রেফারি লাঞ্ছিত, বাফুফে ঘুমন্ত!
১৩ মে ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ১৩ মে ২০২৫, ১২:২৫ এএম

এক দিকে নেই সম্মানী, আরেক দিকে সম্মানহানী ফলে ঘরোয়া ফুটবলের সব আসরেই বেশিরভাগ রেফারির আচার-আচরণ রুদ্রমূর্তি। খুব খারাপ সময় পার করছেন বাংলাদেশের ফুটবল রেফারিরা। ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বা বিপিএলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) সহ বিভিন্ন বিভাগের খেলা পরিচালনা করে মাসের পর মাস সম্মানী হাতে পাচ্ছেন না রেফারিরা। যে কারণে আন্দোলন করতে হচ্ছে তাদের। পাশাপাশি সব লিগেই ম্যাচ পরিচালনার সময় মাঠে অহরহ লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। অথচ এর কোনো প্রতিকার নেই। যাদের কারণে মাঠে খেলা চলে সেই রেফারিদের দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) খেয়াল তো নেই, তেমনি রেফারিদের সম্মান ও দাবি দাওয়া আদায়ের জন্য বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নেই কোনো ভূমিকা! যে কারণে বছরের পর বছর রেফারিরা থাকছেন অবহেলিত। এই যেমন সম্প্রতি বিসিএলের ম্যাচে রেফারি লাঞ্ছিতর ঘটনায় এখনও ‘ঘুমিয়ে’ আছে বাফুফে। পাশাপাশি রেফারিজ অ্যাসোসিয়েশনও চুপচাপ। গত দুই সপ্তাহের মধ্যে বিসিএলে তিনটি বড় আকারের রেফারি লাঞ্ছিত ঘটনার ঘটেছে। এর মধ্যে ৩০ এপ্রিল ফর্টিস মাঠে পিডব্লিউডি এবং ওয়ারী ক্লাবের মধ্যকার ম্যাচে বিরতির সময়ে দেখা গেছে কয়েকজন কর্মকর্তাকে রেফারির উপর চড়াও হতে। ওয়ারী ক্লাবের কর্মকর্তা মো. কবির উদ্দিন সরকারকে দেখা যায় অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে। রেফারির সঙ্গে বাজে ব্যবহার করায় প্রথমে হলুদ কার্ড পরবর্তীতে লাল কার্ড দিতে দেখা যায়। সহকারী রেফারির কাছ থেকে পতাকা কেড়ে নেয়ার ঘটনাও ঘটেছে এই ম্যাচে। এ ঘটনার পর প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হয়েছে। ইতোমধ্যে ওয়ারী আরও তিন ম্যাচ খেলেছে। এখনো বাফুফে ওয়ারী ক্লাব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি। সেই ম্যাচের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় কিছু দিন পরই গাজীপুরে বিসিএলের আরেক ম্যাচে রেফারি লাঞ্চনার ঘটনা ঘটে। তবে এসব কিছু ছাপিয়ে গেছে গত পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমীর মধ্যকার ম্যাচে। এ ম্যাচের রেফারি জিএম চৌধুরি নয়নকে খেলা শেষে বেদম প্রহার করা হয়। তিনি মাঠে লুটিয়ে পড়ার পর আরেক দফা মারের শিকার হন। এই ঘটনার ২৪ ঘন্টা পার হলেও গতকাল পর্যন্ত বাফুফের কোনো পদক্ষেপ চোখে পড়েনি!
এক সময় ঘরোয়া লিগে রেফারি প্রহারের ঘটনা ছিল নিত্যনৈমত্তিক। মাঝে কয়েক বছর এ ঘটনা কমে আসছিল। চলতি মৌসুমে আবার এটা প্রকট আকার ধারণ করছে। বাফুফের নীতি নির্ধারকরা দক্ষতার সঙ্গে জাতীয় দলের জন্য উঁচু মানের প্রবাসী আনার ক্ষেত্রে যতটা মুন্সিয়ানা দেখাচ্ছেন ঠিক ততটাই নিষ্ক্রিয়তা রেফারি প্রহার ইস্যুতে। রেফারিদের সঙ্গে এমন ঘটনার প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি বাফুফে। এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন,‘তিনটি ঘটনাই ডিসিপ্লিনারি কমিটির কাছে রয়েছে। তারা বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত শাস্তি কার্যকর করবেন।’
মূলত পরশুর ঘটনায় কাল সকাল থেকেই বাফুফে নড়েচড়ে বসেছে। ৩০ এপ্রিল ওয়ারী ক্লাবের কর্মকর্তারা যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিলেন, সেই ঘটনার পরের দিনই যদি কড়া শাস্তি প্রদান করা যেত তাহলে হয়তো রোববারের ঘটনাটি ঘটতো না বলে ফুটবলবোদ্ধাদের ধারণা। রেফারিদের লাঞ্ছনার ঘটনায় বাফুফে শাস্তি প্রদানে বিলম্ব করছে। রেফারিদের সম্মান ও অধিকার আদায়ের সংগঠন রেফারিজ অ্যাসোসিয়েশনেও নিশ্চুপ। রেফারিরা মাঠে প্রহারের শিকার হচ্ছেন অথচ এখনো কোনো প্রতিবাদ লিপি দেয়নি সংগঠনটি। সংগঠনের সাধারণ সম্পাদক হাজী ওসমান অনেকটাই নিষ্ক্রিয় এমন তথ্য নির্বাহী কমিটির অনেকের। রেফারিজ
অ্যাসোসিয়েশনের সভাপতি বাফুফে থেকে মনোনীত হন। তা এখনো মনোনয়ন দেয়নি বাফুফে। বাফুফের একটি রেফারিজ কমিটিও থাকে। সেই কমিটির চেয়ারম্যানও মনোনয়ন দিতে পারেননি নতুন সভাপতি তাবিথ আউয়াল। ফলে রেফারিদের দুঃখ-দুর্দশা দেখার আনুষ্ঠানিক কেউ নেই। এমন চলতে থাকলে ভবিষ্যতে ফুটবল খেলা চালানোর মতো রেফারি পাওয়া মুশকিলই হবে বলে মনে করছেন দেশের ফুটবলপ্রেমীরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আক্ষেপ ক্লাব বিশ্বকাপে ঘোচাতে চায় ইন্টার

বিজিবির অভিযানে মে মাসে ১৩৩ কোটি ১১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ৭টি ওমরাহ কোম্পানি স্থগিত

রাশিয়ার হামলায় কিয়েভে মার্কিন নাগরিকসহ নিহত ১৪

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে আন্দোলন চলবে

জি-৮ থেকে রাশিয়াকে বাদ দেয়া ‘বিশাল ভুল’ ছিল: ট্রাম্প

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এস আলমের ২০০ একর জমি জব্দের নির্দেশ আফতাবুলের ৯৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নগর ভবন অচলাবস্থার জন্য এই সরকার দায়ী : ইশরাক

বাবার যত্নে ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল: রিজভী

‘ইসরাইল ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না’

ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-দোয়া মাহফিল

দোয়ারাবাজারে সড়ক দূর্ঘটনায় গরুটি মৃত্যু আহত ৪

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ২ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরগঞ্জে জামের গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ভবিষ্যতে ছেড়ে দেব এমন কথা বললে তালাক হয়ে যাওয়া প্রসঙ্গে।

পরিবার থেকে রাষ্ট্র : ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের উপায়

ইরান-ইসরাইল যুদ্ধ এবং জেরুজালেমের মুক্তির প্রশ্ন

সকলের দৃষ্টি এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে