পাগলাটে ক্লাসিকোয় জিতে শিরোপার পথে বার্সা
১৩ মে ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ১৩ মে ২০২৫, ১২:২৫ এএম

১৪ মিনিটের মধ্যেই কিলিয়ান এমবাপ্পের দুই গোলে লিড নিয়েও শেষ পর্যন্ত হারের মুখ দেখেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে থেকেও এখন উল্টো শিরোপা হারানোর পথে কার্লো আনচেলত্তির দল। ঘরের মাঠে পিছিয়ে পড়েও সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটা এগিয়ে গেল বার্সেলোনা। রোববার লা লিগায় ৪-৩ গোলে মৌসুমের শেষ এল ক্লাসিকো জিতেছে হান্সি ফ্লিকের দল। চ্যাম্পিয়ন হতে শেষ তিন ম্যাচে কেবল একটি জয় প্রয়োজন কাতালানদের। কিলিয়ান এমবাপ্পের চমৎকার হ্যাটট্রিকেও মৌসুমে বার্সেলোনার বিপক্ষে চতুর্থ হার এড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন রাফিনহা। লামিনে ইয়ামাল ও এরিক গার্সিয়া করেন একটি করে গোল। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই গোল চারটি করে বার্সা।
নিজেদের মাঠে প্রায় ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৩টি শট নেয় বার্সেলোনা। এর নয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে নয় শটের পাঁচটি লক্ষ্যে রাখতে পেরেছে রিয়াল। প্রতিপক্ষের মাঠে রিয়ালের শুরুটা ছিল দুর্দান্ত। পঞ্চম মিনিটে সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। ডি বক্সে তাকেই বার্সেলোনা গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনি ফাউল করায় পেনাল্টি পায় সফরকারীরা। এই গোলে দায় বেশি তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সির। তার ভুলেই ডি বক্সে বল পেয়ে যান এমবাপ্পে। বিপদ দেখে বেরিয়ে এসে বল ক্লিয়ার করতে গিয়ে তাকে ফাউল করে বসেন স্ট্যান্সনি। ১৪ মিনিটে ব্যবধান ২-০ করেন এমবাপ্পে। ভিনিসিয়াস জুনিয়রের দারুণ পাসে স্ট্যান্সনিকে এড়িয়ে জাল খুঁজে নেন ফরাসি তারকা।
প্রথম গোলে রেকর্ড স্পর্শ করার পর দ্বিতীয় গোলে তিনি উঠে গেলেন নতুন চূড়ায়। রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের ইতিহাস গড়লেন ফরাসি তারকা। বার্সেলোনার মাঠে ম্যাচের প্রথম ১৪ মিনিটের মধ্যে দুই গোল করে এই কীর্তি গড়েন এমবাপ্পে। তিন দশকের বেশি সময় ধরে রেকর্ডটি ছিল চিলির কিংবদন্তি ইবান সামোরানোর। রিয়ালের জার্সিতে ১৯৯২-৯৩ শুরুর মৌসুমে এই স্ট্রাইকার ৩৭ গোল করেছিলেন ৪৫ ম্যাচে। ইউরোপের সফলতম ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড এমবাপ্পে ৩৯ গোল করলেন ৫৩ ম্যাচে। রবার্ট লেভানডস্কির ২৫ গোল ছাড়িয়ে এবারের লা লিগার সর্বোচ্চ ২৭ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে উঠলেন ২৬ বছর বয়সী এমবাপ্পে।
দুই গোলে পিছিয়ে পড়ে আরো বেশী ভয়ঙ্কর হয়ে ওঠে বার্সেলোনা। প্রথমার্ধেই চার গোল আদায় করে নেয় হ্যান্সি ফ্লিকের দল। এরিক গার্সিয়া ও লামিনে ইয়ামালের পর জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। ৭০ মিনিটে আরো একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। বাকি সময়ে আর খেলায় ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ।
ম্যাচ জয়ের পাশাপাশি অনন্য এক রেকর্ড করেছে বার্সেলোনা। এক মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড গড়লো কাতালান ক্লাবটি। ১৯২৯-৩০ মৌসুমে রিয়ালের বিপক্ষে ১৩ গোল করে রেকর্ড গড়েছিল এসপানিওল। ২০১১-১২ মৌসুমে তাদের পাশে বসে বার্সেলোনা। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১৬ গোল করে এবার রেকর্ডটি এককভাবে নিজেদের করে নিল কাতালানরা। সেইসাথে এবারের মৌসুমের সবগুলো এল ক্লাসিকো জয়ের রেকর্ডও করলো বার্সেলোনা। ৩৫ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করল হ্যান্সি ফ্লিকের দল। তিন রাউন্ড বাকি থাকতে তাদের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে পড়ায় রিয়ালের শিরোপা ধরে রাখার পথ বহুগুণ কঠিন হয়ে গেল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আক্ষেপ ক্লাব বিশ্বকাপে ঘোচাতে চায় ইন্টার

বিজিবির অভিযানে মে মাসে ১৩৩ কোটি ১১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ৭টি ওমরাহ কোম্পানি স্থগিত

রাশিয়ার হামলায় কিয়েভে মার্কিন নাগরিকসহ নিহত ১৪

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে আন্দোলন চলবে

জি-৮ থেকে রাশিয়াকে বাদ দেয়া ‘বিশাল ভুল’ ছিল: ট্রাম্প

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এস আলমের ২০০ একর জমি জব্দের নির্দেশ আফতাবুলের ৯৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নগর ভবন অচলাবস্থার জন্য এই সরকার দায়ী : ইশরাক

বাবার যত্নে ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল: রিজভী

‘ইসরাইল ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না’

ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-দোয়া মাহফিল

দোয়ারাবাজারে সড়ক দূর্ঘটনায় গরুটি মৃত্যু আহত ৪

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ২ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরগঞ্জে জামের গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ভবিষ্যতে ছেড়ে দেব এমন কথা বললে তালাক হয়ে যাওয়া প্রসঙ্গে।

পরিবার থেকে রাষ্ট্র : ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের উপায়

ইরান-ইসরাইল যুদ্ধ এবং জেরুজালেমের মুক্তির প্রশ্ন

সকলের দৃষ্টি এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে