রিয়ালের ড্রামাটিক এন্ট্রি
১৪ মার্চ ২০২৫, ১২:৩০ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৫, ১২:৩০ এএম

কিছু বুঝে ওঠার আগেই রিয়াল মাদ্রিদের জালে বল ফেলে ভালো কিছুর আভাস দিয়েছিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে শুরুতেই গোল পেয়ে কোয়ার্টারের স্বপ্ন দেখতে থাকে দিয়েগো সিমেওনির দল। যদিও পরে আর গোল বাড়াতে পারেনি তারা। উল্টো ম্যাচে ফেরার সুযোগ নস্ট করে ম্যাচটা টাইব্রেকারে নিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিস না হলে নির্ধারিত সময়েই নিষ্পত্তি হয়ে যেতো ম্যাচ। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিল রেকর্ড চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলায় অ্যাটলেটিকো ১-০ গোলে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ফলাফল দাঁড়ায় ২-২। শেষে টাইব্রেকারে ম্যাচ জিতে কোয়ার্টারে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল।
পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে থেকেও খেলার প্রথম মিনিটেই গোল হজম করে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকোর ইংলিশ মিডফিল্ডার জন গ্যালাহারের গোলে এগিয়ে যায় তারা। শুরুর ঐ গোলেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পরে নাটকীয় টাইব্রেকারে শেষ হাসি হাসে রিয়াল। দুই দলেরই প্রথম দুটি শট জালে জড়ায়। তবে অ্যাটলেটিকোর জুলিয়ান আলভারেসের শটের পর হঠাৎ বিরতি। খানিক বাদে ভিএআরের সাহায্যে তার গোলটি বাতিল করে দেন রেফারি। কারণ, সিøপ করে পড়ে যাওয়ার আগমুহ‚র্তে শট ঠিকই নিতে পারেন তিনি, কিন্তু বলে স্পর্শ লেগে যায় তার দুই পা। তাতেই বিপত্তি এবং গোল বাতিল। পরে লুকাস ভাসকেসের দুর্বল শট ঠেকিয়ে অ্যাটলেটিকোর আশা জাগান ইয়ান ওবলাক।
কিন্তু মার্কোস ইয়োরেন্তে ক্রসবারে মেরে বসেন। এরপর রিয়ালের শেষ শট নিতে আসেন আন্টোনিও রুডিগার। বল প্রায় ঠেকিয়েই দিয়েছিলেন ওবলাক কিন্তু তার হাতে লেগেও বল চলে যায় গোললাইন পেরিয়ে। মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাটলেটিকোর কোচ-খেলোয়াড়-সমর্থকদের চোখেমুখে হতাশার ছাপ। অন্য পাশে চলতে থাকে রিয়ালের উৎসব। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ষষ্ঠবার টাইব্রেকারে গড়াল মাদ্রিদ ডার্বি এবং প্রতিবারই বিজয়ী দলের নাম রিয়াল মাদ্রিদ।
এদিকে, চার দলের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত হয়েছিল আগের দিন। বুধবার একে একে এই তালিকায় যুক্ত হয় আরো তিন দল। অপেক্ষা ছিল একটি দলের। রুদ্ধশ্বাস টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে আট নম্বর দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল রিয়াল মাদ্রিদ। চ‚ড়ান্ত হয়ে গেছে এই ধাপের লাইনআপও।
২০২৪-২৫ আসরের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান। প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে। আরেক ইংলিশ জায়ান্ট অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। নকআউট পর্বের প্রথম ধাপে বেনফিকার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নেয় পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা।
বুন্দেসলিগার প্রতিপক্ষ বায়ার লেভারকুজেনকে পাত্তাই দেয়নি বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে টানা ষষ্ঠ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে ওঠে ছয়বারের শিরোপা জয়ীরা। দুই লেগ মিলিয়ে ফেইনুর্ডকে ৪-১ গোলে হারায় ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ১২০ মিনিটের লড়াইয়ে ১-১ সমতার পর টাইব্রেকারে লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে জেতে পিএসজি। লিলের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয় পায় ডর্টমুন্ড। ক্লাব ব্রæজের বিপক্ষে দুই লেগ মিলিয়ে অ্যাস্টন ভিলার জয় ৬-১ গোলে। পিএসভি আইন্দহোভেনকে প্রথম লেগে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া আর্সেনাল ফিরতি লেগে ড্র করে ২-২-এ।
শেষ আটের প্রথম লেগ হবে ৮ ও ৯ এপ্রিল, ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি পর্ব।
শেষ আটে মুখোমুখি
আর্সেনাল-রিয়াল মাদ্রিদ
বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান
পিএসজি-অ্যাস্টন ভিলা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি

আড়াইহাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে টহল পুলিশের গাড়ির ধাক্কা, পুলিশ সদস্যসহ ৭ জন আহত

ইউক্রেনে শান্তি চায় না ইউরোপীয় দেশগুলো, রাশিয়ার অভিযোগ

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবি

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য আইনি-লিগ্যাল নোটিশ

কিম জং উনের সঙ্গে এখনো ভালো সম্পর্ক: ট্রাম্প

গুয়ানতানামো বে খালি, অভিবাসীদের ফিরিয়ে আনলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সংস্কারে পাশে থাকার প্রতিশ্রুতি জাতিসংঘের

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনা, ন্যাটোকে যুক্ত করতে চান

ভারতের কেন এত ভয় বাংলাদেশ নিয়ে? বারবার কেন হাসিনাকেই চায় ওরা?

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

নোয়াখালীতে বিআরডিবির অর্থ কেলেঙ্কারি: আওয়ামীলীগ নেতার ১১ বছর জেল, ৩১ লাখ টাকা জরিমানা

ন্যাটোর অস্ত্র উৎপাদন বাড়ানোর আহ্বান রুটের

৯ মিনিটেই শেষ ট্রেনের আগাম টিকিট, আধাঘণ্টায় ২০ লাখ হিট

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ১৭৮ আরোহীবাহী বিমানে ভয়াবহ আগুন

প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল

যুবদলের সভাপতির পায়ের রগ কেটে দিলেন শ্রমিক দল নেতা

সহিংসতা থেকে বাঁচতে রুশ বিমানঘাঁটিতে আশ্রয় নিলেন ৯ হাজার সিরীয়

মসজিদের সামনে মুসলমানদের ওপর হামলা ভারতে, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়