ভিন্ন ম্যাচে আজ মাঠে নামছে মোহামেডান-আবাহনী
১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ঘরোয়া ফুটবলের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রæপ ফেডারেশন কাপে আজ ভিন্ন ম্যাচে মাঠে নামছে বর্তমান রানার্সআপ ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। এবারের ফেডারেশন কাপে মোহামেডান-আবাহনী একই গ্রুপে পড়েছে। ফলে টুর্নামেন্টের গ্রæপ পর্বেই দেখা হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্ব›দ্বী। তবে তার জন্য আরও অপেক্ষা করতে হবে দ্ইু দলের সমর্থকদের। আগামী মাসে হবে ‘বি’ গ্রুপের সেই কাঙ্খিত দ্বৈরথ। এই গ্রæপের অন্য তিন দল হলো-চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। আজ ‘বি’ গ্রæপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে মোহামেডান। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দাপটের সঙ্গেই শুরু করেছে মোহামেডান। লিগে শুরুর ম্যাচে আরেক ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে বিপিএলের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-০ ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে সাদাকালোরা। যদিও মৌসুমের প্রথম এক ম্যাচের টুর্নামেন্ট বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে তোলা হয়নি মোহামেডানের। বসুন্ধরার কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয় তারা। তবে চ্যালেঞ্জ কাপে হারের মধুর প্রতিশোধ লিগে নিয়েছে ঐতিহ্যবাহীরা। বিপিএলে টানা দুই জয়ে এখন দারুণ ছন্দে আছে মোহামেডান। ফেডারেশন কাপেও জয়ের ধারায় থাকতে আত্মবিশ্বাসী তারা। তাদের আজকের প্রতিপক্ষ রহমতগঞ্জের মৌসুম শুরু হয়েছে লিগের ম্যাচ দিয়ে। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ ৩-১ গোলে হারায় ফর্টিস এফসিকে। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে ঢাকা আবাহনী-বসুন্ধরার মতো দলগুলোকে পেছনে ফেলে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। লিগে তাদের বর্তমান পারফরম্যান্সই বলে দিচ্ছে আজ শক্তিশালী মোহামেডানকেও চ্যালেঞ্জের মূখে ফেলতে যাচ্ছে পুরান ঢাকার জায়ান্ট কিলাররা। তবে বসুন্ধরার মতো বড় দলকে মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ দেয়া মোহামেডান যে রহমতগঞ্জকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে মুখিয়ে আছে তা কোচ আলফাজ আহমেদের কথায় প্রামাণ করে। আলফাজ গতকাল বলেন,‘আমরা লিগের জয়ের ধারা ফেডারেশন কাপেও ধরে রাখতে চাই। রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপও জয় দিয়েই শুরু করার লক্ষ্য আমাদের।’
অন্যদিকে ঢাকা আবাহনী এবার খুব ভালোমানের দল গড়তে পারেনি। নিতে পারেনি কোনো বিদেশী ফুটবলারও। তাই স্থানীয় ফুটবলারদের উপরই ভরসা করতে হচ্ছে ধানমন্ডির ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে। লিগে নিজেদের প্রথম ম্যাচে বিদেশী ফুটবলার সমৃদ্ধ ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে আবাহনী। তুলনামূলক কম শক্তির দুই দলের বিপক্ষে দুই ম্যাচের এই ফলাফল আবাহনীর পক্ষে হলেও দলের সার্বিক পারফরম্যান্সে দুর্বলতার ছাপ স্পষ্ট। নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে দর্শকও টানতে পারেনি বিপিএলের ছয়বারের চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীও খুব ভালো মানের দল গড়তে পারেনি। লিগে দুই ম্যাচ খেলে দু’টিতেই হেরে তালিকায় সবার শেষে তাদের নাম। চট্টগ্রাম আবাহনী বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হবার পর দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছে। তাই বলা যায় ঢাকা আবাহনীর সামনে দাঁড়াতে কষ্ট হবে চট্টগ্রাম আবাহনীর।
এবারের ফেডারেশনকাপ মাঠে গড়িয়েছে ৩ ডিসেম্বর। এরই মধ্যে শেষ হয়েছে ‘এ’গ্রæপের দুই ম্যাচ। তবে ‘বি’ গ্রæপের ম্যাচ আজই প্রথম মাঠে গড়াবে। সপ্তাহের প্রতি মঙ্গলবার থাকছে ফেডারেশন কাপের খেলা। দুই গ্রæপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। এবার গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে কোয়ালিফায়ার ও এলিমেনেটর করা হয়েছে। সেখানে দুই গ্রæপের দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। ঐ ম্যাচের পরাজিত দল খেলবে দুই রানার্সআপের মধ্যকার জয়ী দলের সঙ্গে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের