কঠিন পরীক্ষার মুখে রিয়াল মাদ্রিদ
১৬ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম

বিদায়ের শঙ্কা নিয়ে ঘরের মাঠে কঠিন লড়াইয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে ইংলিশ জায়ান্ট আর্সেনালের মুখোমুখি কার্লো আনচেলত্তির দল। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে রিয়ালের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে আর্সেনাল। এবার প্রতিপক্ষের মাঠে হার এড়িয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করতে চায় মিকেল আর্তেতার দল। যদিও ২-০ গোলে হারলেও সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে লন্ডনের ক্লাবটির। তবে রিয়ালের বড় সাপোর্ট ঘরের মাঠে নিজ সমর্থকরা। তাদের মতে আর্সেনালের বিপক্ষে শুরুর দিকে গোল পেলে বাকিটা করে দেবে প্রিয় এই মাঠ। তবে ঘুরে দাড়ানোর ব্যাপারে আশাবাদি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মেয়াদে কার্লো আনচেলত্তির অভিজ্ঞতা ছিল অম্ল মধুর। অভিষেক মৌসুমে আকাশছোঁয়া প্রাপ্তির পরের বছরই হারাতে হয়েছিল চাকরি। সেই তিক্ত অভিজ্ঞতার ছয় বছরের মাথায় আবার পুরোনো ঠিকানায় ফিরে আসেন তিনি। মাদ্রিদে ফেরার সেই গল্পই এবার শোনালেন এই অভিজ্ঞ কোচ। সাফল্যে ভরা কোচিং ক্যারিয়ারে আনচেলত্তি সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন রিয়াল মাদ্রিদেই। ২০১৩ সালের জুনে দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দুটি ট্রফি জয়ের স্বাদ পান তিনি। পরের মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ ও মৌসুমের মাঝামাঝি ক্লাব বিশ্বকাপ জয় করে দলটি। কিন্তু, ওই মৌসুমে মূল তিন শিরোপা লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রের একটিও জিততে না পারায় আনচেলত্তির সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত জানায় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। এই মেয়াদেও প্রথম মৌসুমে দলটিকে আরও সাফল্য এনে দেন আনচেলত্তি। ২০২১-২২ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ কয়েকটি শিরোপা জেতে তারা।
এক মৌসুম বাদে গত বছর আবারও লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের মুকুট পরে দলটি। প্রিয় এই ঠিকানায় এখনও আছেন ৬৫ বছর বয়সী এই কোচ। চলতি মৌসুমে তিনটি বড় শিরোপা জয়ের অভিযানেও আছে তার দল। তাই এবারো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদি কার্লো আনচেলত্তি। গত সপ্তাহে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে হারায় এবার জাদুকরী কিছু করতে হবে রিয়ালের। কার্লো আনচেলত্তির দল সেটা পারবে কিনা, সময়ই বলে দেবে। তবে দলটির মাঝে সেই সামর্থ্য আছে বলে মনে করেন ফুটবল বোদ্ধারা। যদিও আর্সেনালের বিপক্ষে ইউরোপ সেরার মঞ্চে এখনও জয়শূন্য রিয়াল মাদ্রিদ। ইতিহাস বিপক্ষে থাকলেও স্প্যানিশ চ্যাম্পিয়নদের আশাবাদী হওয়ার সুযোগ দেখছেন অনেকেই। অনুকূল ফলের পরও বার্নাব্যুতে নিশ্চিতভাবেই কিছুটা চাপ অনুভব করবে আর্সেনাল। তবে তারা খুব ভালোভাবে প্রশিক্ষিত একটি দল। কোনো দল যদি এই ধরনের স্কোরলাইন থেকে ঘুরে দাঁড়াতে পারে সেটা ঘরের মাঠের রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের অনেক স্মরণীয় সাফল্যের স্বাক্ষী মার্সেলো। এর মধ্যে আছে ঘুরে দাঁড়ানোর দারুণ কিছু অধ্যায়ও। এখন আর তিনি ক্লাবে নেই তবে তার বিশ্বাসটুকু অটুট ভালোভাবেই। রিয়াল মাদ্রিদের এই গ্রেটের বিশ্বাস আর্সেনালের বিপক্ষে তিন গোলের ঘাটতি ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে পারবে তার হৃদয়ের ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে কঠিন সেই চ্যালেঞ্জ নিয়ে নিজেদের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ডেক্লান রাইসের দুর্দান্ত দুটি ফ্রি-কিক ও মিকেল মেরিনোর গোলে আর্সেনাল এগিয়ে আছে ৩-০ গোলে। সাধারণ হিসাব বলবে, সেমি-ফাইনালে এক পা দিয়েই রেখেছে আর্সেনাল। তবে মার্সেলো মনে করিয়ে দিলেন, দলটি রিয়াল মাদ্রিদ, যারা কখনোই শেষের আগে শেষ নয়। উত্তরসূরীদের ওপর শতভাগ বিশ্বাস আছে তার । মার্সেলো বলেন, ‘রিয়াল মাদ্রিদকে কখনোই বিবেচনার বাইরে রাখা যাবে না। যদিও তিন গোল মানে অনেক বড় কিছু। তবে রিয়াল মাদ্রিদকে ভাবনায় রাখতেই হবে এবং আমার পূর্ণ বিশ্বাস আছে, তারা ঘুরে দাঁড়াবে। রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল মাদ্রিদ এবং তারা সবসময় ঘুরে দাঁড়ায়।’ একই সময়ে সান সিরোতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে ইন্টার মিলান। বায়ার্নের মাঠে প্রথম লেগের ম্যাচে ২-১ গোলের জয়ের বাড়তি সুবিধা নিয়েই মাঠে নামবে ইতালিয়ান জায়ান্টরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রাজধানীতে আইবিডব্লিউএফ’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফেনীতে ইনকিলাব সাংবাদিককে নির্যাতন মামলার প্রধান আসামি জামাই ফারুক গ্রেপ্তার

গাজীপুরে বলাৎকারের অভিযোগে এনে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে যানবাহন প্রবেশ বন্ধের সিদ্ধান্ত

ইফার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই

ইউআইইউ বন্ধের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান : জরিমানা আদায়

হামদর্দের গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা

অভিনেতা সিদ্দিককে মারধরের পর পুলিশে সোপর্দ

বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না

দিল্লি আর আওয়ামী দোসরদের দৌরাত্ম্য চলবে না : রাশেদ প্রধান

নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

মিয়ানমার সীমান্ত সংক্রান্ত পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন : বাংলাফ্যাক্ট

দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি হচ্ছে ঋণমান সংস্থা ফিচকে জানাল কেন্দ্রীয় ব্যাংক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার : তথ্য উপদেষ্টা

সউদী নুসুকে কাঙ্খিত হজ ভিসা হচ্ছে না

কোম্পানির মুনাফার জায়গা গো-খাদ্য হতে পারে না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : উমামা ফাতেমা

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা