৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার জয়ের হাসি
২২ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম
দুর্দান্ত এক প্রথমার্ধ শেষ করার পর এমন শেষের প্রত্যাশা নিশ্চয় ছিলনা কোন বেনফিকা সমর্থকদের।৩-১ গোলের প্রথমার্ধ শেষ করার দলটি বিরতির পরেও পেয়েছে জালের দেখা।তবে এসময় অসাধারণ প্রত্যাবর্তনের প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে দারুণ এক জয় তুলে নেয় লিভারপুল।
মঙ্গলবার বেনফিকার মাঠে নয় গোলের থ্রিলারটি ৫-৪ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন রাফিনিয়া।লেভানদোভস্কিও করেছেন জোড়া গোল।
হারে আসর শুরুর পর তারুণ্যদীপ্ত দল নিয়ে টানা পাঁচ জয় পেয়েছে কাতালানরা। ৬ ম্যাচে ৫ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে হ্যান্সি ফ্লিকের দল। সবশেষ বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বও নিশ্চিত করে ফেলেছে বার্সা। জয়ের ধারা বজায় রাখার মিশনে এবার তাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।
বার্সা দারুণভাবে লড়াই করে পরের রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সাত খেলায় ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে তারা।
বেনফিকা জয় হাতছাড়া করে সেরা আটের বেশ কাছে থাকার সুযোগ আপাতত হারালো। গ্রুপের সেরা আট দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। পর্তুগিজরা ১০ পয়েন্ট নিয়ে প্লে অফের জায়গা ১৮তম স্থানে নেমে গেলো।
গ্রিক স্ট্রাইকার পাভলিদিস দুই মিনিট যেতেই গোল করেন। ১১তম মিনিটে টমাস আরাউজো বক্সের মধ্যে আলেজান্দ্রো বালদেকে ফাউল করলে ভিএআরে পেনাল্টি পেলে রবার্ট লেভান্দোভস্কি গোল করে বার্সাকে সমতায় ফেরান।
পাভলিদিস আবার বেনফিকাকে এগিয়ে দেন। শেসনি বক্স ছেড়ে বেরিয়ে এলে খালি জালে বল জড়ান তিনি। আধঘণ্টা পার হতে কেরেম আক্তুরকগ্লুকে বার্সা কিপার ফাউল করলে পেনাল্টি থেকে ৩-১ করেন পাভলিদিস।
বেনফিকা কিপার আনাতলি ট্রুবিনের ভুলে বার্সা ব্যবধান কমায়। বল ক্লিয়ার করে তিনি রাফিনিয়াকে দেন। ব্রাজিলিয়ান তারকা সুযোগ কাজে লাগিয়ে ৬৪তম মিনিটে ব্যবধান ৩-২ করেন।
রক্ষণে বার্সার আরেকটি ভুলে বেনফিকা চার মিনিট পর আবার দুই গোলে এগিয়ে যায়। রোনাল্ড আরাউজো আত্মঘাতী গোল করেন। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে লেভান্ডোভস্কি জাল কাঁপান।
নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকরে পেদ্রির ক্রসে এরিক গার্সিয়ার লাফানো হেডে বার্সা সমতা ফেরায়।
ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে প্রতি আক্রমণ থেকে রাফিনিয়া জাল কাঁপালে বার্সা বুনো উল্লাসে মেতে ওঠে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রলীগের বার্তা: ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে; জয় বাংলা’
আমেরিকার সেকেন্ড লেডি হিসেবে উষা ভ্যান্সের অভিষেক
দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে জরিমানা
ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে -ব্যারিস্টার অমি
‘প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য 'আই কিউ টেস্ট' তৈরি খুবই গুরুত্বপূর্ণ’
গাজায় যুদ্ধবিরতির পর নিহতদের অবশিষ্টাংশ খুঁজছে পরিবারগুলো
নগরকান্দায় স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে, শ্যালকের বউ নিয়ে উধাও জার্মান প্রবাসী
৪ ব্যাংক থেকে এস আলম গ্রুপের লুট প্রায় ২ লাখ কোটি টাকা
দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে অন্তত ১৯ জন নিহত, উদ্ধার কাজ চলছে
গণহত্যার আসামী জিয়ার আবেদন ‘অপরিপক্ব’, খারিজ করলেন ট্রাইব্যুনাল
আ’লীগ পাপিষ্ট এক ফ্যাসিস্ট রেজিম তাদের তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না
উইন্ডিজকে উড়িয়ে বিশ্বকাপের দুয়ারে বাংলাদেশ
ঝিকরগাছায় বেপোরোয়া মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ
আইনপ্রণেতাদের গ্রেপ্তারের নির্দেশ অস্বীকার করলেন ইউন সুক-ইয়োল
সম্ভাবনাময় ফসল ক্যাপসিকামে কৃষকের ভাগ্য বদলের চেষ্টা
সিলেট জেলা বারের নির্বাচনে বিএনপির ভরাডুবি
নিষিদ্ধ ছাত্র সংগঠনের কার্যক্রমে সহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নিবে ইবি কর্তৃপক্ষ