বুধবার থেকে সাবিনাদের ক্যাম্প
১২ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম
গত বছরের অক্টোবরে নেপালের কাঠমান্ডু থেকে টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জিতে পরের মাসের তৃতীয় সপ্তাহে ছুটিতে গিয়েছিলেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা। তাদের এই ছুটি ছিল অনির্দিষ্টকালের জন্য। এই প্রথম সাবিনা খাতুন-মারিয়া মান্ডাদের ছুটির নির্দিষ্ট কোনো তারিখ ছিলনা। তবে নারী ফুটবলারদের কবে ক্যাম্পে ফিরতে হবে, ছুটির সময় তা জানানো হয়নি সিনিয়রদের। যদিও কিছুদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডাারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছিলেন, জানুয়ারির মাঝামাঝিতে সিনিয়র মেয়েদের ক্যাম্পে ডাকা হবে। এরই মধ্যে সাবিনাদের ক্যাম্পে যোগদান করতে বলা হয়েছে। আগামী বুধবার জাতীয় দলের যে খেলোয়াড়রা ছুটিতে ছিলেন তারা ক্যাম্পে যোগ দেবেন। গতকাল বাফুফের দায়িত্বশীল সুত্রে এ তথ্য জানা যাায়।
এদিকে ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে জাতীয় নারী দলকে প্রীতি ম্যাচ খেলাতে চেয়েছিল বাফুফে। প্রথমে সউদী আরবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সউদী প্রথমে খেলতে রাজি হলেও পরে ‘না’ করে দিয়েছে। বাফুফে বিকল্প হিসেবে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু এ দুই দেশের কেউই সবুজ সংকেত দেয়নি। এ প্রসঙ্গে কাল মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিলাম। তবে এখনও কোনো দল পাওয়া যায়নি। তাই মার্চের উইন্ডোকে সামনে রেখেই মেয়েরা প্রস্তুতি নেবে। ১৫ জানুয়ারি ক্যাম্পে ফিরে সাবিনার নিরবিচ্ছিন্নভাবে অনুশীলন করবে। ২৩ জুন থেকে ৫ জুলাই এশিয়ান কাপের বাছাই পর্ব আছে।’
আপাতত স্থানীয় কোচদের অধীনেই নারী দলের অনুশীলন চলবে। ইংলিশ কোচ পিটার বাটলার যোগ দেবেন আগামী মাসে। পিটারের অধীনেই সাবিনারা গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের নারী কমিটির চেয়ারপার্সন কিরণ বলেছিলেন, তারা দক্ষিণ এশিয়ার বাইরের শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলতে চান।
সেই লক্ষ্যে সউদী আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ কয়েকটি দলের সঙ্গে চিঠি চালাচালি করছিল বাফুফে। ২০২৫ সালে এশিয়ান বাছাই ছাড়া সাবিনাদের মাঠে নামার জন্য প্রীতি ম্যাচের ওপরই নির্ভর করতে হবে। নতুন বছরের প্রথম উইন্ডোই হয়তো মিস করতে যাচ্ছে জাতীয় দলের মেয়েরা। ফেব্রুয়ারিতে তিন ম্যাচের উইন্ডো ছিল। দল না পাওয়ায় হয়তো ফেব্রুয়ারি উইন্ডোতে ম্যাচ খেলা হচ্ছে না সাবিনাদের। তাই বাফুফে এখন মার্চের উইন্ডোতে দুই ম্যাচ খেলার চেষ্টা করবে।
২০২৫ সালে নারীদের ফিফা উইন্ডো আছে ফেব্রুযারি, মার্চ-এপ্রিল, মে-জুন, অক্টোবর ও নভেম্বর-ডিসেম্বরে। বাফুফে চাইলে ১০ থেকে ১২টি ম্যাচ খেলার সুযোগ পাবে মেয়েরা। বিদায়ী বছরে জাতীয় নারী ফুটবল দল ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে চারটি প্রীতি ও চারটি সাফ চ্যাম্পিয়নশিপে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসলামি দলগুলোর ঐক্য চায় জামায়াতের আমির ও চরমোনাই পীর
শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প
বাগবাড়ীতে ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
পাকুন্দিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে বিএনপি নেতা খুন
গাজীপুরে মহাসড়ক ঘেঁষে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা
শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হবে ভারতের প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন: আইন উপদেষ্টা
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রায়হান ফারহি, সম্পাদক মোফাজ্জল
লামায় ৪ ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা
পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও কর্মশালা
গেল বছর উখিয়া টেকনাফে ১৯২ জনকে অপহরণ: সংখ্যা আর কত বৃদ্ধি পেলে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের টনক নড়বে!
মেসির আচরণে ক্ষুব্ধ মেক্সিকোর সাবেক তারকা ফুটবলার
র্যাশফোর্ডের নতুন ঠিকানা বার্সালোনা?
জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে: হাসান সরকার
তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করলেন প্রেসিডেন্ট
নরসিংদীতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ চলছে
কুষ্টিয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলাচল করছে বালুভর্তি ড্রামট্রাক
আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ কোটি টাকা মূল্যের ১৬টি দোকান পুড়ে ছাই