দুর্দান্ত ইয়ামালে বার্সার লিগ শিরোপা পুনরুদ্ধার
১৬ মে ২০২৫, ১০:০২ এএম | আপডেট: ১৬ মে ২০২৫, ১০:০২ এএম

প্রথমার্ধে ছিলেন নিজের ছায়া হয়ে, দলও খেলেছে ছন্নছাড়া ফুটবল। দ্বিতীয়ার্ধে লামিনে ইয়ামাল করলেন চোখ ধাঁধানো গোল, করালেনও একটি। এস্পনিওলকে হারিয়ে বার্সেলোনাও পুনরুদ্ধার করল লা লিগার শিরোপা।
বৃহস্পতিবার রাতে এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে কাতালান ডার্বিতে ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।
শেষ ১০ মিনিট একজন কম নিয়ে খেলেছে এস্পানিওল। যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেছেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ফের্মিন লোপেস।
এক মৌসুম পর লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগে তাদের ২৮তম শিরোপা এটি। স্পেনের শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতায় রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৮৫। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
কোপা দেল রের পর লা লিগা, বার্সেলোনার দায়িত্বে প্রথম মৌসুমেই ঘরোয়া ‘ডাবল’ জয়ের স্বাদ পেলেন জার্মান কোচ ফ্লিক। এছাড়া গত জানুয়ারিতে ফাইনালে রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপও ঘরে তোলে তার দল। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় তারা।
২০২৩ সালে এখানেই শিরোপা নিশ্চিতের পর বার্সেলোনার খেলোয়াড়দের উদযাপনের সময় মাঠে ঢুকে পড়েছিল ক্ষুব্ধ এস্পানিওল সমর্থকরা। এবার শিরোপা জিতলে ‘উদযাপনে বাড়াবাড়ি’ না করার কথা ম্যাচের আগে বলেছিলেন কোচ ফ্লিক। কিছুটা উদযাপন অবশ্য ঠিকই করেছেন রাফিনিয়া, লোপেসরা। এস্পানিওলের খেলোয়াড়দের সঙ্গে কিছুটা হাতাহাতিও হয় তাদের। তবে দ্রুতই সামলে নেওয়া হয় পরিস্থিতি।
এদিন চোট কাটিয়ে লা লিগায় তিন ম্যাচ পর ফেরেন রবের্ত লেভানদোভস্কি।
সপ্তম মিনিটে হঠাৎ খেলা বন্ধ করে দেন রেফারি। এস্পানিওল গোলরক্ষক ও পরে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে জট পাকিয়ে থাকা লোকজনের ওপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয় এবং এতে আহত হন ১৩ জন। স্টেডিয়ামের স্পিকারে যখন ঘোষণা দেওয়া হয় “সতর্কতা: আমরা জানাচ্ছি যে স্টেডিয়ামের বাইরে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ন্ত্রণে রয়েছে এবং কেউ গুরুতর আহত হয়নি”, তখন খেলা বন্ধ করে দেন রেফারি। একটু পরই আবার খেলা শুরু করেন তিনি।
প্রথমার্ধে কোনো দলই সুযোগ কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের ৫৩তম মিনিটে ডান দিকে বক্সের বাইরে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে যান ইয়ামাল। সামনে তখন প্রতিপক্ষের দুই-তিন জন খেলোয়াড়। আড়াআড়ি এগিয়ে জায়গা বানিয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে জোরাল শট নেন ১৭ বছর বয়সী উইঙ্গার, দূরের পোস্টে ওপরের কোণা দিয়ে বল আশ্রয় নেয় জালে।
৮০তম মিনিটে ধাক্কা খায় এস্পানিওল। হাত দিয়ে ইয়ামালের পেটে জোরে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন স্বাগতিক ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা।
সাত মিনিট যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ইয়ামালের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি শিরোপা নিশ্চিত করে ফেলেন লেভানদোভস্কির বদলি নামা লোপেস।
দুর্দান্ত সব পারফরম্যান্সে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া ইয়ামাল এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করলেন।
এস্পানিওলের বিপক্ষে লা লিগায় টানা ২৮ ম্যাচে অপরাজিত (৮ জয়, ২০ ড্র) রইল বার্সেলোনা।
এস্পানিওল লড়ছে অবনমন এড়াতে। ৩৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তারা আছে ১৬ নম্বরে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরাইল: এরদোগান

নতুন চমক ইরানের, সেজিল ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা যাচ্ছে

স্বাস্থ্যঝুঁকি এড়াতে দেশটির আইন মেনে চলুন : বাংলাদেশিদের প্রতি কনসাল জেনারেল

সুন্দরগঞ্জে বিএনপি নেতা হত্যা, প্রধান আসামি সুমন গ্রেফতার

আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বেকার যুবকদের ভাতা প্রদান করা হবে - ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি

মারা গেছেন খ্যাতিমান আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদ

ইরানে নিরীহ নাগরিকদের হত্যার মূল্য দিতে হবে নেতানিয়াহুকে

কিশোরকে নির্যাতন ঘটনায় আসামি সাইফুল গ্রেফতার

বেপরোয়া গতিতে দুর্ঘটনা, পরিচয় মিলেছে ময়মনসিংহে নিহত ১১ জনের

দাউদকান্দিতে ড.খন্দকার মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে দোয়া মাহফিল

বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ আটক ১

স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীতকরণ সময়ের দাবী

আউটসোর্সিং শিল্প বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে: শিল্প উপদেষ্টা

রাতে চীন যাচ্ছেন মির্জা ফখরুলসহ ৯ সদস্যদের প্রতিনিধি

দাকোপে ভয়াবহ নদী ভাঙন: হরিয়ে যাচ্ছে ভিটেমাটি, ভেসে যাচ্ছে ভবিষ্যৎ

খুলনার সাংবাদিক মামুন রেজার দাফন সম্পন্ন

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ৪

হরিনাকুন্ডু উপজেলায় ডেঙ্গু জ্বরে কলেজ ছাত্রের মৃত্যু

তেহরানে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, রাজধানীতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা

নানা আয়োজনে কবি রুদ্রকে স্মরণ