হারের পর সেল্টা ভিগোর সঙ্গে ২-২ ড্র এবং এরপর লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। ১৬ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩৭। দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে মায়োর্কা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টানা ষষ্ঠ সিরিজ জয়
হারের বৃত্তে সিটি, নেমে গেল ছয়ে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
আরও

আরও পড়ুন

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত

থিনেস্ট স্বাস্থ্যের

থিনেস্ট স্বাস্থ্যের