এখনই ভারত ম্যাচের উত্তাপ পাচ্ছেন ক্যাবরেরা
১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। সি-গ্রুপে বাংলাদেশ-ভারতের সঙ্গে আছে হংকং ও সিঙ্গাপুর। গতকাল এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ২৪ দল ছয়টি গ্রুপে খেলবে। প্রত্যেক গ্রুপে চারটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর সউদী আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ২০২৫ সালের মার্চ থেকে পরের বছরের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এটি লাল সবুজদের অ্যাওয়ে ম্যাচ। আগামী বছরের মার্চে ভারতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
মাত্রই ড্র অনুষ্ঠিত হয়েছে। খেলা আগামী বছরের মার্চে। অথচ এখনই নাকি ভারত ম্যাচের উত্তাপ অনুভব করছেন বাংলাদেশের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্রতে সবশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী পট-৪ এ জায়গা হয় বাংলাদেশের। ড্র অনুযায়ী ‘সি’ গ্রুপের চার দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ (১৮৫তম)। এই গ্রুপের শীর্ষ দল ভারত, ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৩৭তম। মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও দুই দলের সবশেষ দেখার রেকর্ড আশা জাগানিয়া। ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-১ ব্যবধানে রুখে দিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে এগিয়ে থেকেও ম্যাচের শেষ দিকে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজরা। আগামী মার্চে শুরু হওয়া এশিয়ান কাপ বাছাই পর্বের ড্র দেখে বাংলাদেশ কোচ ক্যাবরেরা কাল গণমাধ্যমকে বলেন,‘ড্রয়ে আমরা চ্যালেঞ্জিং গ্রæপে পড়েছি, কিন্তু এই গ্রæপ নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিতও।’ বিশেষ করে ভারত ম্যাচ তার আগ্রহ বেশি। তাই তো তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে অসাধারণ ম্যাচ হবে আমাদের জন্য। খুব রোমাঞ্চকর একটি গ্রæপ হয়েছে। চ্যালেঞ্জিংও। আমি মনে করি এটি একটি খুব আকর্ষণীয় গ্রæপ। আকর্ষণীয় এই অর্থে যে আমাদের সামনে তিনটি দল রয়েছে এবং আমাদের ছয়টি ম্যাচ খেলার সুযোগ থাকছে। ম্যাচগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে। আমরা ঘরের মাঠে ম্যাচ গুলোতে জয় পেতে লক্ষ্য নির্ধারণ করতে পারি।’
ক্যাবরেরা কোচ যোগ করেন, ‘ভারতের বিপক্ষে আমাদের ভালো খেলার সুযোগ রয়েছে। আমার মনে হয় বাংলাদেশ দলের খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তারা সকলেই তাদের বিপক্ষে খেলার জন্য দীর্ঘ সময় ধরে উন্মুখ হয়ে অপেক্ষায় রয়েছেন।’ প্রতিপক্ষ সিঙ্গাপুরকে নিয়ে ক্যাবরেরা বলেন, ‘আমাদের গ্রæপে সিঙ্গাপুর পড়েছে। তারা র্যাঙ্কিংয়ে গ্রæপের সকলের চেয়ে এগিয়ে। বাকি দলগুলো তাদের চাইতে পিছিয়ে রয়েছে র্যাঙ্কিংয়ের হিসেবে। সিঙ্গাপুর সম্ভবত আক্রমণে সবচেয়ে শক্তিশালী দল। তবে এখনও নিশ্চিতভাবে আমাদের সম্ভাবনা রয়েছে এবং তাদের সঙ্গে মুখোমুখি লড়াই করার শক্তি আমাদের রয়েছে।’
বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়ান কাপ ফুটবলের মূলপর্বে খেলেছে। এরপর আর কখনো বাছাই পর্ব টপকাতে পারেনি তারা। এশিয়ান কাপে এখন এশিয়ার শীর্ষ ২৪টি দেশ অংশ নেয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের